সূচনা । ১ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সূচনা । ১ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সূচনা । ১ম অধ্যায়। Biodiversity and Evolution  ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
সূচনা । ১ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১ম অধ্যায়:- সূচনা

ক-বিভাগ 

 

০১. সর্বপ্রথম কে Biodiversity শব্দের প্রবর্তন করেন?

অথবা, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রবর্তন করেন?

উত্তর : E.A. Norse এবং R.E. Me Manus (1980) সালে।

০২.জীবন কী? 

উত্তর :বৃদ্ধি, প্রজনন, পরিব্যাপ্তি, অভিব্যাপ্তি, অনুভূতিসম্পন্ন প্রোটোপ্লাজম নামক এক প্রকার জটিল জৈব বস্তুর বিকশিত শক্তিকে জীবন  বলে। 

০৩. বাস্তুতন্ত্র বৈচিত্র্য কাকে বলে? 

উত্তর : একটি বিরাট অঞ্চল জুড়ে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র বা ইকোসিস্টেম বলে।

০৪.জীববৈচিত্র্য কী? 

অথবা, বায়োডাইভারসিটির সংজ্ঞা দাও।

অথবা, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও।

উত্তর : ভূ-উপরিস্থ, সামুদ্রিক, অন্যান্য জলাভূমি ও যেকোনো বাস্তুতন্ত্রে অবস্থিত জীবসমূহে বিদ্যমান বিভিন্ন আঙ্গিকের বৈচিত্রকে জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি বলে।

०৫. জীববৈচিত্র্য কত প্রকার ও কী কী?

উত্তর : তিন প্রকার। যথা-

(ক) প্রজাতিগত বৈচিত্র্য,

(খ) বংশগতীয় বৈচিত্র্য ও

(গ) পরিবেশতান্ত্রিক বৈচিত্র্য ।

০৬. প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে? 

অথবা, স্পেসিস ডাইভারসিটি কী?

উত্তর :কোনো সম্প্রদায়ে বিদ্যমান বা একই প্রজাতির জীবের মধ্যে যে বিভিন্নতা বা শ্রেণিবিন্যাসগত বৈচিত্র্য দেখা যায়, তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে।

০৭. বংশগতীয় বৈচিত্র্য কাকে বলে।

উত্তর : কোনো কারণে (যেমন- মিউটেশন) কোনো একটি জীবের জিনের গঠন এ বিন্যাসে পরিবর্তন হয়ে নতুন প্রজাতির উদ্ভব হলে ঐ জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বংশগতীয় বৈচিত্র্য বলে।

০৮. পরিবেশগত বা পরিবেশতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে?

উত্তর : পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে যে বৈচিত্র্য বিদ্যমান বা দেখা যায়, তাকে পরিবেশগত বা পরিবেশতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়।

০৯.প্রজাতি কী? 

অথবা, স্পেসিস কী?

অথবা, প্রজাতির সংজ্ঞা দাও।

উত্তর : প্রজাতি হলো একই জীবগোষ্ঠীভুক্ত স্বতন্ত্র জীবের সমষ্টি যারা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে ও জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম।

১০. তিনটি বৃহৎ জীববৈচিত্র্যের দেশ-এর নাম লেখ।

উত্তর : তিনটি বৃহৎ জীববৈচিত্র্যের দেশ এর নাম হলো: ব্রাজিল, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া।

১১. প্রজাতি বৈচিত্র্য কাকে বলে?

উত্তর : সমগ্র পৃথিবীতে বর্তমানে বিরাজমান উদ্ভিদসমূহের মোট প্রজাতির সংখ্যার পরিমাণকে প্রজাতি বৈচিত্র্য বলা হয়।

১২. উদ্ভিদ বৈচিত্র্য কী?

উত্তর: উদ্ভিদ প্রজাতিসমূহের মধ্যে আকার, আকৃতি,প্রকৃতি, বাসস্থান, প্রজনন, জীবন পদ্ধতি, বিস্তৃতি ইত্যাদির |বৈচিত্র্য এবং শ্রেণিগত ভিন্নতাকেই উদ্ভিদ বৈচিত্র্য বলে।

১৩. জীববৈচিত্র্যের কেন্দ্র কাকে বলে? 

অথবা, উদ্ভিদ বৈচিত্র্যের কেন্দ্র কাকে বলে?

উত্তর: যেসকল অঞ্চলে প্রচুর জীববৈচিত্র্য (উদ্ভিদ বৈচিত্র্য) আছে এবং যে অঞ্চলগুলো সংরক্ষণ করলে পৃথিবীর অধিকাংশ জীবের (উদ্ভিদ) প্রজাতি সংরক্ষিত থাকবে সেই সকল অঞ্চলকে জীববৈচিত্র্যের (উদ্ভিদ বৈচিত্র্যের) কেন্দ্র বলা হয়।

১৪. বৃহৎ বৈচিত্র্যের দেশ কাকে বলে?

উত্তর: যে সকল দেশ সকল ধরনের জীব বৈচিত্র্যে। অত্যন্ত সমৃদ্ধ সেই সকল দেশকে বৃহৎ বৈচিত্র্যের দেশ বলা হয়। যেমন- ভারত, চীন প্রভৃতি

১৫. আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে কী বুঝ?

উত্তর: একই প্রজাতির অন্তর্গত দুই বা ততোধিক প্রজাতির মধ্যে বিভিন্নতাকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়।

১৫. Ecosystem বা বাস্তুতন্ত্র কী?

উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ও জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা সমষ্টিগত একককে Ecosystem বা বাস্তুতন্ত্র বলে।

১৭.Community বা সম্প্রদায় কাকে বলে?

উত্তর : একইসাথে অবস্থানরত পরস্পর নির্ভরশীল এক প্রজাতিকে একত্রে Community বা সম্প্রদায় বলে।

১৮.এন্ডেমিজম বলতে কী বুঝ? 

উত্তর : কোনো প্রজাতি, গণ বা গোষ্ঠীর উদ্ভিদের কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে অবস্থান ও তার বাহিরে বিস্তৃত না থাকার ঘটনাকে এন্ডেমিজন বলে।

১৯.বায়োম বা Biome কী?

উত্তর : প্রধানত বিশেষ জলবায়ু কর্তৃক নিয়ন্ত্রিত ও সৃষ্ট এবং বিশেষ ভেজিটেশন ও গণ হিসেবে সংজ্ঞারিত পৃথিবী বা মহাদেশ ভিত্তিক Ecosystem বা বাস্তুতন্ত্রের অঞ্চলকে বায়োম বলে।

২০. এ পর্যন্ত আবিষ্কৃত জীবিত প্রজাতির সংখ্যা কত?

অথবা, পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা কত?

উত্তর : প্রায় পনের লক্ষ।

 

খ-বিভাগ 

 

০১.জীববৈচিত্র্য বলতে কী বুঝ? 

অথবা, জীববৈচিত্র্য সম্পর্কে লিখ।

অথবা, বায়োডাইভারসিটি বলতে কী বুঝ?

জীববৈচিত্র্যের উৎপত্তি আলোচনা কর। 

অথবা, জীববৈচিত্র্য সৃষ্টির কারণগুলো উল্লেখ কর।

০৩.জীব বৈচিত্র্যের উপাদানসমূহের বর্ণনা দাও। 

অথবা, জীববৈচিত্র্যের প্রধান উপাদানসমূহ আলোচনা কর।

 

গ-বিভাগ 

 

০১.জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের প্রেক্ষাপটে জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা কর।

Read more