উদ্ভিদ প্রবর্তন ও অভিযোজন । ১১তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

উদ্ভিদ প্রবর্তন ও অভিযোজন । ১১তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

উদ্ভিদ প্রবর্তন ও অভিযোজন । ১১তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
উদ্ভিদ প্রবর্তন ও অভিযোজন । ১১তম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১১তম অধ্যায়:- উদ্ভিদ প্রবর্তন ও অভিযোজন

ক-বিভাগ 

 

০১. উদ্ভিদ প্রবর্তন কী? 

উত্তর: কোনো এলাকা থেকে নতুন ফসল বা কোনো ফসলের জাত বা বুনো আত্মীয় নতুন কোনো এলাকার ভিন্ন পরিবেশে আনয়ন করাকে উদ্ভিদ প্রবর্তন বলে।

০২. উসি অভিযোজন কী? 

উত্তর : প্রবর্তিত নতুন জাত বা ফসলকে নতুন এলাকার পরিবর্তিত পরিবেশ খাপ খাওয়ানোকে উদ্ভিদ অভিযোজন বলে।

০৩. উদ্ভিদ প্রবর্তনের উদ্দেশ্যগুলো কী কী?

উত্তর : কৃষি, বনরক্ষণ এবং শিল্পে ব্যবহার, ফসলের জাতসমূহ উরুন, জার্মপ্লাজম সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন ইত্যাদি।

০৪. উদ্ভিদের অভিযোজনের শর্তসমূহ কী কী?

উত্তর : পরাগায়ন প্রক্রিয়া, আদি উদ্ভিদ সমষ্টিতে কৌলিক পরিবৃত্তীয় মাত্রা ও উদ্ভিদের জীবনচক্র কাল।

০৫. কোয়ারেন্টাইন কী? 

উত্তর : প্রবর্তিত উদ্ভিদ থেকে যেনো কোনো নতুন রোগ বা কীটপতঙ্গ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য উদ্ভিদ বা উদ্ভিদাংশ বা জীবসমূহকে পৃথক করে রাখাকে কোয়ারেন্টাইন বলা হয়।

০৬. উদ্ভিদ প্রবর্তন প্রণালিগুলো কী কী?

উত্তর : প্রবর্তিত গাছসমূহের প্রকৃতি, উদ্ভিদ সংগ্রহের স্থান, সংগ্রহের মাধ্যম, মোড়ক করা, কোয়ারেন্টাইন, তালিকাভুক্তকরণ, মূল্যায়ন ও ব্যবহার।

০৭. BADC-এর পূর্ণরূপ কী? 

উত্তর : BADC-এর পূর্ণরূপ হলো Bangladesh Agricultural Development Corporation.

০৮. IBP-এর পূর্ণরূপ কী?

উত্তর : IBP-এর পূর্ণরূপ হলো International Biology Progrees.

 

খ- বিভাগ

 

০১. উদ্ভিদ প্রবর্তন বলতে কী বুঝ? 

০২. উদ্ভিদ অভিযোজন বলতে কী বুঝ? 

০৩.উদ্ভিদ প্রবর্তনের সুবিধা-অসুবিধাগুলো লিখ।

গ-বিভাগ 

 

০১. উদ্ভিদ প্রবর্তনের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। 

০২. উদ্ভিদ প্রবর্তন বলতে কী বুঝ? উদ্ভিদ প্রবর্তন প্রণালী বর্ণনা কর। 

অথবা, উদ্ভিদ প্রবর্তন প্রণালি বর্ণনা কর।

০৩. অন্য দেশের একটি উদ্ভিদকে এদেশে প্রবর্তনের জন্য তুমি কি প্রক্রিয়া অনুসরণ করবে লেখ। 

Read more: 10th chapter