ক্রোমাটিন । ৫ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ক্রোমাটিন । ৫ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ক্রোমাটিন । ৫ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
ক্রোমাটিন । ৫ম অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

০১.ক্রোমাটিন (Chromatin) কাকে বলে?  

উত্তর : হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিনকে, ক্রোমাটিন

বলা হয়। বিজ্ঞানী DuPraw-র (১৯৫৫) মতে প্রোটিন ও

সামান্য পরিমাণ RNA যুক্ত হয়ে ক্রোমাটিন গঠন করে।

 ০২. ক্রোমাটিন কত ধরনের ও কি কি?

উত্তর : হেটারোপিকনোসিস ধর্মের উপর ভিত্তি করে

ক্রোমাটিন বস্তু দু'ধরনের। যথা-

(ক) হেটারোক্রোমটিন ও

(খ) ইউক্রোমাটিন।

০৩.কে, কত সালে ক্রোমাটিন নামকরন করেন? 

উত্তর : ১৮৮২ সালে Walter Flemming ক্রোমোজোম

দ্বি-বিভাজন বর্ণনা করেন এবং রং ধারণযোগ্য এ বস্তুকে

নাম দেন ক্রোমাটিন ।

০৪. কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন কি দ্বারা গঠিত ।

উত্তর : প্রাথমিকভাবে একে স্যাটেলাইট DNA (S-DNA)

বলা হত। আমিষ সংশ্লেষণের সময় এটি প্রায় নিষ্ক্রিয়

থাকে। পুনরাবৃত্ত (repetitive) DNA দ্বারা কনস্টিটিউটিভ

হেটারোক্রোমাটিন গঠিত ।

০৫. একক সূত্রক মডেল বলতে কি বোঝ? 

উত্তর : বিভিন্ন গবেষণায় ক্রেমোজোমের মধ্যে একটি মাত্র

সূত্রকের উপস্থিতি প্রমাণ করে। এ ধারণা অনুযায়ী একটি

লম্বা কুণ্ডলাকৃতির বা ভাঁজযুক্ত DNA অণুই ক্রোমোজোম ৷

০৬. ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান কি কি?

উত্তর : ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো

নিউক্লিক এসিড ও প্রোটিন।

০৭. ক্রোমোজমে কত ধরনের নিউক্লিক এসিড থাকে ও কি কি?

উত্তর : ক্রোমোজমে দুই ধরনের নিউক্লিক এসিড থাকে ।

যথা : ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (DNA) এবং

রাইবোনিউক্লিক এসিড (RNA).

 ০৮. ক্রোমোজমে কত ধরনের প্রোটিন থাকে ও কি কি?

উত্তর : ক্রোমোজমে দুই ধরনের প্রোটিন থাকে যথা-

বেসিক প্রোটিন ও ননবেসিক প্রোটিন।

০৯. প্রোটামিন কি?

উত্তর : এর গঠন সরল এবং আণবিক ওজন খুবই কম। মাছ

ও পাখির শুক্রাণুর ক্রোমোজমে DNA প্রোটামিন দেখা যায় ।

১০. হিস্টোন কি? 

উত্তর : ক্রোমোজোম গঠনের বেসিক প্রোটিন হলো হিস্টোন।

০৯.নন-বেসিক প্রোটিন কি? 

উত্তর : যে সকল প্রোটিন অম্লীয় ও ক্ষারীয় উভয় ধরনের

অ্যামাইনো এসিডের সমন্বয়ে গঠিত তাদের নন-বেসিক

প্রোটন বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Question)

০১.বেসিক প্রোটিন কি? এটা কত ধরনের ও কি কি? 

০২.নন-বেসিক প্রোটিনে কি কি উপাদন থাকে?

০২.ক্রোমাটিন (Chromatin) কাকে বলে? 

অথবা, ক্রোমাটিন গঠন সম্পর্কে লিখ।

০৪. · হিস্টোন প্রোটিনে কি কি উপাদান থাকে?

০৫.হেটারোপিকনোসিস কাকে বলে?

(০৬)একটি নিউক্লিওসোমের গঠন বর্ণনা কর। 

অথবা, নিউক্লিওজোম (Nucleosomes) মডেল বা “নিউক্লিওজম সলিনয়েড” চিত্রসহ বর্ণনা কর।

অথবা, প্রকৃত ক্রোমোজোমের “নিউক্লিওজোম” মডেলটি চিত্রসহ বর্ণনা কর।

অথবা, ক্রোমোজোম-এর নিউক্লিওজোম মডেল চিত্রসহ বর্ণনা দাও।

০৭.হিস্টোন ও নন্-হিস্টোন প্রোটিন এর মধ্যে পার্থক্য লেখ। 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

০১.হেটারোক্রোমাটিন কত ধরনের ও কি কি? বর্ণনা দাও।

০২.ক্রোমোজোম গঠনে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের ভূমিকা উল্লেখ কর।  

অথবা, ক্রোমাটিন কী? কাজসহ ক্রোমাটিন এর প্রকারভেদ বর্ণনা কর।

০৩.ইউক্রোমাটিন ও হিটারোক্রোমাটিনের পার্থক্য এবং গুরুত্ব বর্ণনা কর। 

০৫ (ক) কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল চিত্রসহ ব্যাখ্যা কর। 

অথবা, চিহ্নিত চিত্রসহ কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা কর।

(খ) লাইসোসোম কে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? 

০৬.প্রকৃত ক্রোমোসোমের নিউক্লিওজোম মডেলটি চিত্রসহ ব্যাখ্যা কর। 

Read More: 4th Chapter