বাস্তুতন্ত্র (Ecosystem)।৩য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বাস্তুতন্ত্র (Ecosystem)।৩য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বাস্তুতন্ত্র (Ecosystem)।৩য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বাস্তুতন্ত্র (Ecosystem)।৩য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৩ - বাস্তুতন্ত্র (Ecosystem)

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. ইকোসিস্টেম কী?

উত্তর: যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয়, সেই গৃতিময় পদ্ধতিকে ইকোসিস্টেম বলে।

০২.জীবমণ্ডল (Biosphere) কী?

উত্তর: পৃথিবীর জল, স্থল ও বায়ুমণ্ডলের যে অংশে জীব বসবাস করতে দেখা যায় তাকে জীবমণ্ডল বা Biosphere বলে।

০৩. বায়োমাস (Biomass) কী)?

উত্তর: পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর মোট সংখ্যা বা পরিমাণকে বায়োমাস (Biomass) বলে।

০৪. বেনথস্ (Benthos) কী?

উত্তর: যে সকল জীব জলাশয়ের তলদেশে বসবাস করে তাদেরকে বেনথস্ (Benthos) বলে। যেমন- ঝিনুক, Chara, Nitella প্রভৃতি।

০৫. ইকোলজিক্যাল নিচ (Ecological niche) কী?

উত্তর: বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোনো জীবের অবস্থান ও তাদের ভূমিকাকে ইকোলজিক্যাল নিচ (Ecological niche) বলে।

০৬. নেকটন (Necton) কী?

উত্তর: পানিতে যে প্রাণী সাধারণভাবে সাঁতার কেটে জীবনযাপন করে তাদেরকে নেকটন (Necton) বলে।

০৭. প্ল্যাঙ্কটন (Plankton) কী?

উত্তর: পানির উপর ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা পানির স্রোত বা ঢেউ দ্বারা স্থানান্তরিত হয় তাদের প্ল্যাঙ্কটন (Plankton) বলে।

০৮. খাদ্যস্তর (Trophic structure) কী?

উত্তর: বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদকের যে সম্পর্ক রয়েছে তাকে খাদ্যস্তর (Trophic structure) বলে। একে Trophic level ও বলে।

০৯. ফ্লোরা (Flora) কী?

উত্তর: বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি স্থানের উদ্ভিদ সম্প্রদায়কে ফ্লোরা (Flora) বলে।

১০. ফনা (Fauna) কী?

উত্তর: বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি স্থানের প্রাণী সম্প্রদায়কে ফনা (Fauna) বলে।

১১. খাদ্য শৃঙ্খল কী?

উত্তর: যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক হতে ভোক্তার দিকে ধারাবাহিকভাবে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় তাকে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বলে।

১২. খাদ্য জাল (Food Web) কী?

উত্তর: একটি বাস্তুতন্ত্রে অনেক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে জালের ন্যায় সম্পর্কযুক্ত। একে খাদ্য জাল বলে।

১৩. প্রজাতি বৈচিত্র্য কী?

উত্তর: কোনো সম্প্রদায়ে বিদ্যমান বিভিন্ন প্রজাতির মতো যে বৈচিত্র্য দেখা যায় তাকে প্রজাতি বৈচিত্র্য বলা হয়।

১৪. বায়োম (Biome) কী?

উত্তর: একটি বড় বাস্তুতন্ত্রে যে একক জলবায়ু ও স্থানিক জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়া গঠিত হয় তাকে বায়োম বলে। যেমন- চিরহরিৎ অরণ্যের বায়োম।

১৫. ইকোলজিক্যাল পিরামিড কী?

উত্তর: বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সমন্বিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে।

১৬. মাইক্রোকনজিউমার কী?

উত্তর: ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে উপস্থিত আণুবীক্ষণিক পরভোজী জীবদের মাইক্রোকনজিউমার বলে।

১৭. প্রোফানডাল জোন কী?

উত্তর: প্রোফানডাল জোন হলো পানির একটি অভ্যন্তরীণ গভীর অঞ্চল। যেমন- একটি হ্রদ বা পুকুর, যা কার্যকর আলোর অনুপ্রবেশের সীমার নীচে অবস্থিত।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. ইকোসিস্টেম বলতে কী বুঝায়?

অথবা, বাস্তুতন্ত্রের সংজ্ঞা লিখ।

০২. ইকোসিস্টেম কত প্রকার ও কি কি?

০৩. ইকোসিস্টেমের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অথবা, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য লিখ।

০৪. ইকোলজিক্যাল নিচ্ (Niche) ব্যাখ্যা কর।

অথবা, বাস্তুতান্ত্রিক নিচ্ (niche) সম্পর্কে লিখ।

০৫. উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লিখ।

০৬. উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য লিখ।

০৭. একটি পুকুরের ইকোসিস্টেম বর্ণনা কর।

অথবা, একটি জলজ ইকোসিস্টেমের ভৌত ও জৈব উপাদানগুলো বর্ণনা কর।

অথবা, একটি পুকুরের ইকোসিস্টেম চিত্রসহ বর্ণনা কর।

অথবা, একটি আদর্শ ইকোসিস্টেমের গঠন আলোচনা কর।e

০৮. ইকোসিস্টেমের উপাদানগুলো লেখ।

অথবা, ইকোসিস্টেম কী? এর উপাদানসমূহ বর্ণনা কর।

অথবা, বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্রের উপাদানসমূহ সম্পর্কে আলোচনা কর।

অথবা, ইকোসিস্টেমের গঠন ও কার্য বর্ণনা কর।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

০১. একটি স্থলজ বা বনভূমির ইকোসিস্টেম বর্ণনা কর।

০২. ইকোলজিক্যাল পিরামিড কি? জৈবিক ওজনের পিরামিড আলোচনা কর।

অথবা, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ব্যাখ্যা কর।

অথবা, ইকোসিস্টেমের শক্তি প্রবাহের প্রকৃতি বর্ণনা কর।

অথবা, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সম্পর্কে আলোচনা কর।

অথবা, ইকোসিস্টেমের গতিময়তা আলোচনা কর।

০৩. টীকা লিখ:

(ক) খাদ্য শৃঙ্খল

অথবা, ফুড চেইন

(খ) খাদ্য জাল

অথবা, ফুড ওয়েব

(গ) বাস্তুতন্ত্র 

(ঘ) পুষ্টিস্তর;

অথবা, ট্রপিক লেভেল;

(ঙ) ইকোলজিক্যাল নিচ;

(চ) ইকোলজিকাল পিরামিড। 

০৪. খাদ্য পিরামিড কী? খাদ্য পিরামিডের প্রকারভেদ বর্ণনা কর।

অথবা, ইকোলজিক্যাল পিরামিড কি? বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিড এর চিত্রসহ বর্ণনা কর।

Read more:2nd chapter