প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা।৮ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা।৮ম অধ্যায় ।Ecology and Environment Science( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা
(Role of Green Plants in Nature with Reference)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. ক্লোরোফিল কী?
উত্তর: ক্লোরোফিল সবুজ বর্ণক যা সালোকসংশ্লেষণে সহায়তা করে।
০২. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সমীকরণ কোনটি?
উত্তর: E = mc².
০৩. Visible light বলতে কী বুঝ?
উত্তর: মানুষ চোখে 400-700 nm তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন বর্ণ দেখতে পায়। এই তরঙ্গ দৈর্ঘ্যকে visible light বলে।
০৪. আল্টাভায়োলেট রেডিয়েশন কী?
উত্তর: খাটো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেডিয়েশনকে আল্টাভায়োলেট রেডিয়েশন বলা হয়।
০৫. সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি লিখ।
উত্তর: 6CO2 + 12H2O
আলো
ক্লোরোফিল
→
C6H12O6 + 6O2 + 6H2O.
০৬. সবুজ বেষ্টনী কি?
উত্তর: উপকূলীয় অঞ্চলে সবুজ উদ্ভিদ দ্বারা যে বেষ্টনী তৈরি করা হয় তাকে সবুজ বেষ্টনী বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১. এক আইনস্টাইন শক্তি কী? যদি ফ্লোরোফিল 450nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে তবে আইনস্টাইন শক্তি হিসাব কর।
০২. মানব জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
০৩. “সূর্য একটি তাপীয় আণবিক শক্তির উৎস”- ব্যাখ্যা কর।
অথবা, সূর্য একটি তাপকেন্দ্রীয় শক্তি উৎস।
অথবা, সূর্য একটি থামোনিউক্লিয়ার শক্তির উৎস।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকার সহিত সংগতি রেখে নিম্নলিখিতগুলো লিখ।
(ক) রেডিয়েন্ট শক্তি;
অথবা, বিকিরণ শক্তি বলতে কি বুঝ? প্রধান বিকরিত রশ্মিসূহের বর্ণনা দাও।
(খ) জনসংখ্যা ও খাদ্য সরবরাহ।
Read more:7th chapter