উদ্ভিদ ক্রমাগমন।২য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদ ক্রমাগমন।২য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদ ক্রমাগমন।২য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদ ক্রমাগমন।২য় অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০২ উদ্ভিদ ক্রমাগমন (Plant Succession)

ক বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

০১. উদ্ভিদ ক্রমাগমন বলতে কী বুঝ?

উত্তর: যদি কোনো উদ্ভিদ নিজে থেকে পরিবেশে উদ্ভিদ ক্রমাগমন বলে। অথবা, উদ্ভিদ ক্রমাগমন কী? উত্তর: যে পদ্ধতিতে কোনো এলাকার উদ্ভিদ বিবর্তিত হয়ে বিভিন্ন অবস্থায় উদ্ভিদ সম্প্রদায়ের পর্যায়ক্রমে আবির্ভাব ও তিরোধানের মাধ্যমে শেষ পর্যায়ে একটি স্থায়ী উদ্ভিদ সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে, তাকে উদ্ভিদ ক্রমাগমন বলে।

০২. প্রাথমিক ক্রমাগমন কী?

উত্তর: কখনো কোনো জীবের অস্তিত্ব ছিল না এমন পরিবেশে উদ্ভিদ ক্রমাগমনকে প্রাথমিক ক্রমাগমন বলে।

০৩. সিরি কাকে বলে?

উত্তর: ক্রমাগমনে উদ্ভিদ সম্প্রদায়ের পর্যায়ক্রমিক সমষ্টিকে সিরি বলা হয়।

০৪. প্রব্রজন (Migration) বা মাইগ্রেশন বলতে কি বুঝ?

উত্তর: প্রব্রজন জীবের স্বতঃস্ফূর্ত পরিভ্রমণ। বীজ ও রেণু বিভিন্ন বাহকের মাধ্যমে যথা- বায়ু, প্রাণী, পানি, কীটপতঙ্গ' কিংবা বিভিন্ন প্রাণীর সাহায্যে উদ্ভিদ বিবর্জিত এলাকায় অতিবাহিত হয়, একে প্রব্রজন বা মাইগ্রেশন বলা হয়।

০৫. হ্যালোসিরি বলতে কি বুঝ?

উত্তর: লবণাক্ত মাটি বা লবণাক্ত পানিতে যে ক্রমাগমন সূচিত হয় তাকে হ্যালোসিরি বলা হয়।

০৬. হাইড্রোসিরি কী?

উত্তর: অগভীর জলাশয়ে উদ্ভিদ সম্প্রদায়ের আগমন ও প্রতিষ্ঠা এবং দীর্ঘ সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে একটি চূড়ান্ত অরণ্যভূমি সৃষ্টিকে হাইড্রোসিরি বলে।

০৭. গৌণ ক্রমাগমনের সংজ্ঞা দাও।

উত্তর: এমন কোনো স্থান যা এককালে উদ্ভিদ অধ্যুষিত ছিল কিন্তু পরবর্তীকালে উদ্ভিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেরূপ স্থানে নতুন করে ক্রমাগমন শুরু হলে তাকে গৌণ ক্রমাগমন বলে।

০৮. জেরোসিরি বা মরুজ ক্রমাগমন কী?

উত্তর: উদ্ভিদহীন শুষ্ক শিলাময় পাথুরে বা মরু অঞ্চলে উদ্ভিদ সম্প্রদায়ের যে ক্রমাগমন ঘটে তাকে জেরোসিরি বা মরুজ ক্রমাগমন বলে।

০৯. জেরোসিরির বা মরুজ ক্রমগমনের কয়েকটি উদ্ভিদের নাম লিখ।

উত্তর: Prmelia, Argemone, Sida, Tortula, Tridar, Croton, Cassia ইত্যাদি।

১০. অটোজেনিক ক্রমাগমন বলতে কী বুঝ?

উত্তর: অধিকাংশ ক্ষেত্রে ক্রমাগমন সূচিত হলে উদ্ভিদের সঙ্গে পরিবেশের প্রতিক্রিয়া ঘটে। যার ফলে উদ্ভিদের নিজস্ব পরিমণ্ডলে পরিবর্তন সাধিত হয়। ফলশ্রুতিতে ঐ এলাকায় পূর্বে সৃষ্ট উদ্ভিদকে হটিয়ে নতুন উদ্ভিদ গোষ্ঠীর আবির্ভাব ঘটে। উদ্ভিদের এরূপ ক্রমাগমনকে অটোজেনিক ক্রমাগমন বলে।

১১. জরায়ুজ অংকুরোদগম বলতে কী বুঝ?

উত্তর: অঙ্কুর অবস্থায় শুধু প্রধান মূলটি বীজ থেকে বেড়ে বৃদ্ধি পেতে থাকে। এভাবে অঙ্কুরিত মূলের ভারে এক সময় ছিড়ে পড়ে নিচের নরম কাদামাটিতে মূলটি খাড়াভাবে ঢুকে আটকে যায় এবং শীর্ষ মুকুল চারায় পরিণত হয়। একে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. উদ্ভিদ ক্রমাগমন কী? এটা কত প্রকার ও কি কি?

অথবা, উদ্ভিদ ক্রমাগমন কাকে বলে? এর প্রকারভেদ লিখ।

০২. জলজ-সিরি ও মরুজ-সিরি এর মধ্যে পার্থক্য লিখ।

অথবা, হাইড্রোসিরি ও জেরোসিরির মধ্যে পার্থক্য লিখ।

অথবা, Hydrosere ও Xerosere এর পার্থক্য লিখ।

০৩. প্রাথমিক ও গৌণ ক্রমাগমনের পার্থক্য লিখ।

০৪. উদ্ভিদ ক্রোমাগমনের কারণগুলো ব্যাখ্যা কর।

 অথবা, উদ্ভিদ ক্রমাগমনের কারণগুলো ব্যাখ্যা কর। 

অথবা, উদ্ভিদ ক্রমাগমনের কারণসমূহ আলোচনা কর।

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

০১. উদ্ভিদ ক্রমাগমনের গুরুত্ব আলোচনা কর। ০২. মরুজ ক্রমাগমনের ধাপসমূহ বর্ণনা কর। 

অথবা, উদ্ভিদ ক্রমাগমন বলতে কি বুঝ? মরুজ ক্রমাগমন বর্ণনা কর।

অথবা, Xerosere এর ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর। 

অথবা, জেরোসিরি কী? জেরোসিরির বিভিন্ন ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর।

 ০৩. সেরি বলতে কী বুঝ? হাইড্রোসিরির ধাপগুলো বর্ণনা কর।

অথবা, জলজসিরির ধাপগুলো বর্ণনা কর।

অথবা, হাইড্রোসিরি কী? হাইড্রোসিরির বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর।

অথবা, হাইড্রোসিরি বা জলজ ক্রমাগমনের বর্ণনা কর।

অথবা, হাইড্রোসিরি কাকে বলে? জলজ ক্রমাগমনের ধাপগুলো বর্ণনা কর।

Read more:1st chapter