জীবাশ্ম টেরিডোফাইটস (Fossil Pteridophytes)। ৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীবাশ্ম টেরিডোফাইটস (Fossil Pteridophytes)। ৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৫ -জীবাশ্ম টেরিডোফাইটস (Fossil Pteridophytes):
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১- Pteridophyta বিভাগের উদ্ভিদগুলো কি নামে পরিচিতি?
উত্তর: ফার্ন।
০২- Calamites অর্থ কি?
উত্তর: Calamites অর্থ হলো জীবাশ
০৩-Pteridophyta-র উদ্ভিদগুলোর আবির্ভাব ঘটে কোন যুগে?
উত্তর: মধ্য ডেভোনিয়ান যুগে।
০৪- Lepidodendron কোন বিভাগের অন্তর্গত?
উত্তর: Lepidophyta
০৫- কয়লা সৃষ্টির জন্য দায়ী কোন জীবাশ্ম?
উত্তর: টেরিডোফাইটস জীবাশ্ম।
০৬-Lepidodendron-এর প্রজাতির লম্বা ও ব্যাস কত?
উত্তর: প্রায় ৪০ মিটার লম্বা এবং ০.৫ মিটার ব্যাস যুক্ত।
০৭- Lepidodendron-এর পাতা কিরূপ প্রকৃতির?
উত্তর: সরল, সূচাকার থেকে রেখাকার।
০৮-Calamites কোন বিভাগের অন্তর্গত?
উত্তর: Calamophyta বিভাগের অন্তর্গত।
০৯-Calamites কোন বর্গের অন্তর্গত?
উত্তর: Equsisetales বর্গের।
১০-Calamites গণের স্পোরোফাইট বৃক্ষ প্রজাতিসমূহ লম্বা কত?
উত্তর: ২০-৩০ মিটার লম্বা।
১১-Calamites গণের পাতার অন্তর্গঠন কেমন আকৃতির?
উত্তর: উপবৃত্তাকার বা ত্রিকোণাকার আকৃতির।
১২-Lepidodendron এ কোন ধরনের স্টিলি দেখা যায়?
উত্তর: প্রোটোস্টিলি।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. Lepidodendron -এর বাহ্যিক গঠন বৈশিষ্ট্য লিখ।'
০২-Calamites -এর স্ট্রোবিলাস সম্পর্কে লিখ।
০৩-Cycadaceae পরিবারের বৈশিষ্ট্য লিখ।
০৪-Calamites-এর বাহ্যিক বৈশিষ্ট্য লিখ।
অথবা, জীবাশ্ম Calamites-এর বাহ্যিক গঠন বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. Calamites-এর কাণ্ডের অন্তর্গঠনের চিত্রসহ বর্ণনা দাও।
০২ -জীবাশ্ম Lepidodendron-এর কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।
০৩-জীবাশ্ম টেরিডোফাইট হিসেবে Lepidodendron-এর বিস্তারিত আলোচনা কর।
Read more:4th chapter