রোগ লক্ষ্মনতত্ত্ব ।৪র্থ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

রোগ লক্ষ্মনতত্ত্ব ।৪র্থ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

রোগ লক্ষ্মনতত্ত্ব ।৪র্থ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
রোগ লক্ষ্মনতত্ত্ব ।৪র্থ অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৪ :রোগ লক্ষ্মনতত্ত্ব 

 

ক-বিভাগ : 

০১. রোগ লক্ষণ তত্ত্ব (Symptomalogy) কি? 

উত্তর : রোগ বিজ্ঞানের যে শাখায় রোগের লক্ষণ সমূহের পর্যালোচনা করা হয় তাকে রোগ লক্ষণতত্ত্ব (Symtomalogy) বলে ।

০২. নেক্রোটিক লক্ষণ কি?

উত্তর : যখন প্যাথোজেনের আক্রমণে উদ্ভিদের আক্রান্ত কোষ বা অংশের মৃত্যু ও পচন ধরে তখন তাকে নেক্রোটিক লক্ষণ বলা হয়।

০৩. অ্যানথ্রাকনোজ (Anthracnose) কি?

উত্তর : কাণ্ড, পাতা বা ফলে আলসারের ন্যায় লম্বা কোণাকার ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতস্থানের কেন্দ্রস্থলটি নিচু এবং কিনারা উঁচু হয় তাকে অ্যানথ্রাকনোজ

(Anthracnose) বলা হয়।

০৪. অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ কিরূপ। 

উত্তর : কাণ্ড, পাতা বা ফলে আলসারের ন্যায় লম্বা কোণাকার ক্ষত সৃষ্টি হয়।

০৫.  সংক্রামক রোগ কী? 

উত্তর : যে সকল রোগ প্যানজেনের কারণে হয়ে থাকে তাকে সংক্রমণক রোগ বলে। যেমন- লেবুর ক্যাঙ্কার রোগ। 

০৬. ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদরোগের চারটি লক্ষণের নাম লেখ। 

উত্তর : ১. Xanthomonas নামক ব্যাকটেরিয়া প্রজাতি যারা পাতা ধসা রোগ হয়ে থাকে। ব্লাইট বা ধ্বসা দ্বারা রোগাক্রান্ত পাতা, কাণ্ড ও ফুলের পাপড়ি বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায় এবং গাছ একসময় হেলে পড়ে।

2. Corynebacterium নামক ব্যাকটেরিয়া দ্বারা পচন বা Rot রোগে বিভিন্ন উদ্ভিদ আক্রান্ত হয়। এক্ষেত্রে রোগের আক্রমণে আক্রান্ত কোষ বা কলা মারা ও পরে পচে যায়।

3. Xanthomonas বা Corynebacterium নামক ব্যাকটেরিয়া প্রজাতি দ্বারা বিভিন্ন উদ্ভিদের ক্যাংকার রোগ হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে আক্রান্ত উদ্ভিদের বাকল নষ্ট হয়ে যায় এবং ফাটল ধরে বা খসে পড়ে।

৪. কিছু ব্যাকটেরিয়া প্রজাতির আক্রমণে চলে পড়া বা উইন্টিং রোগ সৃষ্টি হয়। এ রোগে আক্রান্ত হলে চারা কচি অবস্থাতে ঢলে পড়ে।

০৭. নেতিয়ে পড়া (Damping off) রোগ কি?

উত্তর : চারাগাছের মাটি সংলগ্ন বা মাটির সামান্য উপর পর্যন্ত প্যাথোজেন দ্বারা আক্রমণের ফলে পঁচন এবং হেলে পড়াকে নেতিয়ে পড়া (Damping off) রোগ বলে।

০৮. স্ক্যাব (Scab) কি?

উত্তর : উদ্ভিসের কাণ্ড, টিউবার, পাতা, ফুল ইত্যাদিতে শোঁস ও পাঁচড়ার ন্যায় প্রায় গোলাকার ক্ষতের সৃষ্টি  হওয়াকে স্ক্যাব (Scab) বলে।  

 ০৯. রেসেটিং (Russeting) কি?

