পানি ও বালু চাষ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পানি ও বালু চাষ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পানি ও বালু চাষ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পানি ও বালু চাষ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৪ পানি ও বালু চাষ

(জল এবং বালি সংস্কৃতি)

 

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

০১. হাইড্রোফনিক্স কাকে বলে? 

উত্তর: হাইড্রোপনিক্স মাটিবিহীন আবাদের একটি প্রক্রিয়া। মাটিবিহীন পুষ্টি দ্রবণে ফসল জন্মানোকে হাইড্রোপনিক্স বলে। হাইড্রোফনিক্স শব্দটি ল্যাটিন ভাষা হতে গৃহীত। ল্যাটিন শব্দ "Hydro" অর্থ পানি এবং "Ponos" অর্থ শ্রম বা কাজ।

০২. হাইড্রোফনিক্স আবাদকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর: দুটি পদ্ধতিতে ভাগ করা হয়। যথা:

(ক) সঞ্চালন পদ্ধতি (Circulating System)

(খ) সঞ্চালনবিহীন পদ্ধতি (Non-Circulating System) বালু চাষ কী? 

০৩. অথবা, বালু চাষ বা বালু অনুশীলন কী? 

 উত্তর। মাটিবিহীন স্থানে বা বালুতে বিভিন্ন ফসল চাষাবাদ করাকে বালু চাষ বা বালু অনুশীলন বলে।

০৪. হাইড্রোপনিক্স পদ্ধতিতে পুষ্টি মাধ্যম হিসেবে কী ব্যবহার করা হয়?

উত্তর: হাইড্রোপনিক্স পদ্ধতিতে আবাদ মাধ্যম হিসেবে নারিকেলের ছোবড়া, শিলা, পশম, নুড়ি বা তরল পুষ্টি

মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। 

০৫. হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফসল চাষের মূলনীতি কী?

উত্তর: হাইড্রোপনিক্স পদ্ধতিতে সবজি, ফল ও ফুল ইত্যাদি ফসল চাষের মূলনীতি হলো। "নিয়ন্ত্রিত পরিবেশে গাছের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় খাদ্যোপাদান (Nutrient) পানির মধ্যে সরবরাহ করে স্টীলের বা প্লাস্টিকের ট্রে, বালতি বা বোতলে ফসল উৎপাদন করা।"

০৬. হাইড্রোপনিক্স পদ্ধতিতে ফসল উৎপাদনের সুবিধাগুলো লেখ।

 উত্তর। আবাদি জমির প্রয়োজন হয় না, যেকোনো ফাঁকা জায়াগায় ফসল চাষ করা যায়। অনাবাদি জমিকে চাষের আওতায় আনা সম্ভব। চাষাবাদে আলাদাভাবে সার ও সেচ প্রয়োগের দরকার হয় না। নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা হয় বিধায় কীটপতঙ্গের আক্রমণ অনেক কম হয়। কীটনাশকমুক্ত ফসল উৎপাদন করা সম্ভব।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

০১. বালিতে আবাদ (Sand Culture) বলতে কি বুঝ? 

০২. বাংলাদেশে হাইড্রোফনিক্সের গুরুত্ব সম্পর্কে লিখ। 

০২. হাইড্রোফনিক্স বলতে কি বুঝ? 

০৩. পানিতে আবাদ/হাইড্রোফনিক্স পদ্ধতির লক্ষণীয় বিষয়সমূহ কি কি? 

০৪.প্লাস্টিক বালতি/বোতলে কিভাবে চারা রোপণ করা হয়? 

০৫.হাইড্রোপনিক্স এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১. বালিতে আবাদ পদ্ধতি বর্ণনা কর। 

০২. বালিতে আবাদের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 

০৩.হাইড্রোফনিক্স-এর আবাদের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।

 ০৪. বাংলাদেশে হাইড্রোফনিক্সের পদ্ধতিতে দুটি ফসল চাষ পদ্ধতি আলোচনা কর। 

০৫.ওয়াটার কালচার কী? ওয়াটার কালচারের সুবিধা-অসুবিধাগুলো লেখ।

Read more:3rd chapter