উদ্ভিদ কলা আবাদের কৌশল ও প্রয়োগ । ৫ম অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদ কলা আবাদের কৌশল ও প্রয়োগ । ৫ম অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
০৫ অধ্যায়:- উদ্ভিদ কলা আবাদের কৌশল ও প্রয়োগ
ক বিভাগ
০১. টিস্যু কালচার (Tissue Culture) কী?
উত্তর: সম্পূর্ণ জীবণুমুক্ত পরিবেশে বিভিন্ন প্রকার পাত্রে সুনির্দিষ্ট পরিশোষক ও বৃদ্ধি হরমোনের উপস্থিতিতে উদ্ভিদের বিচ্ছিন্ন কোষ বা কলা কৃত্রিম আবাদ পদ্ধতিকে টিস্যু কালচার (Tissue Culture) বলে।
০২.ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
উত্তর: একটি বাইরের কার্যকর জিন যা সাধারণত উদ্ভিদে উপস্থিত নেই তা যেকোনো জৈবপ্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদসমূহে প্রবেশ করানো হয় তাদেরকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়।
০৩. ক্যালাস কী?
উত্তর: অনিয়ন্ত্রিত বৃদ্ধি সম্পন্ন একগুচ্ছ কোষকে ক্যালাস বলে।
০৪. Single Cell Culture (SCC) কী?
উত্তর: কোষ কালচারে যখন একটি মাত্র কোষ ব্যবহার করা হয় তখন তাকে Single Cell Culture বলে।
০৫. Embryo culture বা ভ্রূণ আবাদ কী?
উত্তর: যে পদ্ধতিতে জীবাণু মুক্ত অবস্থায় কালচার মাধ্যমে ভ্রূণের বৃদ্ধির মাধ্যমে চারাগাছ তৈরি করা হয় তাকে ভ্রূণ কালচার বা ভ্রূণ আবাদ বলে।
০৬. এক্সপ্লান্ট কী?
উত্তর: টিস্যু কালচারের সময় উদ্ভিদের যে নির্বাচিত অংশ নেওয়া হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়।
০৭. Invitro culture কী?
অথবা, ইনভিটো আবাদ কী?
উত্তর: যে পদ্ধতিতে টেস্ট টিউরে মধ্যে উদ্ভিদের বিভিন্ন প্রকার Tissue-এর culture করা হয় তাকে Invitro culture বলে।
০৮. মেরিস্টেম (Meristem) কী?
উত্তর: বিটপের কাণ্ড ও এর শাখা-প্রশাখা এবং মূল ও এর শাখা-প্রশাখার বর্ধিষ্ণু অগ্রভাগে বিভাজনক্ষম কোষ সমষ্টি দ্বারা গঠিত যে এক প্রকার কলা বর্তমান থাকে, তাকেই মেরিস্টেম (Meristem) বলে।
০৯. মেরিস্টেফ কালচার (Meristem Culture) কী?
উত্তর: In-Vitro অবস্থায় মেরিস্টেম আবাদের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে মেরিস্টেম কালচার (Meristem Culture) বলে।
১০. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
অথবা, মাইক্রোপ্রোপাগেশন (Micro propagation) কী?
উত্তর: যে পদ্ধতিতে উদ্ভিদ কলা বা কোষের কৃত্রিম পালনের মাধ্যমে অসংখ্যা পত্র উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে মাইক্রোপ্রোপাগেশন (Micro propagation) বলে।
১১. টোটিপোটেন্সি বলতে কী বুঝ?
উত্তর: কোনো উদ্ভিদ কোষের স্বয়ংসম্পূর্ণ উদ্ভিদে পরিণত হবার ক্ষমতাকে টোটিপোটেন্সি বলে।
১২. হ্যাপ্লয়েড উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যে সকল জীবের দৈহিক কোষে একটিমাত্র জিনোম বা ক্রোমোজোম সেট বিদ্যমান, তাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ বলা হয়।
১৩. ইন্টারফেরণের সংজ্ঞা দাও।
উত্তর: দেহের ভেতরে স্বতঃস্ফূর্তভাবে তৈরি ভাইরাসজনিত আক্রমণ প্রতিরোধক প্রোটিন জাতীয় পদার্থ বা বস্তুকে ইন্টারফেরণ বলে।
১৪. অর্গানোজেনেসিস বলতে কী বুঝ?
উত্তর: সাধারণভাবে উদ্ভিদের অঙ্গ উৎপাদনের পদ্ধতিকে অর্গানোজেনেসিস বলে।
১৫. সোমাকোনাল ভেরিয়েশন কী?
উত্তর: উদ্ভিদ টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত উদ্ভিদের মধ্যে যে বৈচিত্র্যতা দেখা যায় তাকে সোমাকোনাল ভেরিয়েশন বলে।
খ বিভাগ
০১. মাইক্রোপ্রোপাগেশন-এর সংজ্ঞা দাও।
০২. Micro propagation-এর সুবিধা-অসুবিধাগুলো বর্ণনা কর।
০৩. আবাদ মাধ্যমে ব্যবহৃত বৃদ্ধি নিয়ন্ত্রকসমূহের নাম লেখ।
০৪.বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ লিখ।
০৫. সোমাক্লোনাল ভেরিয়েশনের সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
গ বিভাগ
০১. টিস্যু কালচার-এর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
০২. টিস্যু কালচার কী? টিস্যু কালচারের সুবিধা-অসুবিধা লিখ।
০৩. মেরিস্টেম কালচার কী? কিভাবে এর মাধ্যমে রোগমুক্তি উদ্ভিদ উৎপাদন করা যায়?
০৪. একটি কালচার মিডিয়া তৈরির পদ্ধতি উপাদানসহ বর্ণনা কর।
০৫. কোষ-কলা আবাদে ব্যবহৃত উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের শ্রেণিবিন্যাসসহ কার্যাবলী বর্ণনা কর।
০৬. টীকা লিখ:
(ক) ক্যালাস কালচার।
(খ) NIF-Gene
read more: 4th chpater