প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রত্নপরাগরেণুবিদ্যা।৫ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৫- প্রত্নপরাগরেণুবিদ্যা

 

(প্যালিওপ্যালিনোলজি)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১-প্রত্নপরাগরেণুবিদ্যা (Palaeopalynology) কি?

উত্তর: পরাগবিজ্ঞানের যে শাখায় প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, তেল ও কয়লা, খনি সম্পর্কিত, ভূতাত্ত্বিক ও জীবাশ্ম এবং উদ্ভিদ জাতিজনি সম্পর্কে আলোচনা ও গবেষণা করা হয় তাকে প্রত্নপরাগরেণুবিদ্যা (Palaeopalynology) বলে।

০২-মাইক্রোফসিল কী? 

উত্তর: মাইক্রোফসিল (Microfossil) হলো Palaeopalynology র প্রধান উপকরণ।

০৩. প্রত্নপরাগরেণুকে কয়টি মহাকালে ভাগ করা হয়?

উত্তর: তিনটি যথা- (i) Palaeozoic era

(ii) মেসোজোয়িক যুগ

(iii) সেনোজোয়িক যুগ।

০৪. জীবাশ্ম পরাগ নিয়ে কে প্রথম গবেষণা করেন?

উত্তর: Henry withan (১৮৩১) সালে।

০৫ -অণুজীবাশ্ম কি? 

উত্তর: যে সকল জীবাশ্ম অতি আণুবীক্ষনিক তাকে অণুজীবাশ্ম বলে। যেমন- পরাগ ও রেণু।

০৬. Copropalynology কিভাবে উদ্ভুত হয়?

উত্তর: Copropalynology ইংরেজি শব্দ Coprolyth বা Coprolite যা গ্রীক শব্দ Kopros মল বা মল বা dung থেকে উদ্ভূত।

 ০৭. কার্বনিফেরাস পিরিয়ডের অধিকাংশ পরাগ রেণু কি ধরনের? 

উত্তর: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দলের।

০৮. FFM এর পূর্ণরূপ কি? 

উত্তর: FFM -এর পূর্ণরূপ হলো- Forest Fossil Map।



খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১. প্রত্নপরাগরেণু বিজ্ঞান কি? 

০২. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের নীতিমালাসমূহ লিখ। 

০৩-প্রত্নপরাগরেণুবিজ্ঞানের উৎপত্তি ও এর ক্রমবিকাশ ধারা ব্যাখ্যা কর।

০৪-প্রত্নপরাগ রেণুবিদ্যার প্রয়োগ ও ব্যবহার লিখ। 

০৫. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে লিখ। 

০৬-প্রত্নপরাগ বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১. প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের পরিধি আলোচনা কর। 

০২-প্রত্নপরাগরেণুবিদ্যায় অণুজীবাশ্ম ও ভূতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা কর। 

০৩-অণুজীবাশ্ম কি? অণুজীবাশ্য গবেষণার কি কি গুরুত্বপূর্ণ দিক আছে এবং তার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক আছে?

০৪- নিম্নলিখিত বিষয়গুলোর উপর Paleopalynology সম্পর্কে আলোকপাত কর। (ক) মূলনীতিসমূহ, (খ) জীবাশ্মবিদ্যা ও প্রত্নতাত্ত্বিক বিদ্যার সঙ্গে সম্পর্ক,

গ) Vegetation (উদ্ভিদরাজি) এর পুনর্গঠন,

 ঘ) মেসোজোয়িক ও সিনোজোয়িক যুগে পরাগরেণুর চিহ্ন।

১৪-প্রত্ব-পরাগরেণু বিষয়ক উপাত্ত সংগ্রহের জন্য নিম্নোক্ত কৌশলসমূহ আলোচনা কর:

(ক) কয়লা ও তেল খনিজ স্তর; (খ) পিট ও কর্দমাক্ত পলি।

Read more:4th chapter