ঔষধি দ্রব্য, ঔষধ এবং বিষ । ৩য় অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ঔষধি দ্রব্য, ঔষধ এবং বিষ । ৩য় অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৩য় অধ্যায়:- ঔষধি দ্রব্য, ঔষধ এবং বিষ
ক-বিভাগ
১. ড্রাগ কী?
উত্তর: প্রাকৃতিক বা কৃত্রিম উৎস থেকে প্রাপ্ত রাসায়নিক দ্রব্যসমূহ যা রোগে নির্ণয়ে, নিরাময়ে রোগের উপশম এবং রোগ প্রতিরোধ চিকিৎসার ব্যবহৃত হয় এরূপ দ্রব্যসমূহকে ড্রাগ বলে।
২. Recareational Drug কী?
উত্তর: যে সমস্ত রাসায়নিক বস্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System) কে প্রভাবিত করে তাদেরকে Recreational Drug বলা হয়।
৩. কমপ্লিমেন্টারী ঔষধ বলতে কী বুঝ?
অথবা, Complementary Medicine বলতে কী বুঝ?
উত্তর: কমপ্লিমেন্টারী ঔষধ হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে সমন্বিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ও অতি পুরনো পদ্ধতিতে একসাথে চিকিৎসা করা হয়।
৪. ঔষধ বা দাওয়া কী?
উত্তর: প্রাকৃতিক বা কৃত্রিম উৎস থেকে প্রাপ্ত এক বা একাধিক ঔষধি দ্রব্য দিয়ে প্রস্তুত দ্রব্য যা মানুষ ও অন্যান্য জীবের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে ঔষধ বা দাওয়া বলে।
৫. ইউনানী চিকিৎসা পদ্ধতি অনুসারে ঔষধ সমূহ কত প্রকার?
উত্তর: পাঁচ প্রকার। যথা- ১. আলাতি;২.তবিয়ত; ৩. গোজায়ী; ৪. হিফজাল ছিহাতী ও ৫. দাওয়ায়ে।
৬. বিষ কী?
উত্তর: এক ধরনের কঠিন, তরল এবং গ্যাসিনায় পদার্থ যা অল্প মাত্রায় প্রয়োগে শরীরের অন্যান্য বিষাক্ত পদার্থ দূর হয়। অধিক মাত্রায় প্রয়োগ করলে স্বাস্থ্যহানি যেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাকে বিষ বলে।
৭. ফর্মুলারি কী?
উত্তর: কোনো দেশের চিকিৎসা পেশায় ব্যবহৃত হয় কিন্তু উক্ত দেশের ফার্মাকোপিয়ার উল্লিখিত হয়নি এমন প্রিপারেশনসমূহের ফর্মুলা, শনাক্তকরণ, মান নিরূপণ বিশুদ্ধতা নির্ণয়করণ এর পরীক্ষসমূহ, যে পুস্তকে লিপিবদ্ধ থাকে তাকে ফর্মুলারি বলা হয়।
৮. মনোগ্রাফ কী?
উত্তর: ফার্মাকোপিয়ার একটি ভেষজ বা উদ্ধধি প্রযোয় যাবতীয় তথ্যসম্বলিত যে আলোচনা লিপিবদ্ধ করা হয় তাকে সেই দ্রব্যের মনোগ্রাফ বলা হয়।
খ-বিভাগ
১. ঐষধ, ড্রাগস ও বিষ বলতে কী বুঝ?
অথবা, ঔষধ, ঔষধি দ্রব্য বা Drugs, বিষ বলতে কি বুঝ?
২. ঔষধ কী? কয়েকটি ঔষধ সম্পর্কে লিখ।
৩. বিষ কী? বিষ সম্পর্কে লিখ।
৪. ঔষধি দ্রব্য এর গুরুত্ব লেখ।
অথবা, ঔষধি দ্রব্য এর গুরুত্ব আলোচনা কর।
গ- বিভাগ
১. ইউনানী পদ্ধতিতে ঔষধ কত প্রকার ও কী কী? আলোচনা কর।
২. মেটেরিয়া মেডিকা ও অননুমোদিত ঔষধিদ্রব্য কী? তা আলোচনা কর।