অনুকল্পের তাৎপর্যতা যাচাই । ৬ষ্ঠ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অনুকল্পের তাৎপর্যতা যাচাই । ৬ষ্ঠ অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৬ষ্ঠ অধ্যায়:- অনুকল্পের তাৎপর্যতা যাচাই
ক-বিভাগ
০১. নাস্তি কল্পনার সংজ্ঞা দাও।
অথবা, নাস্তি কল্পনা কী?
অথবা, নাস্তি অনুকল্প বা অনুমান কী?
উত্তর : যে পরিসাংখ্যিক কল্পনায় বা অনুমানে ধরে নেয়া হয় যে, পর্যবেক্ষিত (O) এবং প্রত্যাশিত (E) মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য না থাকাকে নাস্তি কল্পনা বা নাস্তি অনুকল্প বা অনুমান বলে ।
০২. কাইকা পরীক্ষা কী?
অথবা, x² test কী?
উত্তর : কোনো পরীক্ষার প্রত্যাশিত ও পর্যবেক্ষিত মানের মধ্যে যে পার্থক্য তা নির্ণয় করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে কাইবর্গ (x²) পরীক্ষা বলে।
০৩. কাইবর্গ (x²) পরীক্ষা কোন বিজ্ঞানী করেন?
উত্তর : কার্ল পিয়ারসন, ১৯০০ সালে।
০৪. বিকল্প নাস্তি কল্পনা কী?
অথবা, বিকল্প নাস্তি অনুকল্প বা অনুমান কাকে বলে?
উত্তর : যে কল্পনার বিপক্ষে নাস্তি কল্পনাকে যাচাই করতেহয় তাকে বিকল্প নাস্তি কল্পনা বা বিকল্প নাস্তি অনুকল্প বা অনুমান বলে ।
০৫. t-test কী?
উত্তর : অল্প সংখ্যক গণসংখ্যার দুটি শ্রেণির মধ্যে কোনো বৈশিষ্ট্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা তা নিরূপণের জন্য যে পরীক্ষা ব্যবহার করা হয়, তাকে T-Test বলা হয়।
০৬. t - test এর সূত্রটি লিখ।
উত্তর:
০৭. ‘Student' কার ছদ্ম নাম?
উত্তর : বিখ্যাত গাণিতিক ও পরিসংখ্যানবিদ W. S. Gosset এর ছদ্ম নাম।
০৮. z-test?
উত্তর : z-test এর অপর নাম হলো বৃহৎ নমুনা প্রকল্প যাচাই ।
০৯. নমুলার আকার কী?
উত্তর : কোনো একটি নমুনার মধ্যে অবস্থিত মোট নমুনা এককের সংখ্যাকে নমুনার আকার বলা হয় ।
১০. বৃহৎ নমুনা কাকে বলে?
উত্তর : নমুনার আয়তন ৩০ -এর বেশি হলে তাকে বৃহৎ নমুনা বলা হয়।
১১. ক্ষুদ্র নমুনা কাকে বলে?
উত্তর : : নমুনার আয়তন ৩০ বা তার কম হলে তাকে ক্ষুদ্র নমুনা বলা হয়।
১২. নমুনাজ ত্রুটি কী?
উত্তর : সমগ্রক বা তথ্য বিশ্বের যে ক্ষুদ্রতম অংশ ঐ
সমগ্রকের বৈশিষ্ট্যসমূহ প্রদর্শন করতে পারে না তাকে
নমুনাজ ত্রুটি বলে ।
১৩. গুডনেস অব ফিট টেস্ট কী?
উত্তর : গুডনেস অব ফিট টেস্ট হলো পরিসংখ্যানের
এমন একটি পদ্ধতি যা কোনো পরিসংখ্যানগত মডেলডেটার সাথে, টা ভালোভাবে মিলে যাচ্ছে তা নির্ধারণকরতে ব্যবহার করা হয়।
খ-বিভাগ
০১. নাস্তি কল্পনা বা নাস্তি অনুকল্প ও বিকল্প কল্পনা বা অনুকল্প কী?
০২. কোন অবস্থায় কাইবর্গ (x²)পরীক্ষা ব্যবহার করা হয়?
অথবা, কাইবর্গ (x²) পরীক্ষার ব্যবহার লিখ।
অথবা, কাইবর্গ পরীক্ষণ কী? কাইবর্গ পরীক্ষণ ব্যবহারের ক্ষেত্রসমূহ লেখ ৷
০৩. কী? t-test ব্যাখ্যা কর।
০৪. z-test কী? z-test ব্যাখ্যা কর।
০৫. কখন z-test করা হয়?
অথবা, কোন অবস্থায় z-test পরীক্ষা ব্যবহার করা হয়?
অথবা, z-test এর ব্যবহার উল্লেখ কর।
০৬. t-test ও z-test.এর মধ্যে পার্থক্য দেখাও।
০৭. নাস্তি কল্পনা ও বিকল্প কল্পনার মধ্যে পার্থক্য লিখ।
অথবা, নাস্তি অনুমান বা অনুকল্প ও বিকল্প অনুমান বা অনুকল্পের মধ্যে পার্থক্য লিখ।
০৮. t-test কী? t-test কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
গ-বিভাগ
০১. সংশয় মান ব্যাখ্যা কর ।
অথবা, সংশয় মান সম্বন্ধে যা জান লেখ।
০২. x²-test বা কাই-বর্গ পরীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
০৩. x² বর্গ পরীক্ষার প্রয়োগের নীতিমালা আলোচনা কর।