উত্তর : আক্রান্ত উদ্ভিদের ফলের বহিত্বকে স্থানে স্থানে বৃদ্ধি পেয়ে খসখসে হওয়াকে রেসেটিং (Reseting) বলে।

১০. ছত্রাক দ্বারা আক্রান্ত কয়েকটি রোগের নাম লিখ।

উত্তর : Leaf spot, shot tole, Tikka spot, Early blight, late blight, blast, Damping off, Rot প্রভৃতি।

১১. রাস্ট (Rust) কি?

উত্তর : ছত্রাকের আক্রমণে উদ্ভিদের পাতায় ও কান্ডে

মরিচার ন্যায় দানাকে Rust বলে।

১২. ব্যাকটেরিয়া ঘটিত দুটি রোগ ও প্যাথোজনের নাম লিখ।

উত্তর: ১. ধানের Leaf streak - Xanthomonas oryzicolar ২. টমেটোর : Bacteria Spot - Xanthomas campestris.

১৩. ডাইনির ঝাটা কী? 

উত্তর : ভাইরাসের আক্রমণে অনেক সময় আক্রান্ত্র গাছে অস্বাভাবিক শাখা-প্রশাখা সৃষ্টি হয়। শাখা-প্রশাখা সরু ও সমান্তরালভাবে বিন্যস্ত থাকে বলে দেখতে কাঁটার ন্যায় মনে হয়। এ ধরনের লক্ষণকে ডাইনির ঝাঁটা বলে।

 

খ-বিভাগ : 

০১. ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ। 

০২. রোগের লক্ষণ এবং লক্ষণ তত্ত্ব বলতে কি বুঝ?

০৩. ভাইরাস কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ। 

০৪. উদ্ভিদ রোগের লক্ষণ কত প্রকার ও কী কী? 

০৫. হাইপারট্রফি ও হাইপারপ্লাসিয়ার মধ্যে পার্থক্য লিখ ।

০৬. পোষক ও জীবাণুর নামসহ নিম্নলিখিত লক্ষণসমূহের সংক্ষিপ্ত বর্ণনা কর : 

(ক) অ্যানথ্রাকনোজ; 

(খ) ডাইব্যাক/আগামরা;

(গ) স্ক্যাব;

(ঘ) ব্লাইট/ধ্বসা;

(ঙ) পত্র দাগ;

(চ) ক্যাংকার; 

(ছ) নেক্রোসিস;  

(জ) নরম পচা, 

(ঝ) মরিচা বা রাস্ট।

০৭. নিম্নোক্ত রোগসমূহের রোগ-জীবাণুর নাম ও রোগলক্ষণ বর্ণনা কর :

(i)ড্যাম্পিং অফ;

(ii)স্ক্যাব;

(iii)ঢলে পড়া ;

(iv)শিরা স্বচ্ছতা। 

 

গ-বিভাগ :

০১. উদাহরণসহ উদ্ভিদের বিভিন্ন প্রকার রোগের লক্ষণসমূহ আলোচনা কর। 

অথবা, রোগ লক্ষণতত্ত্ব আলোচনা কর।

০২. ভাইরাস দ্বারা সৃষ্ট ৩টি রোগের নাম ও লক্ষণ আলোচনা কর। 

০৩. ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট ৫টি রোগের নাম, প্যারোজেন বর্ণনা কর। ডি। 

০৪. ছত্রাক কর্তৃক সৃষ্ট উদ্ভিদ রোগের লক্ষণগুলো উদাহরণসহ লেখ। 

অথবা, ছত্রাক কর্তৃক সৃষ্ট রোগের লক্ষণগুলো লিখ।

০৫. প্রতি ক্ষেত্রে একটি প্যাথোজেনের নাম উল্লেখপূর্বক রোগ লক্ষণসমূহ বর্ণনা কর : 

(i) মিলডিউ;

(ii) ডাম্পিং অফ/ নেতিয়ে পড়া;

(iii) গল;

(iv) ডাইব্যাক;

(v) লিফ্ট স্পট ও

(vi) মোজাইক।

০৬. টাকা লিখ : নেক্রোটিক লক্ষণ। 

অথবা, কয়েকটি নেক্রোটিক লক্ষণ সম্পর্কে আলোচনা কর।

০৭. প্রতিক্ষেত্রে একটি প্যাথোজেনের নাম উল্লেখপূর্বক রোগের লক্ষণসমূহ সংক্ষেপে লেখ : 

(i) গল; (ii) মরিচা, (ii) উইলটিং; (iv) স্মার্ট; (v)অ্যান্থ্রাকনোজ।

Read more:3rd chapter