অরণ্য বাস্তুবিদ্যা।৫ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অরণ্য বাস্তুবিদ্যা।৫ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অরণ্য বাস্তুবিদ্যা।৫ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অরণ্য বাস্তুবিদ্যা।৫ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৫

অরণ্য বাস্তুবিদ্যা(Forest Ecology)

ক - বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

০১. বন কাকে বলে?

উত্তর: প্রচুর অনাবাদী ভূমি যেখানে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রজাতির গাছপালা প্রাকৃতিকভাবে জন্মিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাকে বন বলে।

০২. পত্রঝরা বন কী?

অথবা, পত্রঝরা বনের সংজ্ঞা দাও।

উত্তর: যে বনে একটি নির্দিষ্ট সময়ে পাতা থাকে এবং শুকনো মৌসুমে পাতা ঝরে যায় তাকে পত্রঝরা অরণ্য বা বন বলে।

০৩. দুটি পত্রঝরা বনের উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: (i) শাল Shorea robusta; (ii) কড়ই - Albizia lebbeck;

০৪. অর্ধ চিরহরিৎ বনাঞ্চল কী?

উত্তর: যে সকল বনাঞ্চলের কিছু উদ্ভিদের পাতা শীতের শেষ দিকে ঝড়ে পরে আবার কিছু উদ্ভিদের পাতা ঝড়ে পড়ে না সে সকল বনাঞ্চলকে অর্ধ-চিরহরিৎ বনাঞ্চল বলে।

০৫. অর্ধ চিরহরিৎ বনাঞ্চল কোথায় দেখা যায়?

উত্তর: চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার ও সিলেট জেলায় এ ধরনের বন দেখা যায়।

০৬. চিরসবুজ অরণ্য কী?

উত্তর: যেসব অরণ্যে বৃক্ষ থেকে সকল পাতা একত্রে ঝরে পড়ে না কিছু পাতা ঝরলেও অন্য পাতা থেকে যায় এবং অরণ্য সবসময় সবুজের সমারোহে ঘেরা থাকে। এধরনের অরণ্যকে চিরসবুজ অরণ্য বলে।

০৭. ম্যানগ্রোভ বন বলতে কী বুঝ?

অথবা, ম্যানগ্রোভ বন কাকে বলে?

উত্তর: যে এলাকার মৃত্তিকার লবণ অত্যাধিক ও সমুদ্রের জোয়ার ভাটার প্রভাবে মৃত্তিকা সবসময় ভেজা থাকে এ ধরনের বনকে ম্যানগ্রোভ বন বলে।

০৮. ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?

উত্তর: বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে ম্যানগ্রোভ বনাঞ্চল গঠিত।

০৯. ম্যানগ্রোভ বনের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: (i) সুন্দরী- Heritiera fomes; (ii) গোলপাতা- Nypa fruticans.

১০. ভিভিপ্যারী কী?

উত্তর: ম্যানগ্রোভ উদ্ভিদের ফুলের গর্ভাশয়ে থাকা অবস্থায় বীজের অংকুরোদগম ঘটলে তাকে ভিভিপ্যারী বলে।

খ - বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. জোয়ার ভাটা অরণ্য বলতে কী বুঝ?

০২. ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ কর।

০৩. ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্ব উল্লেখ কর।

০৪. অর্ধচিরহরিৎ অরণ্যের অবস্থান ও মাটির বৈশিষ্ট্য লেখ।

০৫. ম্যানগ্রোভ বনাঞ্চলের চারটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।

অথবা, পাঁচটি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

অথবা, উপকূলীয় অঞ্চলের আটটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

অথবা, জোয়ার-ভাটা দ্বারা বিধৌত হয় এমন ৪টি গাছের বৈজ্ঞানিক নাম লিখ।

০৬. পত্রঝরা ও আংশিক পত্রঝরা বনাঞ্চল বলতে কী বুঝ?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions)

০১. ম্যানগ্রোভ বনাঞ্চলের অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু ও উদ্ভিদের বর্ণনা দাও।

০২. বনভূমির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর। 

০৩. বাংলাদেশের উপকূলীয় বনাঞ্চলের অভিযোজনীয় বৈশিষ্ট্যসমূহ লিখ।

০৪. বাংলাদেশের চিরহরিৎ ও উপকূলীয় বনাঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও পাঁচটি করে উল্লেখযোগ্য উদ্ভিদের নাম লিখ। 

০৫. নিম্নোক্ত শিরোনামে বাংলাদেশের উপকূলীয় বনাঞ্চলের বর্ণনা দাও।

০৬. বাংলাদেশের পর্ণমোচী বনাঞ্চলের নাম, পরিবেশগত বৈশিষ্ট্য এবং প্রধান উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

অথবা, পর্ণমোচী ও অর্ধচিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য লিখ এবং ঐ বনাঞ্চলসমূহের প্রধান উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম লিখ।

অথবা, বাংলাদেশের পত্রঝরা বনের মাটির বৈশিষ্ট্য ও প্রধান পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।

অথবা, পত্রঝরা বনাঞ্চলের অবস্থান ও পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

০৭. বাংলাদেশের জোয়ার-ভাটা অঞ্চল এর মাটির বৈশিষ্ট্য ও উদ্ভিদের অভিযোজন বর্ণনা কর। 

১২. বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা, বন বলতে কী বুঝ? বাংলাদেশের বনভূমির শ্রেণিবিভাগ কর।

অথবা, বাংলাদেশের উদ্ভিদ ভৌগোলিক অঞ্চলসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, জলবায়ুগত বৈচিত্র্য, উদ্ভিদের ধরন এবং পরিবেশের আলোকে বাংলাদেশের বিভিন্ন প্রকার বনের বর্ণনা দাও।

Read more:4th chapter