Plant Biochemistry প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৮)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম :Plant Biochemistry
কোর্স কোড:233005
Read More: HSC Animal Diversitiy and Classification
ক-বিভাগ
(ক) বায়োমলিকুল্স কি? (What is Bio-molecules?)
(খ) অসম্পৃক্ত ফ্যাটি এসিড কী? (What is unsaturated fatty acid?)
(গ) অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলতে কি বুঝ? (What do you mean by essential amino acid?)
(ঘ) প্রোটিন গঠনে পেপটাইড বন্ড কিভাবে সৃষ্টি হয়? (How peptide bonds are created during the formation of proteins?)
(ঙ) লিপিডের রাসায়নিক সংজ্ঞা দাও। (Give the chemical definition of Lipids.)
(চ) ট্রাইগ্লিসারাইড্স কি? (What is triglycerides?)
(ছ) এনজাইম প্রভাবক বলতে কি বুঝ? (What do you mean by enzyme catalyst?)
(জ) আইসোপ্রিনয়েড বলতে কি বুঝ? (What do you mean by isoprenoid?)
(ঝ) হাইড্রোলাইসিস কি? (What is hydrolysis?)
(ঞ) ভিটামিন কেন প্রয়োজন? (Why vitamin is essential?)
ট)ক্রোমাটোগ্রাফি বলতে কি বুঝ? (What do you mean by chromatography?)
(ঠ) অ্যামাইনো এসিডের গাঠনিক সংকেত দাও। (Give the structural formula of amino acids.)
খ-বিভাগ
২। গ্লুকোজ ও সুক্রোজ এর মধ্যে কোনটি বিজারক চিনি এবং কেন?
(Which one of glucose and sucrose is reducing sugar and why?)
৩। ফেনলিক যৌগ কাকে বলে? এর রসায়ন প্রকৃতি আলোচনা কর। (What is called phenolic compounds? Explain its chemical nature.)
৪.অ্যামাইনো এসিডের ধর্ম লিখ (Write down the properties of amino acids.)
৫.α-জারণ ও B-জারণের পার্থক্য লিখ।
(Write down the difference between αoxidation and B-oxidation.)
৬.ভিটামিন-C এর প্রাণ রাসায়নিক গঠন ও শারীরতাত্ত্বিক ভূমিকা লিখ।
(Write down the biochemical structure and physiological role of vitamin-C.)
৭.এনজাইমের তালা চাবি মতবাদটি লিখ।
(Write down the lock and key theory of enzymes.)
৮.টারপিনয়েডের কাজগুলো আলোচনা কর ।
(Discuss the function of terpenoids.)
৯। Riboflavin এর অভাবজনিত লক্ষণ ও কাজ উল্লেখ কর।
(Mention the deficiency symptoms and fuctions of Riboflavin.)
গ-বিভাগ
১০। গাঠনিক ফর্মুলাসহ ৬-কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের B-জারণ পদ্ধতি বর্ণনা কর।
(Describe the process of ẞ-oxidation of six-carbon fatty acid with structural formula.)
১১। (ক) Vitamin-D এর গঠন, কাজ ও অভাবজনিত লক্ষণ আলোচনা কর।
(Discuss the structure, functions and deficiency symptoms of vitamin-D.)
(খ) ফ্লাভিনয়েডের গুরুত্ব আলোচনা কর।
(Discuss the importance of Flavinoids.)
১২। (ক) মানব কল্যাণে ব্যবহৃত তিনটি উল্লেখযোগ্য অ্যালকালয়েডের উপকারী ভূমিকা আলোচনা কর । (Describe the role of three special alkaloids which is significantly helpful in human body.)
(খ) মানব দেহে প্রোটিনের গুরুত্ব বর্ণনা কর। টি
(Describe the importance of protein in human body.)
১০। উদ্ভিদে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাণরাসায়নিক দ্রব্যের নাম ও বিস্তৃতি লিখ।
(Write down the names and distribution at different types of biochemical substances in plants.)
১৪। উদ্ভিদে টারপিনয়েডের জৈব সংশ্লেষণের গতিপথ বর্ণনা কর।
(Describe the path of terpeniod bio-synthesis in plants.)
১৫। (ক) ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা কর।
(Describe the fluid mosaic model with structure.)
(খ)
উদাহরণসহ যুগ্ম প্রোটিনের শ্রেণিবিন্যাস ব্যাখ্যা কর।
(Explain the classification of conjugated proteins with example.)
১৬। আণবিক গঠন ও আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটের শ্রেণিবিন্যাস ব্যাখ্যা কর।
(Explain the classification of carbohydrates regarding molecular structure and hydrolysis.)
১৭। টীকা লিখ (যে-কোনো দুটি) :
Write short notes (any two) :-
(ক) শ্বেতসার ও গ্লাইকোজেন
(খ) যুগ্ম প্রোটিন
(গ) এনজাইমের নামকরণ।