হেটারোসিস ব্রিডিং । ৮ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
হেটারোসিস ব্রিডিং । ৮ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৮ম অধ্যায়:- হেটারোসিস ব্রিডিং
ক-বিভাগ
০১. হেটেরোসিস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : হেটেরোসিস শব্দটি সর্বপ্রথম ১৯১৪ সালে ডি.জি.এইচ শাল ব্যবহার করেন।
০২. হেটেরোসিস কাকে বলে?
অথবা, হেটেরোসিস কী?
উত্তর : দুটি জেনেটিক বিভিন্নতা সম্পন্ন অনাত্মীয় প্রজনকের মধ্যে ক্রস করলে সৃষ্ট F, উদ্ভিদ প্রজনকত্বয় অপেক্ষা অধিকতর তেজ, বৃদ্ধি এবং ফলন দেয় তখন তাকে হেটেরোসিস বলে।
০৩. সংকরীয় সবলতা কী?
অথবা, হাইব্রিড ভিগার কী?
উত্তর : F, উদ্ভিদ প্রজনকদ্বয় অপেক্ষা উৎকৃষ্ট হলে তাকেসংকরীয় সবলতা বা Hybrid vigour বলে।
০৪. মিউটেশন হেটেরোসিস কী?
উত্তর : কোনো যৌন প্রজননক্ষম পর-পরাগী উদ্ভিদে মিউটেশন দ্বারা তৈরি কোনো ক্ষতিকারক, অনুপযোগী এবং প্রায়শ ঘাতক প্রাচ্ছন্ন মিউট্যান্ট জিনকে উৎকৃষ্ট একট জিন দ্বারা দাবিয়ে রাখার ফলে যে হেটেরোসিস পাওয়া যায় তাকে মিউটেশন হেটেরোসিস বলে।
৫. Hybrid depression কী?
উত্তর : F, উদ্ভিদ প্রজনকদ্বয় অপেক্ষা নিকৃষ্ট হলে তাকে Hybrid depression বলে।
০৬. ব্যালান্সড হেটেরোসিস কী?
উত্তর : দুটি ভিন্ন রকমের প্রজনকের মধ্যে সংকরায়নের ফলে F, উদ্ভিদে সুষম জিন সংযোগ সৃষ্টি হলে যে প্রকৃত হেটেরোসিস দেখা যায় তাকে ব্যালান্সড হেটেরোসিস বলে।
০৭. অপ্রকৃত হেটেরোসিস কী?
উত্তর : কোনো সময়ে উপযোগী এবং উৎকৃষ্ট পরিচর্যার কারণে সংকর উদ্ভিদে আকস্মিক এবং অতিরিক্ত কিন্তু ক্ষণস্থায়ী তেজ লক্ষ করাকে অপ্রকৃত হেটেরোসিস বলে।
০৮. হেটেরোসিস এর প্রকাশসমূহ কী কী?
উত্তর : বর্ধিত উৎপাদন, বর্ধিত প্রজনন ক্ষমতা, সাধারণ তেজ, উন্নতর গুণাগুণ, আগাম পুষ্পায়ন ও পরিপক্কতা, রোগ ও পতঙ্গ প্রতিরোধী, দ্রুততর বৃদ্ধি হার ইত্যাদি।
০৯. আপেক্ষিক হেটেরোসিস পরিমাপের সূত্রটি লিখ।
উত্তর : আপেক্ষিত হেটেরোসিস = (F1-MP)/BP*100
১০. উৎকৃষ্ট হেটেরোসিস পরিমাপের সূত্রটি লিখ।
উত্তর : উৎকৃষ্ট হেটেরোসিস =(F-BP)/BPx 100
১১. হেটেরোসিসের জিন সম্পর্কীয় মতবাদ কয়টি ও কী কী?
উত্তর : দুইটি। যথা- (ক) প্রকটতা মতবাদ; (খ) অধি প্রকটতা মতবাদ ।
১২. কে প্রকটতা মতবাদ ব্যাখ্যা করেন।
উত্তর : ব্রুস (১৯১০) এবং স্টিগফিল্ড (১৯৪৬)।
১৩. অধিপ্রকটতা মতবাদ কে প্রস্তাব করেন?
উত্তর: ১৯০৮ সালে East এবং Shull.
খ-বিভাগ
০১. হেটারোসিস বলতে কী বুঝ?
০২.হেটোরোসিস এর ব্যবহার ও সীমাবদ্ধতা কী কী?
০৩. সঙ্কর সাবল্য ও স্ব-পরাগায়ন দূর্বলতর মধ্যে পার্থক্য লিখ।
০৪. হেটেরোসিস ও হাইব্রিড ভিগরের মধ্যে পার্থক্যসমূহ লিখ।
অথবা, হেটেরোসিস ও হাইব্রিড ভিগরের মধ্যে পার্থক্যসমূহ লিখ।
অথবা, হেটেরোসিস ও সঙ্কর সাবল্যর মধ্যে পার্থক্য লিখ।
০৫. হেটারোসিস ব্রিডিং এর মাধ্যমে অর্জিত সফলতাসমূহ উল্লেখ কর।
অথবা, হেটেরোসিস ব্রিডিং এর অর্জনসমূহ লিখ।
অথবা, হেটেরোসিস ব্রিডিং এর মাধ্যমে যে সকল সফলতা অর্জিত হয় তা লিখ ।
গ-বিভাগ
০১.ইনব্রিডিং ডিপ্রেশন কী? এর ক্ষতিকর দিকসমূহ আলোচনা কর।
০২. হেটেরোসিস ব্রিডিং এর গুরুত্ব ব্যাখ্যা কর।
অথবা, হেটেরোসিসের সুবিধা-অসুবিধা লিখ।
০৩. (ক) উদাহরণসহ স্বপ্রজননজনিত দুর্বলতা ব্যাখ্যা কর।
অথবা, Inbreeding Depression বলতে কী বুঝ? ব্যাখ্যা কর ।
(খ) হেটারোসিস এর বংশগতীয় ভিত্তি আলোচনা কর।
অথবা, হেটেরোসিস ও স্ব-প্রজননজনিত দুর্বলতার কৌলিক ভিত্তি ব্যাখ্যা কর।
০৪. টীকা লিখ :
(ক) হেটেরোসিস;
(খ) ইনব্রিডিং ডিপ্রেশন।
Read More: 7th chapter