ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্য । ৫ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্য । ৫ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্য । ৫ম  অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্য । ৫ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৫ম অধ্যায়:- ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্য

ক-বিভাগ

 

১. অক্সিজেন পাল্ম কী? 

উত্তর : পানির অক্সিজেন সমাহরণ সারাদিনে যে পরিমাণে উঠা নামা করে তাকে অক্সিজেন পাল্ম বলা হয় ।

২. অক্সিজেনে ক্লাইনোগ্রেড কার্ড বলতে কী বুঝ?

উত্তর : গ্রীষ্মকালীন স্তরীভূত অবস্থায় পানির তাপমাত্রা এপিলিমনিয়ন অঞ্চলে বেশি থাকে, মেটালিমনিয়ন অঞ্চলে হঠাৎ হ্রাস পেতে থাকে ও হাইপোলিমনিয়ন অঞ্চলে আরো কম থাকে। এ অবস্থায় শুধুমাত্র তাপমাত্রার উপর ভিত্তি করে অক্সিজেনে কার্ভ তাপমাত্রা কার্ভের উল্টা হওয়ার কথা, কিন্তু তা না হয়ে বহু ক্ষেত্রে অক্সিজেন কার্ড তাপমাত্রা কার্ভের হুবহু প্রতিলিপি থাকে। এ অবস্থায় এপিলিমনিয়ন অঞ্চলে অক্সিজেন সবচেয়ে বেশি থাকে। মেটালিমনিয়ন অঞ্চল হতে অক্সিজেন হঠাৎ খাড়া ভাবে কমতে থাকে। হাইপোলিমনিয়ন অঞ্চলে অক্সিজেন অতি সামান্য থাকে অথবা থাকে না। এ ধরনের অক্সিজেন কার্ভকে অক্সিজেন ক্লাইনোগ্রেড কার্ভ বলা হয় ।

৩.  অক্সিজেনের ধনাত্মক হেটারোগ্রেড বলতে কী বুঝ?

উত্তর : অর্থোগ্রেড ও ক্লাইনোগ্রেড কার্ড ছাড়াও অনেক ক্ষেত্রে মেটালিমনিয়ন অঞ্চলে সবচেয়ে বেশি এবং কোনো কোনো সময় সর্বনিম্ন অক্সিজেন উপস্থিত থাকে । মেটালিমনিয়ন অঞ্চলে সবচেয়ে বেশি অক্সিজেন পাওয়া গেলে যে কার্ভ উৎপন্ন হয় তাকে ধনাত্মক হেটারোগ্রেড বলা হয় ।

৪. মৃদু জাতীয় জলাশয় বলতে কী বুঝ?

উত্তর : এ ধরনের জলাশয়গুলোর পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম জাতীয় যৌগিক পদার্থ দ্রবীভূত অবস্থায় (ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট) কম থাকে। পূর্ণ সংযুক্ত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রতি লিটার পানিতে ৫ সি. সি-র ঊর্ধ্বে যায় না। এ জলাশয়গুলোতে উৎপাদন কম হওয়ায় এগুলো অনুর্বর হয়ে থাকে ।

৫. খর পানির জলাশয় বলতে কী বুঝ? 

উত্তর : এ জলাশয়গুলোতে সংযুক্ত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রতি লিটার পানিতে ২২ সি.সি-র ঊর্ধ্বে হয়। সর্বাধিক প্রতি লিটারে ৫০ সি. সি. কিংবা তার চেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইডও পাওয়া যায়। এ শ্রেণির জলাশয়গুলোতে জৈবিক উৎপাদন বেশি হয়।

৬.এসিড হেটারোগ্রেড বণ্টন কাকে বলে?

