উদাহরণসহ ড্রাগস এর শ্রেণিবিন্যাস। ৪র্থ অধ্যায়। Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

উদাহরণসহ ড্রাগস এর শ্রেণিবিন্যাস। ৪র্থ অধ্যায়। Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

উদাহরণসহ ড্রাগস এর শ্রেণিবিন্যাস। ৪র্থ অধ্যায়। Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
উদাহরণসহ ড্রাগস এর শ্রেণিবিন্যাস। ৪র্থ অধ্যায়। Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৪র্থ অধ্যায়:- উদাহরণসহ ড্রাগস এর শ্রেণিবিন্যাস 

ক-বিভাগ

 

১. ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস কী? 

উত্তর: বর্ণনা ও আলোচনার সুবিধার্থে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বহুসংখ্যক দ্রব্য, প্রাণী বা উদ্ভিদকে ছোট ছোট গ্রুপে বিভক্ত করার পদ্ধতিকে ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস বলা হয়।

২. আক্ষরিক বা বর্ণনাক্রমিক শ্রেণিবিন্যাস (Alphabetical System) কী?

উত্তর: ইংরেজি বা ল্যাটিন নামের আন্য অক্ষরের মিলের ভিত্তিতে ঔষধি দ্রব্যকে শ্রেণিবিভাগ করা হয়।

৩. অঙ্গসংস্থান ভিত্তিক শ্রেণিবিন্যাস (Morphological System) কী? 

উত্তর: উদ্ভিদের বিভিন্ন অংশের আঙ্গিক পরিচিতির ভিত্তিতে উদ্ভিদ ঔষধিদ্রব্যকে শ্রেণিবিভাগ করা হয়।

৪. আমাশয় রোধক ভেষজ উদ্ভিদ কোনটি?

উত্তর: কুরচী -Holarrhena  antidysenterica.

৫. পবিত্র উদ্ভিদ কী? 

 উত্তর: লোকধর্ম ও পৌরণিক তত্ত্বে উপজাতি, হিন্দু, বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মের লোকজন পুজা অর্চনাসহ বিভিন্ন কাজে যে সকল উদ্ভিদ ব্যবহার করে আসছে তাদেরকে পবিত্র উদ্ভিদ বলে। যেমন-ধান, দুর্বা, বেল ইত্যাদি।

৬. উৎসের বিভিন্নতার ভিত্তিতে ড্রাগসকে কয়ভাগে ভাগ করা হয়?

উত্তর: চারভাগে। যথা-

(i) জৈব; 

(ii) অজৈব;

(iii) সিনথেটিক ও

(iv) সেমিসিনথেটিক।

৭. কার্বোহাইটে কী? 

উত্তর: কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত জৈব যৌগের C, H এবং ০ এর অনুপাত ১:২:১ সে সমস্ত জৈব যৌগিককে কার্বোহাইড্রেট বলা হয়।

৮. গ্লাইকোসাইড কী?

উত্তর: গ্লাইকোসাইড এসিটাল এবং শর্করা ও অশর্করা উপাদানের সমন্বয়ে গঠিত বর্ণহীন, দানাদার ও আলোক সক্রিয় দ্রব্য।

৯. উপক্ষার কী?

অথবা, অ্যালকালয়েড বা উপক্ষার কী?

উত্তর: অ্যালকালয়েড বা উপক্ষার হলো গৌণ বিপাকীয় ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষারধর্মী ও হেটোরোসাইক্লিক নাইট্রোজেন যুক্ত কঠিন পদার্থ যা বর্ণহীন, কেলাসযুক্ত, উদ্বায়ী এবং তিতা স্বাদযুক্ত হতে পারে। বেশিরভাগ উপক্ষার সক্রিয় ভেষজ বা কম তাপমাত্রায় কার্যকর।

১০. অলিওরেজিন কী?

উত্তর: প্রাকৃতিক উদ্ভিদ রেজিনগুলো উদ্বায়ী তৈলের সাথে সমসত্ত্ব মিশ্রণে বিদ্যমান থাকাকে অলিওরেজিন বলে।

১১. বাসলাম কী?

