নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ৫.৩ নিটামের জীবনচক্র

(নিটামের জীবন ইতিহাস)

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

 

০১. Gnetum কোন বিভাগের অন্তর্ভুক্তা

উত্তর: Gnetophyta বিভাগের।।

০২. কোন অঞ্চলে Gnetum বেশি জন্মে?

 উত্তর। শ্রীষ্ম মন্ডলীয় আর্দ্র অঞ্চলে।

০৩. বাংলাদেশের কোন অঞ্চলে Gnetum জন্মায়?

উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে Gnetum জন্মায়।

 ০৪. কোন নগ্নবীজীর জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে?

উত্তর: Gnetum.

০৫. Gnetum-এর প্রজাতির সংখ্যা কত?

উত্তর: প্রায় ৪০টি।

০৬ Gnetum এর পাতার দুটি বৈশিষ্ট্য লিখ। অথবা, Gnetum-এর পাতা কী ধরনের? 

উত্তর: জালিকা শিরাবিন্যাসযুক্ত, সরল, অনুগত্রী এবং ক্ষুদ্র বৃত্তযুক্ত।

০৭. কোন Gymnosperm-এর পাতা জালিকা শিরাবিন্যাস বিশিষ্ট?

উত্তর: Gnetum এর পাতা জালিকা শিরাবিন্যাস বিশিষ্ট।

০৮. তন্ত্র উৎপাদনকারী Gnetum প্রজাতির নাম কি?

উত্তর: Gnetum gnemon.

 ০৯. Gnetum-এর সস্য কখন তৈরি হয়?

উত্তর: নিষেকের পূর্বে শুরু হয় এবং নিষেকের পর শেষ হয়।

১০.Gnetum-এর দুইটি উন্নত বৈশিষ্ট্য লিখ। 

উত্তর : (i) এদের পাতা চওড়া, সরল, পূর্ণজালিকা শিরাবিন্যাসযুক্ত। (ii) Gnetum -এর উভয় প্রকার পুষ্পেই পুষ্পপুট বিদ্যমান।

১১. Gnetum-এর পুংপুষ্পে কি কি থাকে?

উত্তর: একটি পুষ্পপুট, একটি বৃত্ত ও দুটি বৃন্তের শীর্ষে দুটি পরাগধানী।

 ১২. Gnetum-এর পুং Strobillus এর দৈর্ঘ্য কত?

উত্তর: প্রায় ৬ সে. মি.।

 ১৩. Gnetum-এর ডিম্বক কী ধরনের?

উত্তর: অবৃত্তক বা সবৃন্তক ধরনের।

১৪. জিমনোস্পার্মের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ কোনটি?

উত্তর: Gnetum.

 ১৫. Gnetum-এর আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: Gnetum-এর জাইলেম- ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ বিদ্যমান।

১৬. Ginkgoales বর্গের একমাত্র জীবন্ত প্রতিনিধির বৈজ্ঞানিক নাম লিখ। 

উত্তর: Ginkgo biloba.

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):-

 

০১) Gnetum-এর উন্নত বৈশিষ্ট্যগুলো লেখ। 

০২ অথবা, Gnetum-এর পুং স্ট্রোবিলাসের বর্ণনা দাও। 

০৩-Gnetum-এর স্ত্রী স্ট্রোবিলাস এর বর্ণনা দাও। 

০৪- Gnetum এর অর্থনৈতিক গুরুত্ব লেখ। 

০৫-Cycas ও Pinus এর ডিম্বক ও সস্যের তুলনা কর।

০৬-Cycas -এর ডিম্বকের গঠন চিত্রসহ বর্ণনা কর এবং এর সঙ্গে Pinnas-এর ডিম্বকের তুলনা কর।

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :

০১. Gnetum -এর স্ত্রীগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর। 

০২-Cycas, Pinus ও Gnetum-এর রেণুধর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।

 ০৩. Cycas, Pinus ও Gnetum-এর স্পোরোফাইটিক উদ্ভিদের মধ্যে তুলনা কর।

০৪-Gentum-এর পুষ্পীয় গঠন চিত্রসহ বর্ণনা কর।

Read more:5.2th chapter