উত্তর : কোনো কোনো জলাশয়ের pH পানির উপরের স্তর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে কমতে থাকে কিন্তু জলাশয়ের তলদেশের কাছাকাছি গিয়ে pH বাড়তে থাকে। অবশ্য প্রথম অবস্থা থেকে কমে যাওয়া ও পরবর্তীতে আবার বেড়ে যাওয়া সবই pH এর অ্যাসিড স্কেলের দিকে হতে থাকে।

৭. অ্যালক্যালি হেটারোগ্রেড বণ্টন কাকে বলে?

উত্তর : এক্ষেত্রে এপিলিমনিয়ন অঞ্চলে pH প্রায় নিউট্রাল অথবা অ্যালকালাইন থাকে। মেটালিমনিয়ন অঞ্চলে pH বৃদ্ধি পেয়ে তারপর ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। সাধারণত ধনাত্মক হেটারোগ্রেড অক্সিজেন কার্ভের সঙ্গে এই pH সম্পর্ক থাকে । মেটালিমনিয়ন অঞ্চলে অত্যধিক ফটোসিনথেসিস হওয়ায় কার্বন ডাই-অক্সাইড হ্রাস পায় ও pH বৃদ্ধি পায় ।

৮. DO-বলতে কী বুঝ?

অথবা, দ্রবীভূত (O2) অক্সিজেন বলতে কী বুঝ?

উত্তর : পানিতে দ্রবীভূত গ্যাসীয় অক্সিজেনের পরিমাণকে দ্রবীভূত অক্সিজেন (DO) বলে। 

৯. BOD এর পূর্ণরূপ কী? 

অথবা, BOD বলতে কী বুঝ?

উত্তর : Biochemical Oxygen Demand হলো পানিতে পচনশীল জৈব পদার্থ কী পরিমাণে আছে বা পানির গুণ নির্দেশককে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা BOD বলে।

১০. COD কী?

উত্তর : প্রাকৃতিক পানিতে অবস্থিত অজৈব এবং জৈব বস্তু জারিত হয়ে CO2 ও H2O-তে পরিণত হতে যে পরিমাণ O, দরকার হয় তাকে COD বলে।

১১. COD -এর পূর্ণরূপ কী?

উত্তর : COD -এর পূর্ণরূপ Chemical Oxygen Demand.

 

খ- বিভাগ

 

১. পানিতে অক্সিজেন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। 

অথবা, জলাশয়ে O2 কমে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

২. পানিতে অক্সিজেন বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।

অথবা, জলাশয়ে O2 বেড়ে যাওয়ার কারণ কী ব্যাখ্যা কর।

৩. BOD ও COD এরা কিভাবে পানির মানকে তথপ্রভাবিত করে?

৪. BOD এবং COD বলতে কী বুঝ?

অথবা, BOD ও COD ব্যাখ্যা কর।

৫. পানিতে অক্সিজেনের উৎসসমূহ বর্ণনা কর।

 

গ- বিভাগ

 

১. ভূ-ভাগস্থ পানির রাসায়নিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা কর। 

২. হ্রদে অক্সিজেনের উপস্থিতি ও কার্যকলাপ আলোচনা কর। 

৩. গভীর হৃদে অক্সিজেনের উল্লম্ব বিস্তার চিত্রসহ বর্ণনা কর।

অথবা, চিত্রসহ হ্রদের বিভিন্ন ধরনের অক্সিজেন বিস্তার বর্ণনা কর ।

৪. pH কী? মিঠা পানিতে pH এর প্রভাব বর্ণনা কর।

৫. পানিতে বিদ্যমান বিভিন্ন গ্যাসীয় পদার্থের বর্ণনা দাও। 

৬. টীকা লিখ : 

      (i) BOD;

      (ii) COD;

      (iii) N2 চক্রের গুরুত্ব ও 

           অথবা, নাইট্রোজেন চক্র;

      (iv) পেলাজিক কার্বন চক্র।

      (v) পানিতে দ্রবীভূত অক্সিজেন। 

      (vi) হ্রদের নাইট্রোজেন চক্র। 

     (vii) রাসায়নিক অক্সিজেন চাহিদা।

Read more