পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১ পপুলেশন (Population) কি?
উত্তর : একই সময়ে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী কোনো প্রজাতির অন্তঃপ্রজননে সক্ষম সদস্যসমূহকে একত্রে পপুলেশন (Population) বলে।
০২. পপুলেশন জেনেটিক্স এর সংজ্ঞা দাও।
অথবা, পপুলেশন বংশগতি (Population genetics) কি?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় পপুলেশনের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে পপুলেশন জেনেটিক্স বা (Population genetics) বলে।
০৩. জিন পুল কাকে বলে?
অথবা, জিনপুল (Gene Pool) কি?
উত্তর : একটি মুক্ত পপুলেশনের সদস্যসমূহের সমস্ত জিনকে একত্রে জিনপুল (Gene pool) বলে।
০৪জিন ফ্রিকোয়েন্সি কি?
উত্তর : পপুলেশনে একটি জিনের বিভিন্ন এলিলের হার বা অনুপাতকে জিন ফ্রিকোয়েন্সি বলে ।
০৫. Hardy Weinberg সূত্রটি লিখ।
উত্তর : একটি অবাধ অন্তঃযৌন প্রজননকারী বৃহৎ পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে যদিনির্বাচন, মিউটেশন, মাইগ্রেশন বা genetic drift ইত্যাদিকোন factor না থাকে ।
০৬. Hardy Weinberg এর গাণিতিক সূত্রটি কি?
উত্তর : (p+q)2 = p2+2pq+q
০৭Hardy Weinbeng সূত্রের শর্তসমূহ কি কি?
উত্তর : (i) Large population; (ii) Inbreeding
Population; (iii) Absence of selection; (iv) Absence of
Mutation; (v) absence of migration; (vi) Absence
of Meioltic drive; (vii) Absence of genetic drift
০৮জেনেটিক ড্রিফট কী?
উত্তর : জীবগোষ্ঠীর সংখ্যা কম হলে নমুনায়নের ত্রুটিরজন্য দ্রুত জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটতে পারে ধরনের ঘটনাকে জেনেটিক ড্রিফট বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১.পপুলেশন জেনেটিক্স বলতে কি বুঝ?
অথবা, পপুলেশন বংশগতি বলতে কি বুঝ?
০২পপুলেশনের জিন-ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝ?
০৩পপুলেশন বংশগতি কী? হার্ডি-ওয়াইনবার্গ এর সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ বর্ণনা কর।
অথবা, হার্ডি-ওয়েনবার্গ সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ লিখ ।
অথবা, হার্ডি-ওয়াইনবার্গ এর সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :
০১. জিনের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করা হয় তা আলোচনা কর।
০২জিন ফ্রিকোেয়সিকে প্রভাবিতকারী উপাদানসমূহ আলোচনা কর।
(i) হার্ডি-ওয়েনবার্গ সূত্রটি লেখ এবং এটি ব্যাখ্যা কর।
অথবা, হার্ডি-ওয়ানবার্গ-এর সূত্রটি ব্যাখ্যা কর।
অথবা, পপুলেশন বংশগতি কী? ০৩হার্ডি-ওয়াইনবার্গ-এর সূত্রটি লিখ এবং ব্যাখ্যা কর।
অথবা, Hardy-Weinberg সূত্র ব্যাখ্যা কর । একটি উদাহরণ দ্বারা জিন-ফ্রিকোয়েন্সি-এর স্থিতাবস্থা সংরক্ষণের
(ii) ১০০ জনের একটি পপুলেশনে ৫০ MM, ২০ MN এবং ৩০ NN রক্তের নমুনা পরিলক্ষিত হলো
অ্যালিলের ফ্রিকোয়েন্সি নির্ণয় কর।
Read more:12th chapter