নির্বাচন । ৫ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
নির্বাচন । ৫ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৫ম অধ্যায়:- নির্বাচন
ক-বিভাগ
০১. নির্বাচন কী?
উত্তর : বিভিন্ন বন্য জাতসমূহ থেকে কৃষি উপযোগী জাত বাছাই করাকে নির্বাচন বলা হয়।
০২. নির্বাচন কয় প্রকার?
উত্তর : দুই প্রকার। যথা- (ক) প্রাকৃতিক নির্বাচন ও (খ)কৃত্রিম নির্বাচন।
০৩. প্রাকৃতিক নির্বাচন কী?
উত্তর : প্রকৃতির স্বাভাবিক নিয়মে পরিবেশের সাহায্যে যে নির্বাচন সংঘটিত হয় তাকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়।
০৪. কৃত্রিম নির্বাচন কী?
উত্তর : কৃত্রিম উপায়ে বিশেষ গুণসম্পন্ন উদ্ভিদের নির্বাচন প্রক্রিয়াকে কৃত্রিম নির্বাচন বলে।
০৫. দলবদ্ধ নির্বাচন কী?
উত্তর : কোনো অসমসত্ত্ব বা মিশ্র পপুলেশনের থেকে একই ফেনোটাইপের ভিত্তিতে কয়েকটা উদ্ভিদের নির্বাচন এবং অপত্য মূল্যায়ন ছাড়া নির্বাচিত উদ্ভিদগুলোর বীজ একত্রিকরণের মাধ্যমে নতুন জাত তৈরির পদ্ধতিকে দলবন্ধ নির্বাচন বলে।
০৬. বিশুদ্ধ বংশধারা নির্বাচন কী?
উত্তর : একটা স্বতন্ত্র হোমোজাইগাস স্বপরাগী উদ্ভিদের অপত্যগণের দ্বারা গঠিত একটি জাত বা প্রকারকে বিশুদ্ধ বংশধারা এবং এর নির্বাচন পদ্ধতিকে বিশুদ্ধ বংশধারা নির্বাচন বলা হয়।
०৭. ক্লোন নির্বাচন কী?
উত্তর : অঙ্গজ জননের মাধ্যমে যে সকল উদ্ভিদের বংশবিস্তার সম্পন্ন হয় তাদের মিশ্র পপুলেশন থেকে প্রয়োজন অনুসারে কেবলমাত্র ফেনোটাইপের ভিত্তিতে কোনো উদ্ভিদের পপুলেশন নির্বাচন পদ্ধতিকে ক্লোন নির্বাচন বলে।
০৮. পরাগায়ন কি?
উত্তর: পুষ্পের পরাগধানী হতে পরাগরেণু একই পুষ্পের বা একই গাছের অন্য পুষ্প বা একই জাতীয় অন্য গাছের পুষ্পের গর্তমুন্ডে পতিত হওয়াকে পরাধীন বলে।
০৯. স্ব-পরাগায়ন কি?
উত্তর। একই পুষ্পের পরাগরে যখন সেই পুষ্পের গর্ভমুন্ডের উপর পতিত হয় তখন তাকে স্ব-পরাগায়ন বলে।
১০. Autogamy ?
উত্তর : একই ফুলের মধ্যে স্ব-পরাগায়ন ঘটলে তাকে Autogamy বলে।
১১. গেইটোনোগ্যামি কী?
উত্তর : একই উদ্ভিদের দুটি পুষ্পের মধ্যে স্ব-পরাগায়ন ঘটলে তাকে সেইটোলোপ্যানি বলে।
১২. পর-পরাগায়ন কী?
উত্তর : একটি পুষ্পের পরাগরেণু যখন একই প্রজাতির অন্য একটি উদ্ভিদ অবস্থিত পুপের গর্ভমুন্ডের উপর পতিত হয় তখন তাকে পর-পরাগায়ন বলে।
১৩. পর-পরাগায়ন দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লিখ।
উত্তর: পর-পরাগায়ন দেখা যায় এমন দুটি দিদির নাম উদ্ভিদের নাম
(i) বাশ- Bombax ceiba
(ii)ধান - Oryza sativa
১৪. পর-পরাগায়নের শর্তাবলি কী কী?
উত্তর : একলিঙ্গতা, বন্ধ্যাত্ব, বিষম পরিণতি, পুংসদের অসমতা।
১৫. প্রোট্যান্ডি কী?
উত্তর : গর্তমুরের পূর্বে পরাগধানী পরিদ হলে তাকে প্রোট্যান্ডি বলে।
খ-বিভাগ
০১. নির্বাচন বলতে কী বুঝ?
০২. ক্লোন নির্বাচন বলতে কী বুঝ?
০৩. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের সংজ্ঞা দাও।
০৪. স্ব-পরাগায়নের শর্তাবলি লিখ।
০৫. স্ব-পরাগায়ন ও পরপরাগায়নের কৌলিক পরিণতি লিখ।
০৬. স্বপরাগায়ন ও পরপরাগায়ন এর পার্থক্য লিখ।
গ-বিভাগ
০১. নির্বাচন বলতে কী বুঝ? এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
০২. উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তারে ক্লোনাল নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
০৩. পর-পরাগায়নের শর্তাবলি লিখ।