আগাছা (WEEDS) ।৬ষ্ঠ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আগাছা (WEEDS) ।৬ষ্ঠ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আগাছা (WEEDS) ।৬ষ্ঠ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
আগাছা (WEEDS) ।৬ষ্ঠ অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায়(০৬) আগাছা (WEEDS)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) 

০১. আগাছার সংজ্ঞা দাও। 

অথবা, Weed বা আগাছা কী?

অথবা, আগাছা বলতে কী বুঝ?

উত্তর : যে সকল অবাঞ্ছিত উদ্ভিদ ফসলের ক্ষেতে জন্মে

থাকে তাদেরকে Weed বা আগাছা বলে ।

 ০২: কয়েকটি আগাছার নাম লিখ ৷

উত্তর : বথুয়া, দুর্বা, শ্যামা, কাটনটে, চাপরা প্রভৃতি 

০৩. দুটি জলজ আগাছার নাম লিখ ।

উত্তর : দুটি জলজ আগাছার নাম হলো-

১. কচুরিপানা- Eichhrnia crassipes,

২. টোপাপানা- Pistia stratiotes.

 

 ০৪. কয়েকটি বর্ষজীবী আগছার নাম লিখ ।

 

অথবা, চারটি একবর্ষজীবী আগাছার নাম লেখ ।

উত্তর : শকনটে, কাঁটানটে, চাপড়া, বথুয়া ইত্যাদি 

 

 ০৫. একটি আগাছা উদ্ভিদের বাংলা ও বৈজ্ঞানিক নাম লিখ । 

উত্তর : একটি আগাছা উদ্ভিদের বাংলা নাম দুর্বা ও

বৈজ্ঞানিক নাম : Cynodon dactylon.

০৬. দ্বিবর্ষজীবী আগাছা কী?

উত্তর : এক বছরের বেশি কিন্তু দুই বছরের মধ্যে যেসব

আগাছা জীবনচক্র শেষ করে তাদেরকে দ্বিবর্ষজীবী

আগাছা বলে ।

০৭. বহুবর্ষজীবী আগাছা কী?

উত্তর : যে সকল আগাছা তার জীবনচক্রে দুই এর অধিক

সময়ে সম্পন্ন করে তাদের বহুবর্ষজীবী আগাছা বলে ।

০৮: আগাছার ক্ষতিকারক দিকগুলো কী কী?

উত্তর : কীটপতঙ্গ ও রোগের আশ্রয়স্থল, ফলন হ্রাস,

জমির বিক্রয়মূল্য হ্রাস, ফসল উৎপাদন খরচ বৃদ্ধি,

পরোপজীবী ক্রিয়া, পানির জন্য প্রতিযোগিতা ইত্যাদি ।

০৯. আগাছার উপকারী দিকগুলো কী?

উত্তর : সবুজসার, মানুষের খাদ্য, ঔষধরূপে ব্যবহার,

মাটির ক্ষয় হ্রাস, জৈব পদার্থের বৃদ্ধি সাধন ইত্যাদি ।

১০. আগাছা প্রতিকারের পদ্ধতি কয়টি?

উত্তর : আগাছা প্রতিকারের পদ্ধতিকে ৪ ভাগে ভাগ করা

হয়। যথা- ১. যান্ত্রিক পদ্ধতি, ২. রাসায়নিক পদ্ধতি,

৩. জৈবিক পদ্ধতি ও ৪. কালচারাল পদ্ধতি।

 

১১. আগাছা নাশক কী? 

উত্তর : যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োগ করে আগাছা

দমন করা হয় সেগুলোকে আগাছা নাশক বলে। যেমন-

2, 4-D Ronstar প্রভৃতি ।

১২. . কয়েকটি আগাছা নাশকের নাম লিখ ।

 

উত্তর : বেলাড্রেক-তডুরন, মনোরন DNBP, NNAP,

প্ৰপানিল ইত্যাদি ।

১৩.নির্বাচিত আগাছানাশক কাকে বলে? 

অথবা, নির্বাচিত আগাছা নাশক বলতে কী বুঝ ?

