উদ্ভিদ রোগের রাসায়নিক দমন ।৮ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদ রোগের রাসায়নিক দমন ।৮ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদ রোগের রাসায়নিক দমন ।৮ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদ রোগের রাসায়নিক দমন ।৮ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

 

অধ্যায় ০৮:উদ্ভিদ রোগের রাসায়নিক দমন

 

ক-বিভাগ : 

০১. পেস্টিসাইড কি? 

উত্তর : যে সকল রাসায়নিক পদার্থ প্যাথোজেনকে ধ্বংস করে কিন্তু সাধারণত পোষকের কোনো ক্ষতি করে না। তাদেরকে পেস্টিসাইড বলে।

০২. ব্যবহার ও কার্যধারার উপর ভিত্তি করে পেস্টিসাইডের ভাগগুলো কি কি?

উত্তর : প্রতিরোধক, নির্মূলক, সিস্টেমিক পেস্টিসাইড, এন্টিবায়োটিক।

০৩. অ্যান্টিবায়োটিক বলতে কি বুঝ? 

উত্তর : যেসব জৈব রাসায়নিক পদার্থ অণুজীব থেকে উৎপন্ন হয় এবং অন্য অণুজীবের (প্যাথোজেনের) বৃদ্ধি রোহিত করে বা মৃত্যু ঘটায় তাকে এন্টিবায়োটিক বলে।

০৪. সিস্টেমিক পেস্টিসাইড কি? 

উত্তর : যে সমস্ত রাসায়নিক বস্তু পোষক দেহে প্রয়োগের স্থান থেকে পরিশোধিত হয়ে দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয় এবং প্যাথোজেনের ধ্বংস সাধন করে তাদেরকে সিস্টেমিক পেস্টিসাইড বলা হয়।

০৫. দুটি সিস্টেম্যাটিক ফাঞ্জিসাইডের নাম লিখ। 

অথবা, দু'টি সিস্টেমিক ছত্রাক বারক/নাশকের নাম লিখ। 

উত্তর : দুটি সিস্টেমিক ছত্রাক বারকের নাম বা নাশকের হলো ১. ভিটাভেক্স (অক্সানথিন) ও ২. বেভিস্টিন।

০৬. নন-সিস্টেমিক ছত্রাকবারক কী? 

উত্তর : যে সকল ছত্রাকবারক পোষকের সমস্ত দেহে বিস্তার না করে আক্রান্ত অংশে রোগ দমন করে তাদের নন-সিস্টেমেটিক ছত্রাকবারক বলে।

০৭. ছত্রাকবারক কি?

উত্তর : যে সমস্ত রাসায়নিক বস্তুর ব্যবহারে ছত্রাকঘটিত রোগ দমন করা যায় কিন্তু পোষকের সাধারণত কোন ক্ষতি হয়না তাদেরকে ছত্রাকবারক বলে।

০৮. বোর্দো মিশ্রণ কি? 

অথবা, বোর্দো মিক্সার কি? 

উত্তর : কপার সালফেট, কলিচুন ও পানির ৫ ঃ ৫ ঃ ১০ অনুপাতে মিশ্রিত থাকলে তাকে বোর্দো মিশ্রণ বলা হয় ।

০৯. একটি তাম্য/কপার ঘটিত ছত্রাক বারকের নাম লিখ। 

অথবা, দুটি তাম্রঘটিত ছত্রাক বারকের নাম লিখ। 

উত্তর : বোর্দো মিশ্রণ ও বার্গান্ডি মিশ্রণ।

১০. একটি সালফার জনিত ছত্রাকবারকের নাম লিখ ।

উত্তর : লাইম সালফার ।

১১. একটি পারদ ঘটিত ছত্রাক বারকের নাম লিখ।

উত্তর : মারকিউরিক ক্লোরাইড।

১২. Spraying কি?

উত্তর : স্প্রে যন্ত্রের সাহায্যে প্রধানত পানির সাথে নির্দিষ্ট মাত্রায় পেস্টিসাইড মিশিয়ে পাতা, কাণ্ড ও ফলে প্রয়োগ করাকে Spraying বলে।

১৩. ভৌত উপায়ে বীজ শোধন পদ্ধতিগুলো কি কি?

উত্তর : সৌরতাপ, গরম পানি, গরম বাতাস, হিমায়ন, বিকিরণ ইত্যাদি ।

 

খ-বিভাগ : 

০১. ছত্রাক বারক/নাশক উদ্ভিদের ছত্রাক পরজীবীর উপর কিভাবে কাজ করে? 

০২. অ্যাডজুভান্ট সম্পর্কে লিখ। 

০৩. বোর্দো মিশ্রণ তৈরির পদ্ধতি ও ব্যবহার লিখ। 

অথবা, বোর্দো মিশ্রণ কি? এর ব্যবহার উল্লেখ কর।

০৪. অজৈব ছত্রাক বারক/নাশক অপেক্ষা জৈব ছত্রাক বারকের/নাশকের জনপ্রিয়তার কারণ কী? 

০৫. চারটি ছত্রাক বারকের/নাশকের নাম লিখ। 

অথবা, পারদ ঘটিত ৩টি করে ছত্রাক বারক/নাশকের নাম লিখ।

০৬৷ সিস্টেমিক ছত্রাক বারকের বৈশিষ্ট্য ও কাজ লিখ। 

অথবা, Systemic ছত্রাক বারক বা নাশক কি? এর বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা কর।

০৭. বোর্দো মিশ্রণ ও বার্গান্ডি মিশ্রণের মধ্যে পার্থক্য লিখ। 

০৮. কার্যকারিতার ভিত্তিতে ছত্রাকবারকের শ্রেণিবিন্যাস কর।

অথবা, ফাঞ্জিসাইডের উদাহরণসহ শ্রেণিবিন্যাস কর।

অথবা, ছত্রাক বারক কী? ছত্রাক বারকের শ্রেণিবিন্যাস কর।

অথবা, ছত্রাক নাশক কী? ছত্রাক নাশকের শ্রেণিবিন্যাস কর।

০৯. আদর্শ ছত্রাকবারকের ভালো বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। 

অথবা, একটি আদর্শ ছত্রাকবারকের বৈশিষ্ট্য লিখ।

 

গ-বিভাগ : 

০১. উদ্ভিদ রোগ দমনে রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি লিখ। 

০২. উদ্ভিদরোগ নিয়ন্ত্রণের ভৌত ও রাসায়নিক পদ্ধতি আলোচনা কর। 

০৩. বীজ শোধন ও মাটি শোধনের জন্য ছত্রাকবারক প্রয়োগের পদ্ধতিগুলো বর্ণনা কর। 

অথবা, বীজ শোধন ও মাটির অণুজীব নির্মূলের জন্য ছত্রাক বারক প্রয়োগের পদ্ধতিগুলি বর্ণনা কর।

০৪. টীকা লিখ : 

(i) ছত্রাক বারক; 

(ii) স্প্রেইং;

(iii) TMT D বা থাইরাম;

(iv) ডাস্টিং;

(v) প্রোটেক্টিভ ও সিস্টেমেটিক ছত্রাক বারক; 

(vi) বোঁদো মিশ্রণ; 

অথবা, বর্দো মিক্সার,

Read more:7th chapter