ব্যাকক্রস ব্রিডিং । ১০ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ব্যাকক্রস ব্রিডিং । ১০ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ব্যাকক্রস ব্রিডিং । ১০ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ব্যাকক্রস ব্রিডিং । ১০ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১০ম অধ্যায়:- ব্যাকক্রস ব্রিডিং

ক-বিভাগ 

০১. ব্যাকক্রস বলতে কী বুঝ? 

অথবা, ব্যাকক্রস কী?

উত্তর : প্রথম অপত্য জনুর (F) জীবকে তার যেকোনো একটির প্রজনকের (পিতা বা মাতা) সাথে ক্রস করানো হলে ঐ জনকে ব্যাকডস বলে।

০২. ব্যাকক্রস ব্রিডিং কী? 

উত্তর: F, জনুর সাথে পিতা বা মাতার বার বার করে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে ব্যাকক্রস ব্রিডিং বলা হয়।

০৩. ব্যাকক্রস পদ্ধতি কি কাজে ব্যবহৃত হয়?

উত্তর : এক ভ্যারাইটি হতে অন্য এক ভ্যারাইটিতে রোগ প্রতিরোধী বৈশিষ্ট্য স্থানান্তরে কাজে ব্যবহৃত হয়।

০৪. ব্যাকক্রস বিডিং পদ্ধতিতে রোগপ্রতিরোধী দুইটি জাতের উদাহরণ দাও।

উত্তর : ব্যাকরল ব্রিডিং পদ্ধতিতে রোগপ্রতিরোধী দুইটি জাতের উদাহরণ হলো (i) Triticum aestivum (i) Secale cereale

০৫. আইসোজেনিক সারি কী? 

উত্তর : একটি জিন ছাড়া জেনোটাইপের দিক দিয়ে সারিসমূহ একই রূপ হলে তাদেরকে আইসোজেনিক সারি বলে।

০৬. ব্যাকডক্রস ব্রিডিং এর ব্যবহারগুলো কী কী ?

উত্তর : জার্মপ্লাজম পরিবর্তন, সাইটোপ্লাজম স্থানান্তর, ট্রান্সসিভ সেগ্রিগেশন, আইসোজেনিক পরিসমূহ সৃষ্টি ইত্যাদি।

০৭. ব্যাকক্রস পদ্ধতির জিন স্থানান্তর পদ্ধতির কয়টি ?

উত্তর : দুইটি । যথা: (i) প্রকট জিন স্থানান্তর ও (ii) প্রচ্ছন্ন জিন স্থানান্তর

 

খ-বিভাগ 

 

০১. ব্যাকক্রস ব্রিডিং বলতে কী বুঝ।

০২. ব্যাকক্রস পদ্ধতির জন্য কিভাবে প্রজনন্ত নির্বাচন করা হয় লিখ। 

০৩. ব্যাকরন ব্রিডিং-এর সীমাবদ্ধতা লিখ।

অথবা, ব্যাকডস ব্রিডিং পদ্ধতির সীমাবদ্ধতা উল্লেখ কর।

অথবা, ব্যাকক্রস ব্রিডিং এর সীমাবদ্ধতা কী?

০৪. ব্যাকক্রস পদ্ধতির প্রকট ও প্রচ্ছন্ন জিন স্থানান্তরের পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ ।

০৫. ব্যাক ক্রস পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ বর্ণনা কর। 

অথবা, ব্যাকরস ব্রিডিং-এর ব্যবহার লিখ।

অথবা, ব্যাকরস ব্রিডিং এর গুরুত্ব ব্যাখ্যা কর।

অথবা, ব্যাকক্রস ব্রিডিং এর সুবিধাসমূহ লিখ।

 

গ-বিভাগ

 

০১. ব্যাকক্রস পদ্ধতির প্রায়োগিক ক্ষেত্রসমূহ বর্ণনা কর। 

০২. উদাহরণসহ আন্তঃগণ সংকরায়নের মাধ্যমে গমের পাতায় মরিচাপড়া রোগমুক্ত জাত উদ্ভাবন পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, উপযুক্ত উদাহরণসহ রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনের পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, ব্যাকব্রুস ব্রিডিংয়ে একট জীন স্থানান্তর পদ্ধতিটি সম্পর্কে লিখ।

অথবা, প্রকট জিন স্থানান্তরের জন্য ব্যাকক্রস পদ্ধতি বর্ণনা কর। 

০৩. ব্যাকক্রস পদ্ধতির পরিবর্তনের বিভিন্ন পন্থাগুলো বর্ণনা কর। 

০৪. সংকরায়ণ পদ্ধতি সংজ্ঞা দাও। প্রচ্ছন্ন জিন স্থানান্তরে পশ্চাস সংকরায়ন প্রক্রিয়ার বিবরণ দাও। 

অথবা, ব্যাকরস ব্রিডিং কী? রোগ প্রতিরোধক্ষম প্রচ্ছন্ন জিন স্থানান্তর পদ্ধতি বর্ণনা কর।

অথবা, প্রাচ্ছন্ন জিন স্থানান্তরের জন্য ব্যাকডস পদ্ধতি বর্ণনা কর।

Read More: 9th chapter