রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ বায়ান্নর দিনগুলো এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

 0  0
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)
রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

আরো পড়ুনঃ

রাজশাহী বোর্ড প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘বর্ষাকালেই তো জুৎ’— কথাটি কে বলেছিল? [ঢা. বো. ‘১৯]

উত্তর : ‘বর্ষাকালেই তো জুৎ’ কথাটি বলেছিল ছদ্মবেশী কুলি ।

প্রশ্ন ২। “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়”— ‘রেইনকোট’ গল্পে

কোন চোখের কথা বলা হয়েছে?

[য, বো, ‘১৯]

উত্তর : “সেই চোখ ভরা ভয়, কেবল ভয়” – এখানে

‘রেইনকোট’ গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পটেকমারের

চোখের কথা বলা হয়েছে।

প্রশ্ন ৩। “উও আপ হি কহ সাকতা।” উক্তিটি কার? [চ. বো, ‘১৯]

উত্তর : “উও আপ হি কহ সাকতা।”- উক্তিটি প্রিন্সিপালের পিয়নের।

প্রশ্ন ৪। ‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম কী?

[সি. বো. ‘১৯]

উত্তর : ‘রেইনকোট’ গল্পে পিয়নের নাম ইসহাক।

প্রশ্ন ৫। মিলিটারি পাণ্ডা কোথায় বসেছিল?

[ব. বো, ‘১৯]

উত্তর : মিলিটারি পাণ্ডা বসেছিল প্রিন্সিপালের কামরায় সিংহাসন

মার্কা চেয়ারে ।

প্রশ্ন ৬।‘রেইনকোট’ গল্পটি কার লেখা?

[রা. বো. ’১৭]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা।

প্রশ্ন ৭। ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?[য. বো. ১৭]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয় ।

প্রশ্ন ৮। ‘রেইনকোট’ গল্পের কথকের নাম কী?

উত্তর : ‘রেইনকোট’ গল্পের কথকের নাম নুরুল হুদা।

প্রশ্ন ৯। মিসক্ৰিয়ান্ট শব্দের অর্থ কী?

উত্তর : মিসক্লিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী।

[কু. বো, ‘১৭]

[ব, বো, ‘১৭]

প্রশ্ন ১০। কাদের সাথে নুরুল হুদার আঁতাত আছে? [রা, বো, ‘১৬]

উত্তর : ছদ্মবেশী কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাত আছে।

প্রশ্ন ১১। ‘রেইনকোট’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? [চ, বো, ‘১৬]

উত্তর : ‘রেইনকোট’ গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত ।

প্রশ্ন ১২। কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? [ব. বো, ‘১৬

উত্তর : মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে তটস্থ

থাকতে হয়।

© শীর্ষস্থানীয় কলেজসমূহের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১৩। উর্দুর প্রফেসরের নাম কী?

[মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ; আবদুল কাদির মোল্লা সিটি

কলেজ, নরসিংদী; বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট)

উত্তর : উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ।

প্রশ্ন ১৪। গল্পকথক বাস থেকে কোথায় নেমেছিল?

(আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

উত্তর : গল্পকথক বাস থেকে নিউমার্কেটের সামনে নেমেছিল।

[সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম)

প্রশ্ন ১৫৭ রেইনকোটটি কার ছিল?

উত্তর : রেইনকোটটি মিন্টুর ছিল।

প্রশ্ন ১৬। মাঠ পেরিয়ে একটু কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টার?

[পিরোজপুর সরকারি মহিলা কলেজ]

উত্তর : মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার।

প্রশ্ন ১৭। কলেজের আলমারিগুলো কিসে করে আনা হয়?

[বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, দিনাজপুর]

উত্তর : ঠেলাগাড়িতে করে ।

প্রশ্ন ১৮। কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে?

[সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর]

উত্তর : পিয়ন ইসহাক এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে।

© পাঠ্যবই বিশ্লেষিত প্রশ্ন  উত্তর

প্রশ্ন ১৯। ‘রেইনকোট’ গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হয়?

উত্তর : ভোররাত থেকে।

প্রশ্ন ২০। বৃষ্টির মেয়াদ কত দিন স্থায়ী ছিল?

উত্তর : বৃষ্টির মেয়াদ তিন দিন স্থায়ী ছিল ।

প্রশ্ন ২১। গল্পের বর্ণনা অনুসারে বুধের সকালে জল নামলে কী হয়?

উত্তর : বুধের সকালে নামল জল, বিকালে মেঘ কয় এবার চল ।

প্রশ্ন ২২। কিসের শব্দ লেখকের সমস্ত আয়েশ ছিঁড়ে ফালাফালা করে?

উত্তর : দরজায় কড়া নাড়ার শব্দ ।

প্রশ্ন ২৩। কারা সবকিছু ভেস্তে দিল?

উত্তর : মিলিটারি এসে সবকিছু ভেস্তে দিল।

প্রশ্ন ২৪। রাস্তায় বেরোলে নুরুল হুদা সবসময় কী রেডি রাখেন?

উত্তর : রাস্তায় বেরোলে নুরুল হুদা সবসময় পাঁচ কলেমা রেডি রাখেন

প্রশ্ন ২৫। দরজার কপাট খুলতেই নুরুল হুদার ঘরে কে প্রবেশ করল?

উত্তর : প্রিন্সিপালের পিয়ন।

প্রশ্ন ২৬। কলেজের জিমনেশিয়ামে এখন কারা অবস্থান করে?

উত্তর : পাকিস্তানি মিলিটারি ।

প্রশ্ন ২৭। মিলিটারি আসার পর কলেজের সবাই কেমন থাকে?

উত্তর : মিলিটারি আসার পর কলেজের সবাই তটস্থ থাকে।

প্রশ্ন ২৮। ‘রেইনকোট’ গল্পে বাসের রং কেমন ছিল?

উত্তর : ‘রেইনকোট’ গল্পে বাসের রং ছিল লাল।

গদ্য ১০ রেইনকোট (F)

প্রশ্ন ২৯। ইসহাকের কোন আত্মীয় দিল্লিওয়ালা সাহেবের

খানসামা ছিলেন?

উত্তর : ইসহাকের পরদাদার ভায়রার মামু।

প্রশ্ন ৩০। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কী করছেন?

উত্তর : পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন-রাত দোয়া দরুদ পড়ছেন।

প্রশ্ন ৩১। পাকিস্তানকে বাঁচাতে প্রিন্সিপাল মিলিটারির বড়

কর্তাকে কী পরামর্শ দিয়েছিলেন?

উত্তর : দেশের সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার ভাঙার পরামর্শ।

প্রশ্ন ৩২। কে পাকিস্তানের ভালোর জন্য কলিগদের গালাগালি করেন?

উত্তর : প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ।

প্রশ্ন ৩৩। মিলিটারিরা প্রথমেই কোন দিকে কামান তাক করেছে?

উত্তর : শহিদ মিনারের দিকে।

প্রশ্ন ৩৪ ৷ আসমা কোন দিক থেকে গুলির আওয়াজ শুনতে পেয়েছেন?

উত্তর : মিরপুর ব্রিজ থেকে।

এই রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow