কোষ বিভাজন । ৭ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

কোষ বিভাজন । ৭ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

কোষ বিভাজন । ৭ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
কোষ বিভাজন । ৭ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৭(কোষ বিভাজন)  

ক বিভাগ : 

০১.কোষ বিভাজন কি?

উত্তর :যে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় পর্জায়ক্রমিক ভাবে কতগুলো ধাপ অতিক্রমের মাধ্যমে জীবদেহ একটি কোষ হতে একাধিক কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

০২.ক্যারিওকাইনেসিস কি? 

উত্তর : কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভাজিত হবার প্রক্রিয়াকে ক্যারিওকাইনেসিস বলে। 

০৩. মাইটোসিস কোষ বিভাজন কি?

উত্তর : জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে Cytoplasm এর বিভাজনের মাধ্যমে একই আকার আকৃতির সম্পন্ন মার্তৃকোষের ন্যায় দুটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলে।

০৪.কোষ চক্র কি বুঝ? 

অথবা, কোষচক্র বলতে কি?

উত্তর : কোষ বিভাজনের এক পর্যায় মধ্যক হতে পরবর্তী পর্যায় মধ্যক পর্যন্ত সময়টিকে কোষ চক্র বলে।

০৫ সাইটোকাইনেসিস হওয়ার কারণ কি? 

উত্তর : সাইটোকাইনেসিস হবার কারণ হলো বিভাজনরত কোষের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হওয়া ।

০৬, কোষ বিষজনের প্রয়োজনীয়তাগুলো কি?

উত্তর :  বংশবৃদ্ধি , ক্ষতস্হান পুরন, দৈহিক বৃদ্ধি, ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি, মাতৃকোষের বৈশিষ্ট্য সংরক্ষণ প্রভৃতি।

০৭, মিয়োসিসের গুরুত্ব  লিখ। 

উত্তর : ১. প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা রক্ষা হয়।

২. জনুক্রমে অবদান রাখে।

৩. বৈচিত্র্যতা সৃষ্টি ও ইভোলিউশনে অবদান রাখে।

০৮.মিয়োসিসের কোন ধাপে ক্রসিং ওভার সংঘটিত হয়। 

উত্তর : প্যাকাইটিন উপপর্যায় ধাপে ৷

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

০১. কোষ বিভাজন বলতে কি বুঝ? 

০২.কোষ বিভাজন এর গুরুত্ব সম্পর্কে লিখ।  

০৩.মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন কি?

০৪.মাইটোসিসের গুরুত্ব উল্লেখ কর। 

০৫ মিয়োসিসের জৈবিক তাৎপর্য লিখ। 

অথবা, মিয়োসিসের গুরুত্ব আলোচনা কর।

অথবা, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা কর।

০৬.মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখ।

০৭মাইটোসিস প্রোফেজ এবং মিয়োসিস প্রোফেজের-১ মধ্যে পার্থক্য লিখ।

 ০৮. মাইটোসিস ও মিয়োসিস-II এর তুলনামূলক বৈশিষ্ট্য লিখ। 

০৯. অথবা, মাইটোসিস ও দ্বিতীয় মিয়োসিস এর পার্থক্য লিখ।

০৯. মিয়োসিস-১ ও মিয়োসিস-২ এর মধ্যে পার্থক্য কর। 

(১০) ক্রসিং ওভারের তাৎপর্য ব্যাখ্যা কর।

(১১) অথবা, ক্রসিং-ওভার কি? এর তাৎপর্য ব্যাখ্যা কর। 

১২ মাইটোসিস অ্যানাফেজ ও মায়োসিস অ্যানাফেজ-১ এর মধ্যে পার্থক্য লিখ। 

অথবা, মাইটোসিসের এনাফেজ ও মায়োসিসের এনাফেজ-১ এর মধ্যে পার্থক্য লিখ

অথবা, চিত্রসহ মাইটোসিস -এর মেটাফেজ ও অ্যানাফেজ দশার সাথে মিয়োসিস-এর মেটাফেজ-১ ও অ্যানাফেজ-১ দশার মধ্যে পার্থক্য উল্লেখ কর।

৬। সংক্ষেপে কোষচক্র বর্ণনা কর।

অথবা, কোষ চক্র ব্যাখ্যা কর।

অথবা, কোষ চক্র কী? সংক্ষেপে বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

০১.প্রথম ও দ্বিতীয় মিয়োসিমের মৌল ঘটনাগুলো উল্লেখ কর।

০২.মাইটোসিস কোষ বিভাজন এর বিভিন্ন পর্যায়সমূহের চিহ্নিত চিত্র অংকন কর।

অথবা, মাইটোটিক কোষ বিভাজনের ধাপগুলো চিত্রসহ বর্ণনা কর। 

অথবা, চিহ্নিত চিত্রের সাহায্যে মাইটোটিক কোষ বিভাজন-বর্ণনা কর।

অথবা, কোষ চক্র কী? মাইটোটিক কোষ বিভাজনের ধাপগুলো চিত্রসহ বর্ণনা কর।...

অথবা, কোষ চক্র কী? মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর ।

০৩মাইটোসিস এর মেটাফেজ ও মায়োসিসের মেটাফেজ-১ এর মধ্যে পার্থক্য দাও।

অথবা, মাইটোটিক মেটাফেজ ও মিয়োটিক মেটাফেজ-১ এর মধ্যে পার্থক্য চিত্রসহ লিখ ।

অথবা, চিত্রসহ মাইটোসিস-এর মেটাফেজ দশার সাথে মিয়োসিস-এর মেটাফেজ-১ দশার মধ্যে পার্থক্য উল্লেখ কর।

০৪. মিয়োসিস-১ কোষ বিভাজনের প্রফেজ-১ এর উপদশাগুলোর চিত্রসহ বর্ণনা কর। 

অথবা, মিওসিস কোষ বিভাজনের প্রফেজ-১- এর উপদশাগুলো চিত্রসহ বর্ণনা কর ।

অথ্যা, মিয়োসিস এর প্রোফেজ-১ এর ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর।

অথবা, মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-১ এর সচিত্র বর্ণনা দাও।

অথবা, মিয়োসিস কোষ বিভাজনের প্রফেজ-১ এর উপদশাগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন কর।

Read More: 6th chapter