স্বপরাগায়িত এবং পরপরাগায়িত ফসলে প্রজনন কৌশলসমূহ । ৭ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

স্বপরাগায়িত এবং পরপরাগায়িত ফসলে প্রজনন কৌশলসমূহ । ৭ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

স্বপরাগায়িত এবং পরপরাগায়িত ফসলে প্রজনন কৌশলসমূহ । ৭ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
স্বপরাগায়িত এবং পরপরাগায়িত ফসলে প্রজনন কৌশলসমূহ । ৭ম অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৭ম অধ্যায়:- স্বপরাগায়িত এবং পরপরাগায়িত ফসলে প্রজনন কৌশলসমূহ

ক-বিভাগ 

 

০১. আবাদি ফসলের নির্বাচন কয় প্রকার?

উত্তর : দুই প্রকার। যথা : (ক) প্রাকৃতিক নির্বাচন ও (খ) কৃত্রিম নির্বাচন ।

০২. কৃত্রিম নির্বাচন কয় প্রকার?

উত্তর : তিন প্রকার । যথা : (ক) গণ নির্বাচন, (খ) বিশুদ্ধ সারি নির্বাচন ও (গ) ক্লোন নির্বাচন।

৩. বিশুদ্ধ সারি নির্বাচন বলতে কী বুঝ? 

উত্তর : স্ব-পরাগী ফসলের কৌলিক বিভিন্নতা সম্পন্ন প্রাথমিক উদ্ভিদ সমষ্টি থেকে প্রচুর সংখ্যক উদ্ভিদ নির্বাচন করে প্রতিটি উদ্ভিদের বীজসমূহ পৃথকভাবে সংগ্রহ করে পৃথক পৃথক প্যাকেটে রাখা হয় এবং প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের জাতকসমূহকে মূল্যায়নের দ্বারা সর্বোৎকৃষ্ট জাতকটিকে বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতি বলে।

০৪. বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতির মাধ্যমে নতুন জাত পেতে কত সময় দরকার হয়?

উত্তর : বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতির মাধ্যমে নতুন জাত। 

০৫. পেডিগ্রী মেথড কী?

উত্তর : F2 ও তৎপরবর্তী বংশধরসমূহ থেকে কাক্ষিত বৈশিষ্ট্যসমূহ নিয়ে উদ্ভাবিত স্বতন্ত্র উদ্ভিদসমূহ নির্বাচন করে এ কার্য পদ্ধতির সম্পূর্ণ সময়ে সকল প্রজনক জাতক সম্পর্কে নথিভুক্ত করে রাখার পদ্ধতিকে পেডিগ্রী মেথড বলে।

০৬. ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন কী? 

উত্তর : যে পৃথকীকরণে ব্যক্তি স্বতন্ত্রের বাহ্যিক আকৃতি,সংকর হতে জাতকে, যা সংকরের দুটি প্রজনকের কোনো একটিকে এক বা একাধিক বৈশিষ্ট্য দ্বারা অতিক্রম করে সেই পৃথকীকরণকে ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন বলে।

০৭. ট্রান্সগ্রেসিভ ব্রিডিং কী?

উত্তর : প্রজনন পদ্ধতি যা ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন বহার করতে সক্ষম তাকে ট্রান্সগ্রেসিভ ব্রিডিং বলে।

০৮. পরপরাগী ফসলে ব্যবহৃত নির্বাচন পদ্ধতিসমূহ কী কী?

উত্তর : গণ নির্বাচন, জাতক নির্বাচন, সারি নির্বাচন,আবর্তিত নির্বাচন।

০৯. গণনির্বাচন কি? 

উত্তর : ফেনোটাইপের ভিত্তিতে কিছু সংখ্যক উদ্ভিদ নির্বাচন করে পর-পরাগী বীজসমূহ সংগ্রহ করে পরবর্তী জনুতে জন্মানোর জন্য একত্রিত করে ফেলার জন্য যে নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হয় তাকে গণনির্বাচন পদ্ধতি বলে।

১০. গণনির্বাচন পদ্ধতি সম্পন্ন করতে কতদিন সময় প্রয়োজন হয়?

উত্তর : গণনির্বাচন পদ্ধতি সম্পন্ন করতে ৫-৬ বছর সময় প্রয়োজন হয়।

১১. বাঙ্ক মেথড পদ্ধতি কে সর্বপ্রথম প্রদান করেন?

