বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে ধারণা । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে ধারণা । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে ধারণা । ২য়  অধ্যায়। Biodiversity and Evolution  ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে ধারণা । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

২য়  অধ্যায়:-বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে ধারণা 

ক বিভাগ

০১.অক্ষাংশ কী? 

উত্তর : নিরক্ষরেখা যা হতে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সে স্থানের অক্ষাংশ বলে।

০২. দ্রাঘিমাংশ কী? 

অথবা, দ্রাঘিমা কী?

উত্তর : মূল মধ্য রেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বলে।

০৩. গ্রিনিচের সময় কোনো ঘড়ি দ্বারা মাপা হয়?

উত্তর : ক্রনোমিটার।

 ০৪. প্রতিপাদ স্থান কী?

উত্তর : ভূগোলকের ব্যাসের এক প্রান্তের বিন্দুকে অপর প্রান্তের বিন্দুর প্রতিপাদ স্থান বলে।

০৫. ভূ-আলোড়ন (Tectonicmovement) কী? 

অথবা, টেকটনিক মুভমেন্ট বলতে কী বুঝ?

উত্তর : পৃথিবীর অভ্যন্তরীণ নানা প্রকার শক্তির ভূ-পৃষ্ঠের যে আলোড়ন ও পরিবর্তন ঘটে তাকে ভূ-আলোড়ন বা টেকটনিক মুভমেন্ট বলে।

০৬. কন্টিনেন্টাল ড্রিফট কী? 

অথবা, মহীসঞ্চারণ মতবাদ কী?

উত্তর : মহাদেশীয় ভূ-খণ্ড সহ প্লেটগুলোর বিচলনকে কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চারণ মতবাদ বলে।

০৭. উদ্ভিদ ভূগোল কী?

উত্তর : জীব ভূগোলের যে শাখা বিভিন্ন ধরনের উদ্ভিদের স্বভাব, বাসস্থান, গঠন, প্রকৃতি, জীবন বৃত্তান্ত ও বিন্যাস প্রভৃতি বিষয় সম্বন্ধে আলোচনা করে তাকে উদ্ভিদ ভূগোল বলে।

০৮.নাতিশীতোষ্ণ মণ্ডল কী?

উত্তর: পৃথিবীর নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ ২৩.৫°- ৬৫.৫° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এলাকাকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলে।

০৯. চিরহরিৎ বনভূমি কী?

উত্তর: এই জাতীয় বনভূমির বৃক্ষগুলো থেকে পাতা একই সময়ে ঝড়ে পড়ে না। কিছু সংখ্যক গাছের পাতা ঝড়ে পড়লে অন্যগুলোর সবুজ পাতা বর্তমান থাকে। এজন্য এই ধরনের বনভূমিকে চিরহরিৎ বনভূমি বলে।

১০.আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বুঝ ?

উত্তর : প্রশান্ত মহাসাগরের মানচিত্রের ১৮০° দ্রাঘিমা বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে ।

১১.পর্ণমোচী বনভূমি কী?

উত্তর : নাতিশীতোষ্ণ ও উষ্ণ মণ্ডলের মাঝারি, বৃষ্টিবহুল অঞ্চলে এ জাতীয় বনভূমি দেখা যায়। এই বনাঞ্চলের গাছের পাতা বছরের কোনো না কোনো সময়ে ঝড়ে পড়ে বলে এগুলোকে পর্ণমোচী বনভূমি বলে ।

১২. মরু উদ্ভিদ কী?

উত্তর : শুষ্ক জলবায়ু ও বালুকাময় মাটিতে যেসব গাছপালা জন্মে তাদেরকে মরু উদ্ভিদ বলে।

১৩.Alpine অঞ্চলের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। 

উত্তর : অঞ্চলের দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-

(i) Abies alba. (ii) Pinas sylvestris

 খ-বিভাগ

 

০১.অক্ষাংশ ও দ্রাঘিমা বলতে কী বুঝ? 

০২.অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে  পার্থক্য লিখ। 

০৩.সংক্ষেপে টেকটোনিক মুভমেন্ট সম্পর্কে আলোচনা কর। 

অথবা, ভূ-আলোড়ন সম্পর্কে আলোচনা কর।

অথবা, জীববৈচিত্র্যের আলোকে টেকটোনিক মুভমেন্ট সম্পর্কে আলোচনা কর।

০৪.কন্টিনেন্টাল ড্রিফট এর সম্ভাব্য কারণগুলি উল্লেখ কর। 

অথবা, মহাদেশীয় সঞ্চারণ এর সম্ভাব্য কারণসমূহ বর্ণনা কর।

অথবা, জীববৈচিত্র্যের আলোকে মহীসঞ্চারণ মতবাদ সম্পর্কে লিখ।



গ-বিভাগ 

 

০১.আলপাইন অঞ্চল কী? এ অঞ্চলের উদ্ভিজ্জের বৈশিষ্ট্য লিখ। 

০২.Alfred Wegnener এর মহীসঞ্চরণ মতবাদ আলোচনা কর। 

অথবা, কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে লিখ।

অথবা, জীববৈচিত্র্যের আলোকে কন্টিনেন্টাল ড্রিফ্ট আলোচনা কর।

অথবা, জীববৈচিত্র্যের আলোকে মহীসঞ্চারণ মতবাদ সম্পর্কে লিখ।

অথবা, জীববৈচিত্র্যের আলোকে কন্টিনেন্টাল ড্রিফট ও টেকটোনিক মুভমেন্ট আলোচনা কর।

অথবা, ভূ-আলোড়ন ও কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে বর্ণনা কর।

০৩.উদ্ভিদ-ভূগোল কি? উদ্ভিদ-ভূগোল পাঠের গুরুত্ব আলোচনা কর। 

অথবা, উদ্ভিদ ভূগোল কী? উদ্ভিদ ভূগোল পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।

০৪.তুন্দ্রা অঞ্চল কী? এ অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ। 

অথবা, তুন্দ্রা অঞ্চল কী? এই অঞ্চলের উদ্ভিদ ও জলবায়ু সম্পর্কে লিখ।

অথবা, তুন্দ্রা অঞ্চলের উদ্ভিজ্জের বৈশিষ্ট্য লিখ।

Read more