বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা -সম্পাদক । ১২তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা -সম্পাদক । ১২তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা -সম্পাদক । ১২তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা -সম্পাদক । ১২তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১২তম অধ্যায়:- বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা-সম্পাদক

ক-বিভাগ 

০১. BARC-এর পূর্ণনাম কী? 

উত্তর : BARC-এর পূর্ণনাম- Bangladesh Agriculture Research Council.

০২. BRRI এর পূর্ণনাম কী?

উত্তর : BRRI এর পূর্ণনাম- Bangladesh Rice Research Institute.

০৩. IRRI এর পূর্ণনাম কী?

উত্তর : IRRI-এর পূর্ণনাম হলো- International Rice Research Institute.

০৪. BARI-এর পূর্ণনাম কী?

উত্তর : BARI-এর পূর্ণনাম হলো- Bangladesh So Agriculture Reserch Institute.

০৫. BARD এর পূর্ণনাম কী?

উত্তর : BARD-এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture & Rural Development.

০৬. BINA এর পূর্ণনাম কী?

উত্তর : BINA-এর পূর্ণনাম হলো- Bangladesh Insitute of Nuclear Agriculture

০৭. BAU-এর পূর্ণনাম কী?

উত্তর : BAU-এর পূর্ণনাম হলো- Bangladesh Agriculture University

০৮. CIMMYT-এর পূর্ণরূপ লেখ। 

অথবা, CIMMYT-এর পূর্ণ নাম কী? এর সদর দপ্তর কোথায়?

উত্তর : CIMMYT-এর পূর্ণরূপ হচ্ছে- International Maize and Wheat Improvement Center এর সদর দপ্তর Mexico I

০৯. জিন ব্যাংক কী? 

উত্তর : কোনো জীবের সম্পূর্ণ দেহে বিদ্যমান মোট জিনের একটি সেটকে বলা হয় জিন ব্যাংক। এক কথায় বলা যায়- ফসলী উদ্ভিদের জার্মপ্লাজম ভাঙারকে জিন ব্যাংক বলে।

১০. জিন লাইব্রেরী কী?

উত্তর : জিন লাইব্রেরি হলো একটি জীবের সকল জিনের ক্লোন।

১১. জ্যার্মপ্লাজম কি। 

উত্তর : ফসল প্রজাতি ও তার বন্য আত্মীয়দের মধ্যে উপস্থিত বিভিন্ন প্রকার জিনের সকল অ্যালিলকে জার্মপ্লাজম বলে। এছাড়া জেনেটিক রিসোর্সকে জার্মপ্লাজম বলা হয়।

১২. জার্মপ্লাজম কয়টি উপাদান নিয়ে গঠিত?

উত্তর : পাচ প্রকার উপাদান নিয়ে গঠিত।

১৩. কৌশিক সম্পদকে কয় ভাগে ভাগ করা হয়।

উত্তর : দুই ভাগে। যথা-

(ক) আবাদকৃত কৌলিক সম্পদ ও

(খ) বন্য কৌলিক সম্পদ।

১৪. বাংলাদেশের পাঁচটি জার্মপ্লাজম সংগ্রহ প্রতিষ্ঠানের নাম লিখ। 

উত্তর : BRRI, BJRI, BTRI, BFRI, BINA,

১৫. জার্মপ্লাজম সংগ্রহ কী?

উত্তর : ফসলের উন্নয়নের লক্ষ্যে কোনো ফসল প্রজাতির সম্ভাব্য সকল প্রকার প্রজনন-সারি, জাত, উপজাত, উপপ্রজাতি ও বুনো জাতির (Wild Relatives) ব্যবহার উপযোগী সংগ্রহকে জার্মপ্লাজম সংগ্রহ বলে।

১৬. জার্মপ্লাজম সংগ্রহের প্রাথমিক উৎস কী?

উত্তর : Exploration.

১৭. Procurement কী?

উত্তর : জার্মপ্লাজম সংরক্ষণ কাজে জড়িত অন্য কোনো এজেন্সি যেমন— গবেষণা প্রতিষ্ঠান, বীজ ব্যবসায়ী ব্যক্তির বা সংগঠন এর সাথে যোগাযোগের মাধ্যমে, উপহার বিনিময় বা ক্রয়ের ভিত্তিতে জার্মপ্লাজম সংগ্রহের পদ্ধতিকে Procurement বলে।

১৮. Exploration কী?

উত্তর : বিভিন্ন প্রকার ফসল, উদ্ভিদের বিভিন্ন ধরন এবং তাদের বুনো প্রজাতি অর্থাৎ আত্মীয়দের খুঁজে পাবার জন্য যে ভ্রমণ করা হয় তাকে Exploration বলে।

১৯. BADC- এর পূর্ণ নাম লিখ। 

উত্তর : BADC এর পূর্ণ নাম- Bangladesh Agriculture Development Corporation.

২০. BRRI - এর পূর্ণরূপ কী?

উত্তর : BRRI -এর পূর্ণরূপ হলো- Bangladesh Rice Research Institute.

২১. BJRI-এর পূর্ণরূপ কী?

উত্তর : BJRI -এর পূর্ণরূপ হলো- Bangladesh JuteResearch Institute.

২২. In situ conservation কী?

উত্তর : মূল বাসস্থানে তথ্য প্রাকৃতিক পরিবেশের বিবর্তনীয় গতিশীল ইকোসিস্টেমে জার্মপ্লাজমের বিভিন্ন উপাদানকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকে In situ conservation বলে।

২৩. Ex situ conservation কী?

উত্তর : জার্মপ্লাজমের বিভিন্ন উপাদানসমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাকে Ex situ conservation বলে।

২৪. রিক্যালসিস্ট্রান্ট বীজ কী?

উত্তর : যে বীজের জলীয় অংশ শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায় তাদেরকে রিক্যাপসিট্রাস্ট বীজ বলে।

২৫. অর্থোডক্স বীজ বলতে কী বুঝ? 

উত্তর : এর সিটু সংরক্ষণের সময় যে সকল বীজ শুতা ও ঠাণ্ডার হাত থেকে প্রতিকুলতা লাভ করে তাদের অর্থোডক্স বীজ বলে।

 

খ-বিভাগ 

 

০১. বাংলাদেশে উফশী জাতের বৈশিষ্ট্য উল্লেখ কর।

০২. ফসলের উন্নত জাত উদ্ভাবনে BARI এর ভূমিকা সম্পর্কে লিখ। 

 

গ-বিভাগ

 

০১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর পরিচয়, উদ্দেশ্য ও অবদান লিখ ।

০২. বাংলাদেশের পরমাণু গবেষণা ইনস্টিটিউট-এর পরিচয়, উদ্দেশ্য ও অবদান লিখ। 

০৩. টীকা লিখ। 

(i) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

০৪. শস্যের জাত উন্নয়নে জাতীয় গবেষণা প্রতিষ্ঠানসমূহের অবদান লিখ। 

অথবা, বাংলাদেশের বিভিন্ন ফসলি উদ্ভিদের উন্নয়নে বাংলাদেশের জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

Read more: 11 th chpater