Ecology and Environmental Science প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
Ecology and Environmental Science প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Ecology and Environmental Science
কোর্স কোড:233007
১. ক) ইকোসিস্টেমের সংজ্ঞা দাও?
খ) ইকোলজিক্যাল নিচ কী?
গ) পাইয়োনিয়ার সম্প্রদায় কী?
ঘ) জীবন আকার কী?
(চ) দুইটি মুক্ত-ভাসমান জলজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
(ছ) এক্সোস্ফিয়ার-এর সংজ্ঞা লিখ।
(জ) ফটোকেমিক্যাল স্মোগ কী?
(ঝ) সবুজ বেষ্টনী কী?
উত্তর : উপকূলীয় অঞ্চলে সবুজ উদ্ভিদ দ্বারা যে বেষ্টনী তৈরি করা হয় তাকে সবুজ বেষ্টনী বলে ।
(ঞ) IVI-এর পূর্ণ নাম লিখ ৷
(ট) ওজন গহ্বর বলতে কী বুঝ?
(ঠ) টেকসই উন্নয়ন কী?
খ-বিভাগ
২। ইকোসিস্টেমের শক্তি প্রবাহের প্রকৃতি বর্ণনা কর।
৩। জলজ-সিরি ও মরুজ-সিরি এর মধ্যে পার্থক্য লিখ।
৪। বাংলাদেশে মরুকরণ রোধে গৃহীত পদক্ষেপ বর্ণনা কর ।
৫। জীবজগতের উপর পানি দূষণের প্রভাব বর্ণনা কর ।
৬। ম্যানগ্রোভ অরণ্যের চারটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ
৭। পানিতে শাপলা উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়—ব্যাখ্যা কর।
৮.মানব জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে সম্পর্ক আলোচনা কর ।
৯। গ্রিন হাউস গ্যাসের উৎস বর্ণনা কর।
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
গ-বিভাগ
১০। (ক) পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখ।
(খ) প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্য উল্লেখ কর ।
১১। বাংলাদেশে জনসংখ্যা বিস্ফোরণের কারণ ও প্রভাব বর্ণনা কর।
১২। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য ও অভিযোজন বর্ণনা কর।
১৩। বাংলাদেশের পর্ণমোচী বনাঞ্চলের নাম, পরিবেশগত বৈশিষ্ট্য এবং প্রধান উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
১৪। (ক) সৌরশক্তি নবায়নযোগ্য সম্পদ ব্যাখ্যা কর।
(খ) শিলা ও খনিজের মধ্যে পার্থক্য লিখ।
১৫। উদ্ভিদ সম্প্রদায়ের গঠন অনুশীলন কি? সম্প্রদায়ের পরিমাণগত বৈশিষ্ট্য ও গুণগত বৈশিষ্ট্যের তুলনা কর।
১৬। ওজন স্তর ক্ষয়ের কারণ ও নিয়ন্ত্রণের উপায় বর্ণনা কর।
১৭। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের অবস্থান বৈশিষ্ট্য ও গুরু