ভূ-ভাগস্থ পানির ভৌত প্রভাবক । ৪র্থ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূ-ভাগস্থ পানির ভৌত প্রভাবক । ৪র্থ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
![ভূ-ভাগস্থ পানির ভৌত প্রভাবক । ৪র্থ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।](https://smartlearningapproach.com/uploads/images/202412/image_870x_674efb97e30c4.jpg)
৪র্থ অধ্যায়:- ভূ-ভাগস্থ পানির ভৌত প্রভাবক
ক- বিভাগ
১.পানির ঘনত্ব কী?
উত্তর : তাপ, চাপ ও পানিতে দ্রবীভূত পদার্থের পরিমাণকে একত্রে পানির ঘনত্ব বলে ।
২. Cohesion কী?
অথবা, সংসক্তি কাকে বলে।
উত্তর : একই পদার্থের একটি অণু অন্য একটি অণুর সাথে সংযুক্ত হবার যে আসক্তি বা প্রবণতা তাকে (Cohesion) বলে ।
৩. Adhesion কী?
অথবা, আসঞ্জন বলতে কী বুঝ?
উত্তর : একটি অণু অন্য একটি অণুর সাথে লেগে থাকার যে সামর্থ্য বা ক্ষমতা তাকে আসঞ্জন (Adhesion) বলে ।
৪. প্লিউস্টোন বলতে কী বুঝ?
উত্তর : পানির পৃষ্ঠ প্রসারণ, হ্রদ বা অন্যান্য জলাশয়ের নিচের অঞ্চলে যেখানে পানি বাতাসের স্তরের সাথে মিলিত অবস্থায় থাকে এবং সেখানে একটা বিশেষ জীব সম্প্রদায় গঠনে সহায়তা করাকে প্লিউস্টোন বলে।
৫. নিউস্টন বলতে কী বুঝ?
উত্তর : পানির পৃষ্ঠ প্রসারণ হ্রদ বা অনান্য জলাশয়ের উপরি অঞ্চলে যেখানে পানি বাতাসের স্তরের সাথে মিলিত অবস্থায় থাকে এবং সেখানে একটা বিশেষ জীব সম্প্রদায় গঠনে সহায়তা করে থাকে তাকে নিউস্টন বলে।
৬. পৃষ্ঠটান বলতে কী বুঝ?
অথবা, পৃষ্ঠ প্রসারণ কাকে বলে?
উত্তর : পানির অণুগুলোর মাঝে যে quasi-polymeric বন্ধন থাকে তা পৃষ্ঠদেশে বাতাসের স্তর দ্বারা বাধা প্রাপ্ত হয়। ফলে মধ্যবর্তী (বাতাস এবং পানির পৃষ্ঠভাগ) অঞ্চলে আণবিক আকর্ষণগুলো অসংযত অবস্থায় বিরাজ করে। ফলে পানি পৃষ্ঠদেশে তার নিজের দিকে একটা টানের (adhesion) সৃষ্টি করে । এই টান সমগ্র পানির উপরিতলে বিরাজ করে থাকে যাকে পৃষ্ঠটান বা পৃষ্ঠ প্রসারণ বলে ।
৭. Viscosity (সান্দ্রতা) কী?
উত্তর : পানি গড়িয়ে যাবার সময় ঘর্ষণজনিত কারণে তলের সাথে যে বাধার সম্মুখীন হয় তার পরিমাপকে সান্দ্রতা বলে ।
৮. তাপের স্তরায়ন কী?
উত্তর : গভীর হ্রদের বিভিন্ন গভীরতায় পানির তাপের যে তারতম্য পরিলক্ষিত হয় তাকে তাপের স্তরায়ন বলে ।
৯. পানির টার্ন ওভার কী?
অথবা, পানির ওলট-পালট কী?
উত্তর : একটি হ্রদের বিভিন্ন স্তরের মধ্যে যে মিশ্রণ ঘটে তাকেই পানির ওলট-পালট বা টার্ন ওভার বলে ।
১০. সিচে ( Seich) কি?