উত্তর: উদ্ভিদ Aromatic রেজিন জাতীয় যেইসব পদার্থে বালসামিক এসিডে সিনামিক এসিড বিদ্যমান থাকে, সেগুলোকে বালসাম বলে।

১২. ট্যানিন কী? 

উত্তর: উচ্চ আণবিক ওজন বিশিষ্ট ও অত্যন্ত জটিল রাসায়নিক গঠন বিশিষ্ট উদ্ভিদ উপাদানসমূহের সমন্বয়ে ট্যানিন গঠিত হয়। 

১৩. ট্যানিন উৎপাদনকারী একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: চা- Camellia sinensis.

১৪. লিপিড কী?

উত্তর: উদ্ভিদ ও প্রাণীজ উৎস হতে প্রাপ্ত তৈলসমূহ, ফ্যাটসমূহ ও মোমসমূহ যা পানিতে অদ্রবণীয় কিন্তু একক একাধিক জৈব দ্রাবকে দ্রবণীয়, তাকে লিপিড বলে।

১৫. গাম কী?

উত্তর: উদ্ভিদ হতে প্রাপ্ত অস্বাচ্ছ, অনাদায়ী পদার্থ যা উদ্ভিদের ক্ষত সৃষ্টি হলে তা পূরণ করে, তাকে গাম বলে।

১৬. গ্লাইকোসাইড পাওয়া যায় এমন কয়েকটি উদ্ভিদের নাম লিখ?

উত্তর: ঘৃতকুমারী, জংলী, পেঁয়াজ, ডিজিটালিস ইত্যাদি।

১৭. আলফাবেটিক কী?

উত্তর: আলফাবেটিক বলতে উদ্ভিদ বা ভেষজের অঙ্গ বিশেষ দিয়ে তৈরি দ্রব্যকে বুঝায়।

১৮. কোন কোন উদ্ভিন বা ভেষজের অঙ্গ দিয়ে ঔষধি দ্রব্য (Drugs) তৈরি করা হয়।

উত্তর: বাসকের পাতা, অর্জুনের ছাল, বহেড়ার ফল ইত্যাদি দিয়ে ঔষধিদ্রব্য (Drugs) তৈরি করা হয়।

১৯. আলকুশি থেকে কোন রাসায়নিক উপাদান পাওয়া যায়?

উত্তর: অ্যালকালয়েড।

২০. কীটনাশক হিসেবে ব্যবহৃত দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। 

উত্তর: কীটনাশক হিসেবে ব্যবস্থত দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-

 

খ-বিভাগ

০১. ভেষজ ঔষবিদ্রব্যের (Drugs) কিভাবে শ্রেণিবিন্যাস করা যায়?

০২. বংশানুক্রমিক পদ্ধতির শ্রেণিবিন্যাস কিভাবে করা যায়? 

০৩. ভেষজ-এর ব্যবহার অনুসারে শ্রেণিবিন্যাস কিভাবে করা হয়?

 

গ-বিভাগ

 

০১. উদাহরণসহ ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস আলোচনা কর। 

অথবা, ভেষজ উদ্ভিদ-এর শ্রেণিবিন্যাস আলোচনা কর।

অথবা, উদাহরণসহ ঔষধিদ্রব্যের (Drugs) শ্রেণিবিন্যাস কর।

অথবা, ভেষজ উদ্ভিদে প্রাপ্ত ঔষধিদ্রব্যের (Drugs) শ্রেণিবিন্যাস পদ্ধতি সম্পর্কে লিখ।

অথবা, টিকা লিখ। ঔষধি দ্রব্যের শ্রেণিবিভাগ।

০২. উৎসের বিভিন্নতার ভিত্তিতে ঔষধিদ্রব্যের শ্রেণিবিন্যাস কর।

০৩. অঙ্গসংস্থানিক ও রাসায়নিক প্রকৃতিক অনুসারে ড্রাগের শ্রেণিবান্যাস কর। 

অথবা, রাসায়নিক প্রকৃতিক অনুসারে ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস কর। 

Read more