আদিকোষ ও প্রকৃত কোষ সম্পর্কে ধারনা এবং তাদের মধ্যে পার্থক্য। ২য় অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আদিকোষ ও প্রকৃত কোষ সম্পর্কে ধারনা এবং তাদের মধ্যে পার্থক্য। ২য় অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আদিকোষ ও প্রকৃত কোষ সম্পর্কে ধারনা এবং তাদের মধ্যে পার্থক্য। ২য় অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) 

০১. কোষের প্রাণ কি?

উত্তর : নিউক্লিয়াস।

০২. আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ কি? 

উত্তর : যে সকল কোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির অর্থাৎ সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত যে সকল কোষকে আদি কোষ বলা হয়।

 ০৩. আদিকোষের জনন প্রক্রিয়া কেমন?

উত্তর : যৌন জনন অনুপস্থিত, অযৌন ও অঙ্গজ উপায়ে জনন প্রক্রিয়া সম্পন্ন করে।

 ০৪. আদিকোষীয় জীবের মধ্যে উন্নত কোনটি?

উত্তর : ব্যাকটেরিয়া।

 ০৫. প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ কাকে বলে? 

উত্তর : যে সকল জীবকোষে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস উপস্থিত থাকে তাকে প্রকৃত কোষ বলে।

০৬. প্রকৃত কোষের নিউক্লিয়াস কেমন হয়?

উত্তর : নিউক্লিয়াস বেশ সুগঠিত ও সুস্পষ্ট। উহা নিউক্লিওপর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম নিয়ে গঠিত।

 ০৭. সরলতম প্রকৃত কোষ কোনটি?

উত্তর : Micromonaspusila.

০৮. PPLO-এর পুরোনাম লিখ। ২০২২ সালে যা এসেছিল

উত্তর : PPLO-এর পুরোনাম হলো- Pleuro Pneumonia Like Organism.

০৯, জেলা কাকে বলে? 

উত্তর : ব্যাকটেরিয়ার দেহে চাবুকের ন্যায় আকৃতির যে অঙ্গ বিদ্যমান থাকে তাকে ফ্ল্যাজেলা বলা হয়।

১০. এককোষী গোলাকার ব্যাকটেরিয়ার নাম কি?

উত্তর : Micrococcus

১১। একটি সরলতম আদিকোষী জীবের নাম লিখ। 

উত্তর : মাইকোপ্লাজমা বা PPLO।

 (১২) ফ্লিপ ফ্লপ চলন বলতে কী বুঝ? 

উত্তর : ফ্লিপ-ফ্লপ চলন : প্লাজমা মেমব্রেনটি অনেকটা অর্ধতরলের ন্যায় আচরণ করে থাকে। অতরণ এ সংগঠনে লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে। পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে একে ফ্লিপ ফ্লপ চলন বলে ।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

০১.আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ ও প্রকৃতকোষ বা ইউক্যারিওটিক কোষ বলতে কি বুঝ লিখ।০২. চিহ্নিত চিত্রসহ আদিকোষের বৈশিষ্ট্য লিখ। 

০৩.প্রকৃত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য লিখ। 

০৪.আদিকোষ ও প্রকৃত কোষের জেনেটিক বস্তুর পার্থক্য লিখ । 

অথবা, আদিকোষ বা প্রোক্যারিওটি কোষ ও প্রকৃতকোষ ইউক্যারিয়টিক কোষের মধ্যে পার্থক্য লেখ। 

০৫.চিহ্নিত চিত্রসহ PPLO কোষের বর্ণনা পাও। 

অথবা, একটি আদিকোষের চিহ্নিত চিত্র অংকন কর।

অথবা, একটি আদিকোষের গঠন সচিত্র বর্ণনা কর।

অথবা, একটি PPLO কোষের চিত্রসহ বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)

০১.মাইকোপ্লাজমা কী? এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লিখ। 

०२ একটি প্রকৃত কোষের অতি সূক্ষ্ম গঠন বর্ণনা কর।

আরো পড়ুন ১ম অধ্যায়