 

উত্তর : যে সকল আগাছানাশক প্রয়োগ করে বিশেষ বিশেষ

প্রজাতির আগাছা ধ্বংস সাধন করা যায় তাকে নির্বাচিত

আগাছানাশক বলে । যেমন- 2, 4, D, F-34 প্রভৃতি।

 

১৪. অনির্বাচিত আগাছানাশক বলতে কী বুঝ? 

উত্তর : যে সকল আগাছানাশক দ্বারা বিভিন্ন ধরনের

আগাছা ধ্বংস করা যায় তাদের অনির্বাচিত আগাছানাশক

বলে । যেমন- মিথাইল ব্রোমাইড, সোডিয়াম ক্লোরেট।



১৫. কৃমিনাশক একটি আগাছার নাম লিখ ।

উত্তর : কৃমিনাশক একটি আগাছার নাম হলো- বেতো বা

বেথুয়া- Chenopodium album.

১৬. আগাছা দমনের জৈবিক পদ্ধতি বলতে কী বুঝ ?

উত্তর : যে পদ্ধতিতে প্রাকৃতিক জীবের (যেমন- পতঙ্গ,

প্যাথোজেন, ইত্যাদির) মাধ্যমে আগাছা দমন করা হয়

তাকে জৈবিক পদ্ধতি বলে ৷

১৭. জৈব পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণের সুবিধা কী?

অথবা, জৈবিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণের সুবিধা লেখ ৷

উত্তর : জৈবিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণের সুবিধা

হচ্ছে- এতে খরচ অপেক্ষাকৃত কম, তুলনামূলকভাবে

দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব ।

১৮. হার্বিসাইড কী? 

উত্তর : যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োগ করলে

প্রধানত আগাছা উদ্ভিদের বিনাশ ঘটে, কিন্তু ফসলের

ক্ষতি হয় না তাদেরকে হার্বিসাইড বলা হয় ।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

 

০১.বর্ষজীবী, দ্বিবর্ষজীবী ও বহুবর্ষজীবী আগাছা বলতে কী বুঝ ?

 

০২.আগাছার বৈশিষ্ট্য লিখ।

 

অথবা, আগাছা বলতে কী বুঝ? আগাছার বৈশিষ্ট্য লিখ।



অথবা, আগাছা কী? এর বৈশিষ্ট্য লিখ।

 

০৩.চারটি আগাছা উদ্ভিদের বাংলা ও উদ্ভিদতাত্ত্বিক নাম লিখ। 

অথবা, পাঁচটি আগাছার বৈজ্ঞানিক নাম লিখ ।

অথবা, আগাছা দমনের যান্ত্রিক ও কালচারাল পদ্ধতি আলোচনা কর।

০৪.আগাছা থেকে কি কি উপকার পাওয়া যায়? 

০৫.রাসায়নিক সংকেতসহ তিনটি নির্বাচিত আগাছা নাশকের নাম লিখ। 

০৬.কৃষি জমিতে আগাছা দমন পদ্ধতি আলোচনা কর। 

অথবা, আগাছা দমন পদ্ধতি বর্ণনা কর।



গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

০১.আগাছা কী? আগাছার উপকারিতা ও অপকারিতাসমূহ লিখ । 

০২.আগাছা প্রতিরোধের উপায়গুলো লিখ।

০৩.আগাছার ক্ষতিকর প্রভাব বর্ণনা কর। 

অথবা, আগাছা দ্বারা ফসলী উদ্ভিদের যেসব ক্ষতি সাধিত হয় তা লিখ ।

অথবা, আগাছার অপকারী দিকসমূহ আলোচনা কর ।

 

০৪.টীকা লিখ : 

(ক) আগাছার উপকারী প্রভাব;

(খ) হার্বিসাইডস;

(গ) হার্বিসাইড প্রয়োগ পদ্ধতি;

(ঘ) হার্বিসাইড ব্যবহারের সুবিধা ও অসুবিধা ও

(ঙ) সুনির্বাচিত ও অনির্বাচিত হার্বিসাইডস।



০৫। আগাছা দমনের যান্ত্রিক ও কালচারাল পদ্ধতি আলোচনা কর।

read more: 5th chapter of agronomy