সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের উপাদান সম্পর্কে ধারণা ।চৌদ্দ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের উপাদান সম্পর্কে ধারণা ।চৌদ্দ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের উপাদান সম্পর্কে ধারণা ।চৌদ্দ  অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের উপাদান সম্পর্কে ধারণা ।চৌদ্দ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় (১৪) সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের উপাদান সম্পর্কে ধারণা (Concept and Components of Social forestry and Agro forestry) 

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

০১. সামাজিক বনায়ন কী? 

উত্তর : জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে

জনগণের কল্যাণে এবং জনগণ দ্বারা বন সৃষ্টির প্রক্রিয়াকে

সামাজিক বনায়ন বলে ।

০২) বসতবাড়ি বনায়ন কী? 

উত্তর : বসতবাড়ির আঙিনা ও পতিত জমিতে বনায়ন চর্চা

ও দেশের প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির

গাছ লাগানোর ব্যবস্থাকে বসতবাড়ি বনায়ন বল।

 

০৩.বাংলাদেশে ব্যবহৃত জ্বালানি কাঠের শতকরা কতভাগ

বসতবাড়ির বনায়ন থেকে আসে তা উল্লেখ কর। 

উত্তর : প্রায় ৮০%।

 ০৪. সামাজিক বনায়নে জনগণ কত অংশ পায়?

উত্তর : ৫০% ।

 ০৫. সামাজিক বনায়ন কোথায় করা যায়?

উত্তর : রাস্তার ধার, নদী ও খালের পার, রেলপথের

পাশে, শহরের প্রধান সড়কের পাশে, বাঁধের পাশে,

জমির আইলে প্রভৃতি স্থানে।

কৃষি

 ০৬. রাস্তা ও সড়কের পাশে কোন ধরনের গাছ লাগানো হয়?

উত্তর : মেহগনি, বাবলা, অর্জুন, ইউক্যালিপটাস, সেগুন,

শীলকড়ই, পলাশ, কদম, তেলসূর ইত্যাদি।

 

০৭. উপকূলীয় এলাকয় কোন গাছ রোপণ করা হয়?

উত্তর : তাল, নারিকেল, ঝাউ, গর্জন, শীলকড়ই, জারুল,

আকাশমনি, খেজুর ইত্যাদি ।

 

০৮.Agroforestry কী? 

অথবা, কৃষিবনায়ন কী?

 

উত্তর : কোনো এলাকার পরিবেশগত বা অর্থনৈতিক

অবস্থানুসারে কোনো স্থায়ী ভূমিতে স্বল্পকালীন (বর্ষজীবী)

শস্যের সাথে বহুবর্ষজীবী বৃক্ষজাতীয় উদ্ভিদ শস্যের চাষাবাদ

ব্যবস্থাকে Agroforestry বা কৃষি বনায়ন বলা হয়।

 

০৯.বনায়নের সংজ্ঞা দাও । 

অথবা, Aforestation কী? 

উত্তর : বনভূমি ধ্বংস হয়েছে এমন স্থানে, রাস্তার পাশে রেল

লাইনের পাশে, কোনো পতিত বা অনাবাদি জমিতে, বসত

বাড়ির পাশে প্রভৃতি স্থানে সরকারিভাবে কোনো বেসরকারি

সংস্থার মাধ্যমে সমবায় সমিতির মাধ্যমে বা সামাজিকভাবে বন

সৃষ্টি করাকে বনায়ন বলে ।

১০. ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? 

উত্তর :

উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন সাধারণত

অবস্থিত । অর্থাৎ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অবস্থিত ।

 ১১. ম্যানগ্রোভ বন কাকে বলে?

 

উত্তর : যে এলাকার মৃত্তিকার লবণ অত্যধিক ও সমুদ্রের

জোয়ার-ভাটার প্রভাবে মৃত্তিকা সবসময় ভেজা থাকে এ

ধরনের বনকে ম্যানগ্রোভ বন বলে ।

 

(১৩) পুনর্বাসনমূলক বনায়ন কাকে বলে? 

উত্তর : ক্ষতিগ্রস্থ বা ধ্বংসের কাছাকাছি বনাঞ্চলে নতুন

করে বৃক্ষ রোপনের মাধ্যমে যে বনায়ন করা হয় তাকে

পুনর্বাসনমূলক বনায়ন বলে ।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১.কৃষি বনায়ন কী? 

অথবা, কৃষি বনায়নের সংজ্ঞা দাও।

০২.বাংলাদেশে গৃহীত সামাজিক বনায়নের কর্মসূচিগুলো কী কী? 

০৩.সামাজিক বনায়নের ৫টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ ।

০৪.কৃষিতে নারীর ভূমিকা উল্লেখ কর। 

০৫.কৃষি বনায়নের ৫টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। 

অথবা, কৃষি বনায়ন উপযোগী দুটি উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম লেখ ৷

০৬.ম্যানগ্রোভ অঞ্চলে প্রাপ্ত চারটি উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম লিখ ।

০৭.বসতবাড়ি বনায়নে কী কী বিষয় বিবেচনায় নেওয়া উচিত? 

০৮.বসতবাড়ি বনায়নের জন্য নির্বাচিত কয়েকটি বৃক্ষের নাম লিখ । 

০৯.সামাজিক বনায়ন ও কৃষি বনায়নের পার্থক্য লিখ। 

১০.বসতবাড়ি বনায়নে বৃক্ষ নির্বাচনের গুরুত্ব আলোচনা করর।

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

 

০১.বাংলাদেশে গৃহীত সামাজিক বনায়নের কর্মসূচিগুলো সংক্ষেপে বর্ণনা কর। 

 

০২.কৃষি বনায়নের সুবিধা ও অসুবিধা লিখ।

অথবা, কৃষি বনায়ন কী? এর গুরুত্ব সম্পর্কে আলোচনা কর ।

০৩.সামাজিক বনায়নের উপাদানগুলোর বর্ণনা দাও। 

অথবা, সামাজিক বনায়নের উদ্দেশ্যগুলো লিখ ।

 

০৪.(ক) দেশের সার্বিক উন্নয়নে সামাজিক বনায়নের গুরুত্ব উল্লেখ কর। 

অথবা, সামাজিক বনায়ন কী? সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা আলোচনা কর ।

অথবা, সামাজিক বনায়নের সংজ্ঞা দাও।

অথবা, সার্বিক উন্নয়নে সামাজিক বনায়নের গুরুত্ব উল্লেখ কর।

অথবা, সামাজিক বনায়নের গুরুত্ব লিখ।

 

(খ) একটি কৃষি বনায়ন মডেলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

অথবা, কৃষি বনায়ন কাকে বলে? কৃষি বনায়ন মডেলগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও।

অথবা, কৃষি বনায়ন কী? একটি কৃষি বনায়ন মডেলের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

read more; 13th chapter