উত্তর : সাময়িক তরঙ্গ পদ্ধতিতে যখন কোনো জলাশয়ের সমগ্র জলরাশি অথবা কোনো বিশেষ স্তর আর একটি স্তরের উপর দুলতে থাকে তখন ঐ ঘটনাকে সিচে (Seich) বলা হয়।
১১. সীচেস কী?
উত্তর :সীচেস শব্দটি ফরাসি প্রতিশব্দ ‘ seche’ থেকে নেওয়া হয়েছে যার অর্থ শুষ্ক। সিচেস হলো হ্রদের এক পাশে পানি-স্তর নেমে যাবার ফলে শুকিয়ে যাওয়া অবস্থা হ্রদের পৃষ্ঠদেশে যখন একাধারে একদিকে বায়ু প্রবাহ হতে থাকে তখন বাতাসের অনুকূলের দিকের কিনারে পানি স্তূপীকৃত হয়। এই স্তূপীকৃত পানি বাতাসের গতিবেগ পড়ে যাবার সাথে সাথে মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে চাপ সৃষ্টি করে এবং পুনরায় সমতা আনার জন্য নিচে নেমে যেতে থাকে, ফলে স্তূপীকৃত পানির তলদেশে মিশ্রণ ঘটে এবং স্রোতের সৃষ্টি হয়। এ ধরনের মিশ্রণকে সীচেস বলা হয়।
১২. ল্যাংমুর ঘূর্ণন কী?
উত্তর : হ্রদের উপর দিয়ে প্রবল বেগে বাতাস চলবার সময় পানিতে যে ঘূর্ণনের সৃষ্টি হয়, তাকে ল্যাংমুর ঘূর্ণন বলে।
১৩. বেনথিক অঞ্চল বলতে কী বুঝ?
উত্তর : বেনথিক অঞ্চল হলো - যেকোনো জলাশয়ের একটি পরিবেশগত অঞ্চল। এটি প্রধানত সমুদ্রের তল বা তলদেশের উপরিভাগ নিয়ে গঠিত।
১৪. থার্মোক্লাইন অঞ্চল কী?
উত্তর : থার্মোক্লাইন অঞ্চল হলো জলের গভীরতার সাথে দ্রুত তাপমাত্রা পরিবর্তনের একটি অঞ্চল।এটি মূলত একটি হ্রদ, মোহনা বা একটি মহাসাগরে বিভিন্ন তাপমাত্রার জলের দুটি স্তরের মধ্যে সীমানা।
খ-বিভাগ
১. সান্দ্রতা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
২. পৃষ্ঠটান কী? এর জৈবিক গুরুত্ব আলোচনা কর।
৩. ল্যাংমুরের ঘূর্ণন কি? ব্যাখ্যা কর।
অথবা, ল্যাংমুর ঘূর্ণন বলতে কী বুঝ?
৪. পানির ওলট-পালট বলতে কি বুঝ?
৫. পার্থক্য লিখ : প্রোফান্ডাল ও থার্মোক্লাইন অঞ্চল।
৬. শীতকাল ও গ্রীষ্মকালে তাপমাত্রার যথেষ্ট পার্থক্যের ফলে পানির ওলট- পালট হয়- ব্যাখ্যা কর।
গ- বিভাগ
১. ভূ-ভাগস্থ পানির ভৌত প্রভাবকসমূহ বর্ণনা কর।
২. উৎপাদনশীলতার উপর ভৌত প্রভাবকসমূহের ভূমিকা লিখ ।
৩. তাপের স্তরায়নসমূহ আলোচনা কর।
৪. টীকা লিখ :
(ক) এডহেসন ও কোহেসন;
(খ) সান্দ্রতা;
(গ) পানির বর্ণ;
(ঘ) ওভারটার্ন।
(ঙ) ঘোলাত্ব
অথবা, পানির ঘোলাত্ব।