ভেদান্ক বিশ্লেষণ এবং পরীক্ষণের নকশা । ৮ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভেদান্ক বিশ্লেষণ এবং পরীক্ষণের নকশা । ৮ম অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৮ম অধ্যায়:- ভেদান্ক বিশ্লেষণ এবং পরীক্ষণের নকশা
ক-বিভাগ
০১. ভেদাঙ্ক বিশ্লেষণ কী?
উত্তর : গড়গুলোর ছোট ভেদাঙ্কের কারণ অনুযায়ী পৃথক করে তাদেরকে আলাদাভাবে ত্রুটিজনিত ভেদাংকের সাথে তুলনা করাকে ভেদাংঙ্ক বিশ্লেষণ বলে।
০২. একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ কী?
উত্তর : যখন একটি তথ্যসারিকে একটি উৎপাদনের
ভিত্তিতে বিশ্লেষণ করা হয় তখন তাকে একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ বলে ।
০৩. বি-মুখী ভেদাঙ্ক বিশ্লেষণ কী?
উত্তর : যখন একটি তথ্যসারিকে দুটি উৎপাদানের ভিত্তিতে বিশ্লেষণ করা হয় তখন তাকে দ্বি-মুখী ভেদাঙ্ক বিশ্লেষণ বলে ।
০৪. রেপ্লিকেশনের সংজ্ঞা দাও।
অথবা, রেপ্লিকেশন কাকে বলে।
উত্তর : একটি জীবের অনুরুপ হুবহু জীব সৃষ্টির প্রক্রিয়াকে রেপ্লিকেশন বলে।
০৫. CRD-এর পূর্ণরূপ কী?
উত্তর : CRD-এর পূর্ণরূপ : Completely Randomized Desing.
০৬. RBD - এর পূর্ণরূপ লিখ।
অথবা, RBD -এর পূর্ণরূপ কী?
উত্তর : RBD - এর পূর্ণরূপ হলো- Randomized Block Desing.
০৭. LSD এর পূর্ণরূপ কী?
উত্তর : LSD এর পূর্ণরূপ: Latin Square Design.
০৮. পরীক্ষণ নকশা কী?
উত্তর : পূর্বনির্ধারিত কোনো উদ্দেশ্য পূর্ণ বিশ্লেষণের জন্য সঠিক ডাটা সংগ্রহের পদ্ধতিকে পরীক্ষণের নকশা বলে।
০৯.চর্যা কী?
উত্তর: যে বৈশিষ্ট্যের অনেকগুলো স্তরের পার্থক্য যাচাই করার জন্য নিরীক্ষা পরিচালনা করা হয় সে বৈশিষ্ট্যকে চর্যা বলা হয়।
১০. ব্লক কী?
উত্তর: একই জাতীয় প্লটের একটি গুচ্ছকে ব্লক বলে।
১১. দৈবচয়িত ব্লক নক্শা কাকে বলে?
উত্তর : যে পরীক্ষণ নকশায় পরীক্ষণ একক বা প্লটগুলো সমগুণ সম্পন্ন ব্লকে ভাগ করে প্রত্যেক ব্লকে নির্বিচার বা দৈবায়িত পদ্ধতিতে চর্যা প্রয়োগ করা হয় তাকে নির্বিচার ব্লক নকশা বলে।
১২. ল্যাটিন বর্গ নকশা বলতে কী বুঝ?
উত্তর : যে পরীক্ষণ নকশায় চর্যার সমান সংখ্যক সারি ও কলামে বিভক্ত করে চর্যাগুলোকে এমনভাবে প্রয়োগ করা হয় যেন এক একটি কলাম বা সারিতে একটির বেশি চর্যা সন্নিবেশিত না হয় তাকে ল্যাটিন বর্গ নকশা বলে।
১৩. সম্পূর্ণ দৈবায়িত নকশা কী?
উত্তর : যে সরলতম পরীক্ষণ নকশায় পরীক্ষণ একক
গুলোতে সম্পূর্ণ দৈবায়িতভাবে চর্যাগুলো প্রয়োগ করা হয় ও নিয়ন্ত্রণ যোগ্য পারিপার্শ্বিক অবস্থাগুলো যতদূর সম্ভব সম অবস্থায় আনা হয় তাকে সম্পূর্ণ দৈবায়িত নকশা বলে।
১৪. ANOVA টেবিল বলতে কী বুঝ?
উত্তর : ANOVA পরীক্ষার ফলাফলগুলো একটি সারণি আকারে প্রদর্শিত হয় যা একটি ANOVA টেবিল নামে পরিচিত।
১৫. ANOVA-এর পূর্ণরূপ কী?
উত্তর : ANOVA -এর পূর্ণরূপ হলো - Analysis of Variance.
১৬. DMRT-এর পূর্ণরূপ কী?
উত্তর : DMRT-এর পূর্ণরূপ হলো- Duncan's Multiple Range Test.
১৭. TSS- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : TSS এর পূর্ণরূপ হলো- Total Sum of squares.
খ-বিভাগ
০১. ভেদাংক বিশ্লেষণ বলতে কী বুঝ?
০২. RBD- এর বৈশিষ্ট্য ও সুবিধা লিখ।
০৩. F-test কী? এর ব্যবহার লিখ।
০৪. CRD ও RBD-এর মধ্যে পার্থক্য লিখ ।
০৫. RBD ও LSD-এর মধ্যে পার্থক্য লিখ ।
০৬. RBD-এর সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
গ-বিভাগ
০১. পরীক্ষণ নকশা কী? পরীক্ষণ নকশার প্রকারভেদ আলোচনা কর।
০২. ল্যাটিন বর্গ নকশা কী? এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে লিখ।
০৩. পার্থক্য লিখ : দৈবায়িত ব্লক নকশা ও ল্যাটিন বর্গ নকশা।