ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগসূমহ।১০ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগসূমহ।১০ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগসূমহ।১০ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগসূমহ।১০ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন

অধ্যায় ১০:ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগসূমহ

 

ক-বিভাগ:

০১. তুলার কালচে দাগ রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে?

উত্তর : Xanthomas malvacerum নামক ব্যাকটেরিয়া। 

০২. ধাদের ধ্বসা রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়?

উত্তর:  Xanthomonas campestris নামক ব্যাকটেরিয়া দ্বারা। 

০৩. ধানের বাদামি দাগ রোগের প্যাথোজেনের নাম লিখ।

উত্তর: ধানের বাদামি দাগ রোগের প্যাথোজেনের নাম Drechslera oryzae

০৪. লেবুর ক্যাংকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।

অথবা, লেবু জাতীয় উদ্ভিদের ক্যাংকার রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে?

উত্তর। রোগের নাম- ক্যান্সার জীবাণুর নাম--Xanthomonas citri.

০৫. টমেটোর উইল্ট রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়?

উত্তর: Preudomonas solanacearum ব্যাকটেরিয়া দ্বারা।

০৬. আলুর নরম পচা রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়?

উত্তর: Erwinia carotovora নামক ব্যাকটেরিয়া দ্বারা।

০৭.  উদ্ভিদ রোগসৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ বায়বীয় ব্যাকটেরিয়ার নাম লিখ। 

উত্তর। উদ্ভিদ রোগসৃষ্টিকারী একটি গ্রাম পজিটিভ বায়বীয় ব্যাকটেরিয়ার নাম- Corynebacterium sepedenicem.

 

খ-বিভাগ:

০১.উদ্ভিদ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখ।

০২. পোষক কলার উপর রোগ সৃষ্টকারী ব্যাকটেরিয়ার কার্য বর্ণনা কর। 

অথবা, পোষক কোষে ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ পদ্ধতি বর্ণনা কর।

০৩. নিম্নলিখিত ব্যাকটেরিয়াজনিত রোগের প্যাথোজেন বা পরজীবীর নাম লিখ। 

(i) আলুর নরম পচা রোগ (Soft Rot of Potato); 

(ii) টমেটোর উইস্ট রোগ (Wilt diseased of Tomato);

(iii) তুলা গাছের কোনাচে দাগ রোগ (Angulor fact spot of cotton);

(iv) ধান গাছের পাতা পোড়া রোগ (Bactereal blight of rice); 

অথবা, ধানের ব্যাকটেরিয়াল ব্লাইট;

 

গ-বিভাগ : 

০১. নিম্নলিখিত ব্যাকটেরিয়াজনিত রোগের প্যাথোজেনের বা জীবাণুর পরজীবীর নাম, রোগলক্ষণ, নিদানতত্ত্ব ও দমন পদ্ধতি বর্ণনা কর।

(i) ধানের ব্যাকটেরিয়াজনিত ধ্বসা রোগ;

(ii) তুলাগাছের কোনাচে দাগরোগ (Angulor fact spot of Cotton) 

(iii) টমোটোর উইল্ট রোগ (Wilt disease of Tomato); 

অথবা, টমেটোর ব্যাকটেরিয়া ঘটিত উইল্ট রোগ;

(iv) Soft rot of Potato. 

অথবা, আলুর নরম পচা রোগ (Soft Rot of Potato)।

Read more:10th chapter