পরজীবিতা এবং রোগের বিকাশ ।৩য় অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পরজীবিতা এবং রোগের বিকাশ ।৩য় অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৩ :পরজীবিতা এবং রোগের বিকাশ
১) পরজীবিতা (Parasitisum) কি?
উত্তর : পরজীবী এবং এর পোষকের সম্পর্ককে পরজীবিতা (Parasitism) বলে।
০২. মিথোজীবিতা বলতে কি বুঝ?
অথবা, মিথোজীবিতা কি?
উত্তর : দুটি জীব যখন বসবাস করে একটি অন্যটির ক্ষতি করে না বরং উভয়ই উপকৃত হয় তখন এ প্রক্রিয়াকে মিথোজীবিতা বলে ।
০৩. একটি বাধ্যতামূলক পরজীবীর নাম লিখ।
উত্তর : Fastudius bacteria একটি Clavibacter গণের ক্ষুদ্র অণুজীব ।
০৪. একটি এককোষী বাধ্যতামূলক পরজীবীর নাম লিখ।
উত্তর : একটি এককোষী বাধ্যতামূলক পরজীবীর নাম Fastudius bacteria একটি Clavibacter গণের ক্ষুদ্র অণুজীব।
০৫. প্রকৃত পরজীবিতা কী? ৯৯%
উত্তর : যে ক্ষেত্রে ক্ষুদ্রাকার পরজীবী প্রাণী বৃহদাকার পোষক প্রাণীর দেহের বাইরে বা ভেতরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে তার দেহ হতে পুষ্টি গ্রহণ করে। এক্ষেত্রে পোষক কম ক্ষতিগ্রস্থ হয়। এ ধরনের পরজীবীতাকে প্রকৃত পরজীবীতা বলে ।
০৬. প্যাথোজেনেসিস কি?
অথবা, Pathogenesis কি?
উত্তর : প্যাথোজেনের যে প্রক্রিয়ার মাধ্যমে রোগের সৃষ্টি হয় তাকে প্যাথোজেনসিস (Pathogenesis) বলে।
০৭. রোগ চক্র কি?
উত্তর : রোগ ও প্যাথোজেনের কতকগুলো ঘটনা পর্যায়ক্রমে সংঘটনে বিকাশের পুনরাবির্ভাব ঘটাকে রোগ চক্র বলা হয়।
০৮. ইনোকুলেশন কী?
অথবা, ইনোকুলেশনের সংজ্ঞা দাও ।
অথবা, ইনোকুলাম কি ?
অথবা, ইনোকুলেশন বলতে কি বুঝ?
উত্তর : প্যাথোজেনের অংশ বিশেষ রোগ সৃষ্টির জন্য পোষক উদ্ভিদের সংস্পর্শে আসার প্রক্রিয়াকে ইনোকুলেশন (Inoculation) বলা হয় ।
০৯. ইনোকুলাম কত প্রকার?
উত্তর : দুই প্রকার যথা : (i) Primary Inoculum (ii) Secondary Inoculum.
১০. পেনিট্রেশন (Penetration) কাকে বলে?
উত্তর প্যাথোজেনের কোনো আক্রমণ একক পোষকদেহের সংস্পর্শে আসার পর অঙ্কুরোদগম ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পোষক দেহে ঢুকে পড়াকে পেনিট্রেশন (Penetration) বলে ।
১১. অ্যাপ্রিসোরিয়াম কি?
উত্তর : অধিকাংশ ছত্রাক সাধারণত অঙ্কুরিত স্পোরের টিউবের প্রান্তে পোষকদেহের সংস্পর্শ স্থলে বাল্বের ন্যায় স্ফীত বা সিলিন্ডারের ন্যায় যে গঠন সৃষ্টি করে তাকে অ্যাপ্রিসোরিয়াম বলে।
১২.সংক্রমণ কি?
অথবা, ইনফেকশন (Infection) কি?
উত্তর :যে প্রক্রিয়া প্যাথোজেন পোষকের দেহে অনুপ্রবেশের পর প্রতিষ্ঠা লাভ করে এবং সংবেদনশীল পোষক টিস্যু থেকে খাদ্য গ্রহণ করে তাকে ইনফেকশন (Infection) বলে।
১৩. ইনকিউবেশন পিরিয়ড (Incubation Period) কি?
অথবা, সুপ্তিকাল কি?
উত্তর : ইনোকুলামের পোষকদের সংস্পর্শের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাবার পূর্ব পর্যন্ত সময়কে সুপ্তিকাল (Incubation Period) বলে।
১৪. প্যাথোজেনের বিস্তার কি?
