উদ্ভিদে জিন প্রকৌশল । ৬ষ্ঠ অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদে জিন প্রকৌশল । ৬ষ্ঠ অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
০৬ অধ্যায়:- উদ্ভিদে জিন প্রকৌশল
ক বিভাগ
০১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
অথবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
অথবা, জিন প্রকৌশল কী?
উত্তর: যে প্রক্রিয়ায় DNA তৈরি করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়।
০২. জিন ক্লোনিং কী?
উত্তর: জিন প্রকৌশলের মাধ্যমে rDNA তৈরি করে কোনো বাহকের DNA-র সহযোগিতায় কাঙ্ক্ষিত DNA এর অবিকল কপি সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে।
০৩. জিন কী?
উত্তর: জীবকোষে বিদ্যমান বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে জিন বলা হয়।
০৪. ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
উত্তর: জিন ক্লোনিংয়ের মাধ্যমে জিন স্থানান্তর করে যে উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।
০৫. জেনেটিক স্থানান্তর কী?
অথবা, জিন স্থানান্তর কী?
উত্তর: কোনো উদ্ভিদের জিনোমে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন কার্যক্ষম ভাবে স্থানান্তরের ঘটনাকে জেনেটিক বা জিন স্থানান্তর বলে।
০৬. প্লাজমিড কী?
উত্তর: ক্রোমোজোম বহির্ভূত স্বপ্রতিলিপনে সক্ষম, ক্ষুদ্র DNA অণু যা বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন বহনে সক্ষম তাদেরকে প্লাজমিড বলে।
০৭. জিনের এককগুলো কী কী?
উত্তর: জিনের এককগুলো হলো- সিস্ট্রোন, রেকন, মিউটন ও রেপ্লিকোন।
০৮. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত একটি বাহকের নাম লিখ।
উত্তর: E.coli ব্যাকটেরিয়া।
০৯. প্রকৌশলে ব্যবহৃত এনজাইমগুলো কী কী?
উত্তর: রেস্ট্রিকশন এনজাইম, পলিমারে এনজাইম, নিউক্লিয়েজ এনজাইম, লাইগেজ এনজাইম ইত্যাদি।
১০. rDNA টেকনোলজি কী?
উত্তর: যে পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কার্য সম্পন্ন করা হয় তাকে rDNA টেকনোলজি বলে।
১১. T-DNA কী?
উত্তর: T-DNA হলো কিছু প্রজাতির ব্যাকটেরিয়ার টিউমার-ইনডুসিং (টি) প্লাজমিডের স্থানান্তরিত DNA।
১২. সিস্ট্রোন (Cistron) কাকে বলে?
উত্তর: জিনের কার্যগত একককে সিস্ট্রোন বলা হয় সাধারণ অর্থে সিস্ট্রোনকেই জিন বলা হয়।
১৩. রেকন (Recon) কাকে বলে?
উত্তর: DNA-এর যে ক্ষুদ্রতম অংশের মধ্যে ক্রসিং- ওভার সম্পন্ন হয়, তাকে রেকন (Recon) বলে।
১৪. মিউটন কী?
উত্তর: DNA-অণুর ক্ষুদ্রতম যে অংশের মিউটেশন (পরিব্যক্তি) ঘটে তাকে মিউটন বলে। অর্থাৎ মিউটন হলো জিনের একটি ক্ষুদ্রতম অংশবিশেষ।
১৫. Bacteriophage vector কী?
অথবা, ব্যাকটেরিওফাজ কাকে বলে?
উত্তর: যেসব ফাজু ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাদের Bacteriophage vector বলা হয়।
খ বিভাগ
০১. Ti- পাজমিড-এর গঠন বর্ণনা কর।
০২. জিন প্রকৌশলে ব্যবহৃত উপকরণ এবং এনজাইমসমূহের নাম ও কাজ লিখ।
০৩. Agrobacterium এবং Biolistic কাকে বলে? এর সুবিধা-অসুবিধা লিখ।
০৪. Agrobacterium এবং Biolistic জিন স্থানান্তরের মধ্যে পার্থক্য লিখ।
০৫. Ti-Plasmid এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
গ বিভাগ
০১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর পরিসর বর্ণনা কর।
০২. Agrobacterium এবং Biolistic পদ্ধতির মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
০৩. পরোক্ষ জীন স্থানান্তর পদ্ধতি কী?
০৪. Agrobacterium-এর প্লাজমিড থেকে T-DNA কীভাবে উদ্ভিদকোষে স্থানান্তরিত হয়? বর্ণনা কর।
অথবা, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, Agrobacterium-এর সহায়তায় উদ্ভিদ কোষে কাঙ্ক্ষিত জীন স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, পরোক্ষ জিন স্থানান্তর পদ্ধতি কী? Agrobacterium-এর প্লাজমিড থেকে T-DNA কিভাবে উদ্ভিদ কোষে স্থানান্তরিত হয় বর্ণনা কর।
Read More: 5th chapter