উত্তর : Nilsson Ehle ১৯০৮ সালে।

১২. বাল্ক মেথড পদ্ধতি সম্পন্ন করতে কতদিন দরকার হয়।

উত্তর : ১৩-১৪ বছর।

 

১৩. আয়ত পদ্ধতি বলতে কী বুঝ? 

উত্তর : যে পদ্ধতির মাধ্যমে F, এবং পরবর্তী কয়েক জনুপর্যন্ত বীজসমূহ আলাদা না করে বরং মিশ্রিত করে ফেলা হয়।এবং ৬-৭ বা আরও অধিক জনু পরে স্বতন্ত্র উদ্ভিদ নির্বাচন করার পদ্ধতিকে বাচ্চ মেথড বা আয়ত পদ্ধতি বলে।

১৪. বাঙ্ক মেথড কী?

উত্তর : বাল্ক মেথড হলো কৃষিবিদ্যায় ব্যবহৃত এমন একটি প্রজনন পদ্ধতি যেখানে বিভিন্ন জাতের উদ্ভিদকে একত্রিত করে একসাথে চাষ করা হয়।



খ-বিভাগ 

 

০১. Mass selection বা গণনির্বাচন পদ্ধতি বলতে কী বুঝ?

০২. Pure line selection বা বিশুদ্ধ সারি নির্বাচন বলতে কী বুঝ? 

০৩. পেডিগ্রী মেথড বলতে কী বুঝ? 

০৪. বাল্ক মেথড বলতে কী বুঝ? বাল্ক মেথডের দোষ-গুণ বর্ণনা কর । 

০৫. বিশুদ্ধ সারি ও পেডিগ্রী পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ। 

০৬. কুলজি পদ্ধতি ও আয়ত পদ্ধতির মধ্যে পার্থক্য লেখ।

অথবা, পেডিগ্রী ও বাচ্চ মেথডের মধ্যে পার্থক্য লিখ।

০৭. গণনির্বাচন ও বিশুদ্ধ সারি নির্বাচনের মধ্যে পার্থক্য লেখ। 

অথবা, Mass selection বা গণ নির্বাচন ও Pure line selection বা বিশুদ্ধ সারি নির্বাচন-এর মধ্যে পার্থক্য লিখ।

০৮. পেডিগ্রি পদ্ধতিতে উদ্ভিদ নির্বাচনের সুবিধা এবং অসুবিধা উল্লেখ কর। 

অথবা, পেডিগ্রী পদ্ধতির সুবিধা ও অসুবিধাসহ এর কার্যপ্রণালি বর্ণনা কর।

 

গ-বিভাগ

 

০১. বাল্ক মেথড বলতে কী বুঝ? বান্ধ মেঘড়ের কার্যপ্রণালি বর্ণনা কর। 

 

০২. (ক) বিশুদ্ধ  সারি তত্ত্ব বলতে কী বুঝ? একটি স্বপরাগী উদ্ভিদের বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়ার বর্ণনা দাও। 

অথবা, স্বপরাগী ফসলে বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।

অথবা, স্ব-পরাগী ফসলের উন্নতির জন্যে বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।

অথবা, পিওর লাইন সিলেকশন কী? সুবিধা ও অসুবিধাসহ পিওর লাইন সিলেকশন পদ্ধতি বর্ণনা কর।

(খ) একজন কৃষিবিদ বিশুদ্ধ সারি নির্বাচনে কী কী অসুবিধার সম্মুখীন হয়? 

অথবা, বিশুদ্ধ সারি নির্বাচন পদ্ধতির অসুবিধাগুলো উল্লেখ কর।

০৩. টীকা লিখ । 

পেডিগ্রি পদ্ধতি 

০৪. পরপরাগী উদ্ভিদের যে কোনো একটি নির্বাচন পাত্তির বর্ণনা দাও।

০৫ . গণ নির্বাচন পদ্ধতি বর্ণনা কর এবং এর সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর। 

অথবা, গণনির্বাচন বলতে কী বুঝ? ফসলি উদ্ভিদের উন্নয়নে গণ নির্বাচন পদ্ধতি বর্ণনা কর।

অথবা, গণনির্বাচন পদ্ধতি বর্ণনা কর। এর সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।

Read more: 6th chapter