জিনের সূক্ষ্ম গঠন।৯ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জিনের সূক্ষ্ম গঠন।৯ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. জিনের সূক্ষ্ম গঠনের ধারণা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : জিনের সূক্ষ্ম গঠনের ধারণা প্রতিষ্ঠা করেন আমেরিকানবিজ্ঞানী Seymour Benzer
০২. সিস্ট্রোন (Cistron) কি?
উত্তর : চিরায়ত জিন বা লোকাসকে সিট্রোন (Cistron) বলে ।
০৩ রিকন (Recon) বলতে কী বুঝ?
উত্তর : Cistron-এ পুনর্বিন্যাস এর একককে রিকন(Recon) বলে।
০৪. মিউটন (Muton) কি?
উত্তর : DNA বা Cistron-এর ক্ষুদ্র অংশ যা মিউটেশনেঅংশগ্রহণ করে তাকে মিউটন (Muton) বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
০১.জিন বলতে কি বুঝ? এর অবস্থান লিখ।
০২জিনের সূক্ষ্ম গঠনের এককগুলোর নাম লিখ ও সংজ্ঞা দাও।
০৩পজিটিভ ও নেগেটিভ জিন নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
০৪সিস্ট্রোন ও কম্পোনের মধ্যে পার্থক্য লিখ।
Cistron ও Ricon-এর মধ্যে পার্থক্য লিখ।
(৬)জিনের চিরায়ত ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, জিনের চিরায়ত ধারণাটি বর্ণনা কর।
অথবা, জিনের ক্লাসিক্যাল Concept বা জিনের প্রচলিত ধারণা বা সনাতন/চিরায়ত ধারণা লিখ
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :
০১জিনের গঠন সম্পর্কিত সনাতনী ও আধুনিক ধারণা বর্ণনা কর।
অথবা, জিনের গঠন সম্পর্কিত সনাতনী ও আধুনিক ধারণা বর্ণনা কর।
অথবা, জিনের গঠন সম্পর্কিত সনাতনী ও আধুনিক ধারণা ব্যাখ্যা কর।
০২ জিনের আধুনিক ধারনা বলতে কি বুঝ? আধুনিক ধারণার আলোকে সিস্টোন, রিকন, ও মিউটন ধারনার উৎপত্তি সম্পর্কে লিখ।
০৩ টীকা :
ক.জিনের সুক্ষ গঠন
খ সিস্টোন
গ. মিউটন
Read more:8th chapter