নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
নিটামের জীবনচক্র।।৫.৩ তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. Gnetum কোন বিভাগের অন্তর্ভুক্তা
উত্তর: Gnetophyta বিভাগের।।
০২. কোন অঞ্চলে Gnetum বেশি জন্মে?
উত্তর। শ্রীষ্ম মন্ডলীয় আর্দ্র অঞ্চলে।
০৩. বাংলাদেশের কোন অঞ্চলে Gnetum জন্মায়?
উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে Gnetum জন্মায়।
০৪. কোন নগ্নবীজীর জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে?
উত্তর: Gnetum.
০৫. Gnetum-এর প্রজাতির সংখ্যা কত?
উত্তর: প্রায় ৪০টি।
০৬ Gnetum এর পাতার দুটি বৈশিষ্ট্য লিখ। অথবা, Gnetum-এর পাতা কী ধরনের?
উত্তর: জালিকা শিরাবিন্যাসযুক্ত, সরল, অনুগত্রী এবং ক্ষুদ্র বৃত্তযুক্ত।
০৭. কোন Gymnosperm-এর পাতা জালিকা শিরাবিন্যাস বিশিষ্ট?
উত্তর: Gnetum এর পাতা জালিকা শিরাবিন্যাস বিশিষ্ট।
০৮. তন্ত্র উৎপাদনকারী Gnetum প্রজাতির নাম কি?
উত্তর: Gnetum gnemon.
০৯. Gnetum-এর সস্য কখন তৈরি হয়?
উত্তর: নিষেকের পূর্বে শুরু হয় এবং নিষেকের পর শেষ হয়।
১০.Gnetum-এর দুইটি উন্নত বৈশিষ্ট্য লিখ।
উত্তর : (i) এদের পাতা চওড়া, সরল, পূর্ণজালিকা শিরাবিন্যাসযুক্ত। (ii) Gnetum -এর উভয় প্রকার পুষ্পেই পুষ্পপুট বিদ্যমান।
১১. Gnetum-এর পুংপুষ্পে কি কি থাকে?
উত্তর: একটি পুষ্পপুট, একটি বৃত্ত ও দুটি বৃন্তের শীর্ষে দুটি পরাগধানী।
১২. Gnetum-এর পুং Strobillus এর দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৬ সে. মি.।
১৩. Gnetum-এর ডিম্বক কী ধরনের?
উত্তর: অবৃত্তক বা সবৃন্তক ধরনের।
১৪. জিমনোস্পার্মের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ কোনটি?
উত্তর: Gnetum.
১৫. Gnetum-এর আবৃতবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: Gnetum-এর জাইলেম- ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ বিদ্যমান।
১৬. Ginkgoales বর্গের একমাত্র জীবন্ত প্রতিনিধির বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর: Ginkgo biloba.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):-
০১) Gnetum-এর উন্নত বৈশিষ্ট্যগুলো লেখ।
০২ অথবা, Gnetum-এর পুং স্ট্রোবিলাসের বর্ণনা দাও।
০৩-Gnetum-এর স্ত্রী স্ট্রোবিলাস এর বর্ণনা দাও।
০৪- Gnetum এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।
০৫-Cycas ও Pinus এর ডিম্বক ও সস্যের তুলনা কর।
০৬-Cycas -এর ডিম্বকের গঠন চিত্রসহ বর্ণনা কর এবং এর সঙ্গে Pinnas-এর ডিম্বকের তুলনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :
০১. Gnetum -এর স্ত্রীগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
০২-Cycas, Pinus ও Gnetum-এর রেণুধর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।
০৩. Cycas, Pinus ও Gnetum-এর স্পোরোফাইটিক উদ্ভিদের মধ্যে তুলনা কর।
০৪-Gentum-এর পুষ্পীয় গঠন চিত্রসহ বর্ণনা কর।
Read more:5.2th chapter