উত্তর : উৎপত্তি স্থল থেকে সুস্থ পোষকদের প্যাথোজেনের স্থানান্তরকে প্যাথোজেনের বিস্তার বলে।
১৫. একটি পতঙ্গবাহিত উদ্ভিদ প্যাথোজেনের নাম লিখ।
উত্তর : একটি পতঙ্গবাহিত উদ্ভিদ প্যাথোজেনের নাম হলো : Vein Clearing virus বা Abelmoschus virus.
১৬. কিসের মাধ্যমে প্যাথোজেন বিস্তার লাভ করে?
উত্তর : বাতাস, পানি, বীজ, অঙ্গজ প্রজননের মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, মৃত্তিকার মাধ্যমে,উদ্ভিদের পরিত্যক্ত অংশও আবর্জনার মাধ্যমে, কলম এর মাধ্যমে, কৃষিজাত ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে, চারা আমদানির মাধ্যমে প্রভৃতি। .
১৭. Over Wintering and Over Summaring of Pathogen কি?
উত্তর : অত্যধিক শীত এবং অত্যাধিক গ্রীষ্মকালীন সময়ে প্রতিকূল পরিবেশে প্যাথোজেনের বেঁচে থাকার কৌশলকে Over Wintering and Over Summaring of Pathogen বলে।
খ-বিভাগ :
০১. উদ্ভিদ রোগের বিকাশ বা পরিস্ফুটন বলতে কী বুঝ?
০২. Inoculation এবং Penetration বলতে কি বুঝ?
০৩. পোষক কোষ বিশুদ্ধকরণে অ্যাপ্রেসোরিয়ামের ভূমিকা লিখ।
অথবা, অ্যাপ্রোসোরিয়াম কী? পোষক উদ্ভিদের ভূমিকা লিখ ।
০৪. ইনোকুলেশন এবং ইনফেকশন কি?
০৫. পরজীবী ও অপরজীবীজনিত রোগ বলতে কি বুঝ?
০৬. ইনোকুলাম বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার ইনোকুলামের নাম লিখ।
অথবা, বিভিন্ন প্যাথোজেনের বিভিন্ন ইনোকুলামের নাম লিখ ।
অথবা, ছত্রাক পরজীবীর বিভিন্ন ইনোকুলামের নাম লিখ।
০৭. নিচের জোড়াগুলির পার্থক্য লিখ :
(ক) এন্ডেমিক ও এক্সোটিক রোগ;
(খ) পেনিট্রেশন ও ইনফেকশন;
(গ) অ্যান্টাগনিস্টিক ও ট্র্যাপ উদ্ভিদ।
০৮. উদ্ভিদ পরজীবী কীভাবে বিস্তার লাভ করে বর্ণনা কর।
অথবা, পেনিট্রেশন কি? উদ্ভিদ পরজীবীর পোষকদেহে প্রবেশের সচিত্র বর্ণনা দাও।
অথবা, প্যাথোজেনের বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ব্যাকটেরিয়া পোষকদেহে প্রবেশ পদ্ধতি ও রোগ বিস্তার আলোচনা কর।
গ-বিভাগ :
০১.পোষক উদ্ভিদের কোষ প্রাচীর নষ্ট করায় পরজীবীর উৎসেচকের ভূমিকা বর্ণনা কর।
০২. ইনোকুলেশন কী? উদ্ভিদ রোগ উৎপাদনে ইনোকুলেশন এর ভূমিকা বর্ণনা কর।
অথবা, ইনোকুলেশন কী? ছত্রাক পরজীবীর ইনোকুলেশন বর্ণনা কর।
০৩. পেনিট্রেশন কী? উদ্ভিদ রোগ সৃষ্টিতে ছত্রাকের পোষক কোষে পেনিট্রেশনের ধাপগুলো বর্ণনা কর।
০৪. সংক্ষেপে টীকা লিখ :
(ক) রোগ চক্র,
(খ) ইনোকুলেশন,
(গ) পেনিট্রেশন,
(ঘ) ওভার উইনটারিং এবং ওভার সামারিং
(ঙ) উদ্ভিদ রোগ সৃষ্টিতে পারিপার্শ্বিক অবস্থার প্রভাব।
০৫. উদ্ভিদ রোগ বিকাশের পর্যায়গুলো বর্ণনা কর।
অথবা, উদ্ভিদরোগ পরিস্ফুটনের পর্যায়সমূহ বর্ণনা কর।
অথবা, উদ্ভিদরোগ বিকাশের পর্যায়গুলো বর্ণনা কর।
অথবা, রোগচক্র কাকে বলে? উদ্ভিদ রোগ বিকাশে পর্যায়গুলি আলোচনা কর।
অথবা, উদ্ভিদ রোগ বিকাশের পর্যায়সমূহ কি কি লিখ।
Read more:2nd chapter