পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পপুলেশন বংশগতি।১৩শ অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ১৩:পপুলেশন বংশগতি

 ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

০১ পপুলেশন (Population) কি? 

উত্তর : একই সময়ে একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী কোনো প্রজাতির অন্তঃপ্রজননে সক্ষম সদস্যসমূহকে একত্রে পপুলেশন (Population) বলে।

০২. পপুলেশন জেনেটিক্স এর সংজ্ঞা দাও। 

অথবা, পপুলেশন বংশগতি (Population genetics) কি?

উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় পপুলেশনের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে পপুলেশন জেনেটিক্স বা (Population genetics) বলে। 

০৩. জিন পুল কাকে বলে? 

অথবা, জিনপুল (Gene Pool) কি? 

উত্তর : একটি মুক্ত পপুলেশনের সদস্যসমূহের সমস্ত জিনকে একত্রে জিনপুল (Gene pool) বলে।

০৪জিন ফ্রিকোয়েন্সি কি? 

উত্তর : পপুলেশনে একটি জিনের বিভিন্ন এলিলের হার বা অনুপাতকে জিন ফ্রিকোয়েন্সি বলে ।

০৫. Hardy Weinberg সূত্রটি লিখ।

উত্তর : একটি অবাধ অন্তঃযৌন প্রজননকারী বৃহৎ পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে যদিনির্বাচন, মিউটেশন, মাইগ্রেশন বা genetic drift ইত্যাদিকোন factor না থাকে ।

০৬. Hardy Weinberg এর গাণিতিক সূত্রটি কি?

উত্তর : (p+q)2 = p2+2pq+q

০৭Hardy Weinbeng সূত্রের শর্তসমূহ কি কি?

উত্তর : (i) Large population; (ii) Inbreeding

Population; (iii) Absence of selection; (iv) Absence of

Mutation; (v) absence of migration; (vi) Absence

of Meioltic drive; (vii) Absence of genetic drift

০৮জেনেটিক ড্রিফট কী? 

উত্তর : জীবগোষ্ঠীর সংখ্যা কম হলে নমুনায়নের ত্রুটিরজন্য দ্রুত জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটতে পারে ধরনের ঘটনাকে জেনেটিক ড্রিফট বলে ।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

০১.পপুলেশন জেনেটিক্স বলতে কি বুঝ? 

অথবা, পপুলেশন বংশগতি বলতে কি বুঝ?

০২পপুলেশনের জিন-ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝ? 

০৩পপুলেশন বংশগতি কী? হার্ডি-ওয়াইনবার্গ এর সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ বর্ণনা কর।

অথবা, হার্ডি-ওয়েনবার্গ সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ লিখ । 

অথবা, হার্ডি-ওয়াইনবার্গ এর সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ আলোচনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :

০১. জিনের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করা হয় তা আলোচনা কর। 

০২জিন ফ্রিকোেয়সিকে প্রভাবিতকারী উপাদানসমূহ আলোচনা কর। 

(i) হার্ডি-ওয়েনবার্গ সূত্রটি লেখ এবং এটি ব্যাখ্যা কর। 

অথবা, হার্ডি-ওয়ানবার্গ-এর সূত্রটি ব্যাখ্যা কর।

অথবা, পপুলেশন বংশগতি কী? ০৩হার্ডি-ওয়াইনবার্গ-এর সূত্রটি লিখ এবং ব্যাখ্যা কর।

অথবা, Hardy-Weinberg সূত্র ব্যাখ্যা কর । একটি উদাহরণ দ্বারা জিন-ফ্রিকোয়েন্সি-এর স্থিতাবস্থা সংরক্ষণের

(ii) ১০০ জনের একটি পপুলেশনে ৫০ MM, ২০ MN এবং ৩০ NN রক্তের নমুনা পরিলক্ষিত হলো

অ্যালিলের ফ্রিকোয়েন্সি নির্ণয় কর।

Read more:12th chapter