ডিলেশন । ৩য় অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ডিলেশন । ৩য় অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ডিলেশন । ৩য় অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন
ডিলেশন । ৩য় অধ্যায় । Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

অধ্যায় ০৩. (ডিলেশন)  

ক বিভাগ : 

০১.ডিলেশন (Deletion) কি?

উত্তর : যদি কোনো কারণে ক্রোমজোমের কোন অংশ

ভেঙ্গে যায় বা ভাঙ্গা অংশ হারিয়ে যায় এর ফলে

ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তন ঘটে তাকে ডিলেশন (Deletion) বলা হয়।

 ০২. প্রান্তীয় ডিলেশন কি?

উত্তর : ক্রোমোজোমের প্রান্তের দিকে যে ডিলিশন সংঘটিত

হয়ে থাকে তাকে প্রান্তীয় ডিলিশন বলা হয়

০৩. অভ্যন্তরীণ ডিলেশন কি?

উত্তর : ক্রোমোজোমের প্রান্ত ছাড়া অভ্যন্তরীণ কোনো

অংশে ডিলেশন ঘটলে বা ভেঙ্গে গেলে তাকে অভ্যন্তরীণ

ডিলেশন বলা হয় ৷

০৪. জেনেটিক পদ্ধতিতে কে সর্বপ্রথম ডিলিশন আবিষ্কার করেন?

উত্তর : C.B. Bridges (1917)।

০৫. ডিলেশনকে পয়েন্ট মিউটেশন বলা হয় কেন? 

উত্তর : ডিলেশনের ফলে কোনো নির্দিষ্ট ক্রোমোজোমের যেকোনো অংশ হারিয়ে যায়; যার ফলে ক্রোমোজোমের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এ কারণে ডিলেশনকে পয়েন্ট

মিউটেশন বলা হয় ।

 

০১ সিনড্রোম কী? 

উত্তর : ডিলিশনের ফলে মানুষের বাচ্ছা বিড়ালের মতো কান্না করে যাকে Cri-du-chat সিনড্রোম বলে।

০২.Cri-du-chat সিনড্রোম রোগের লক্ষণ কি? 

উত্তর : শিশু ঠিক মত কাঁদতে পারে না ।

০৩. ক্রোমোজমে রিং বা বলয় কখন উৎপন্ন হয়?

উত্তর : একই ক্রোমোজোমের দুটি প্রান্তীয় ডিলিশন হলে রিং বা বলয় উৎপন্ন হয়।

০৪.সিউডোডমিন্যান্স কি? 

উত্তর : ডিলেশনের ফলে একটি প্রচ্ছন্ন অ্যালীল প্রটোকলের মতো আচরণ করে, এ অবস্থাকে সিউডোডমিন্যান্স বলা হয়।

খ বিভাগ : প্রশ্নাবলি (Broad Questions)

০১. ডিলেশন কি?  এর বৈশিষ্ট্য লিখ।

০২.ডিলেশন নির্নয় এর জেনেটিক প্রভাব আলোচনা কর। 

০৩.ডিলেশন এর ফেনোটাইপিক প্রভাব লিখ।

০৪.সেতু ভাঙ্গন সংযোগ ভাঙ্গন আলোচনা কর। 

গ বিভাগ : 

০১.ডিলেশন বলতে কি বুঝ? ডিলেশন এর প্রকারভেদ আলোচনা কর। 

০২.  ডিলেশন শনাক্তকরণের Cytological ও Genetic পদ্দতি আলোচনা কর। 

০৩. ডিলেশনের ফিনোটাইপিক ও জিনোটাইপিক প্রবাব আলোচনা কর। 

০৪.  ডিলেশনকে কীভাবে কোষতাত্বিক শনাক্তকরা যায়?

Read More: Cytogenetics 3rd Chapter