পরিবেশীয় দৃষ্টিকোণ থেকে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য । ৩য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
পরিবেশীয় দৃষ্টিকোণ থেকে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য । ৩য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৩য় অধ্যায়:-পরিবেশীয় দৃষ্টিকোণ থেকে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য
ক-বিভাগ
০১. Species diversity বা প্রজাতিগত বৈচিত্র্য কী?
উত্তর : কোনো সম্প্রদায়ে বিদ্যমান বা একই প্রজাতির জীবের মধ্যে যে বিভিন্নতা বা বৈচিত্র্যতা দেখা যায় তাকে Species diversity বা প্রজাতিগত বৈচিত্র্য বলে।
০২.Species Richness কী?
অথবা, প্রজাতির প্রাচুর্যতা কাকে বলে?
অথবা, প্রজাতি প্রতুল্য কী?
উত্তর : একটি নির্দিষ্ট স্থানে বা দেশে বা সমগ্র পৃথিবীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে প্রজাতি প্রতুল্য বা প্রাচুর্যতা (Species Richness) বলে।
০৩. WCMC এর পূর্ণরূপ কী?
উত্তর : WCMC এর পূর্ণরূপ হলো : World Conservation Monitoring Centre.
০৪.Inbreeding বা স্ব-প্রজনন কী?
উত্তর : একই পূর্বপুরুষ হতে উৎপন্ন জীবের নিজেদের মধ্যে মিলনকে Inbreeding বা স্ব-প্রজনন বলে।
৫. Founder effect কী?
উত্তর : বৃহৎ পপুলেশন হতে কিছু সংখ্যক সদস্য বের হয়ে গিয়ে অন্য একটি স্থানে ক্ষুদ্রতর পপুলেশন সৃষ্টি করলে ঐ সদস্যগুলোকে Founder effect বলে।
০৬.Genetic drift বা জেনেটিক ফাঁদ কী?
উত্তর : স্বাভাবিক নিয়মের বাইরে দৈব দুর্ঘটনার জন্য জিন সংঘটন হারের যে পরিবর্তন হয় তাকে Genetic drift বা জেনেটিক ফাঁদ বলে।
০৭.Extinction বা বিলুপ্ত কী?
উত্তর : প্রজননে সক্ষম এমন সর্বশেষ বংশধর না রেখে যখন কোনো প্রজাতি মারা যায় তাকে বিলুপ্ত বা Extinction বলে।
০৮. Background Extention কী?
উত্তর : কোনো প্রজাতি মানুষ ছাড়া অন্য কোনো প্রভাবে বিলুপ্তি ঘটলে তাকে Background Extention বলে।
০৯. MVP এর পূর্ণরূপ কী?
উত্তর : Minimum Viable product.
১০. মাইক্রোবায়োটা কী?
অথবা, Microbiota কী?
উত্তর : কোনো পরিবেশে বিদ্যমান বিভিন্ন অণুজীব গোষ্ঠীর গঠনগত ও কার্যগত যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়, তাকে মাইক্রোবায়োটা (Microbiola) বলে।
১১.দুর্লভ প্রজাতি কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর: SSC, WWE, UNEP, CITES, WCMC প্রতিষ্ঠানের সংগৃহীত নমুনার বৈশিষ্ট্য নিরূপণের মাধ্যমে।
১২.জীববৈচিত্রের 'হটস্পট' বলতে কী বুঝ?
উত্তর :অত্যাধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে জীববৈচিত্র্য 'হটস্পট ' বলে।
খ-বিভাগ
০১.প্রজাতির বৈচিত্র্যতা সম্পর্কে আলোচনা কর।
অথবা, প্রজাতির বৈচিত্র কী?
অথবা, প্রজাতি বৈচিত্র্য বলতে কী বুঝ?
০২.প্রজাতির প্রাচুর্যতা, দুর্বল প্রজাতি এবং সাধারণ প্রজাতির সংজ্ঞা দাও।
০৩.জীব পূর্ববর্তী পৃথিবীর পরিবেশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, জীব সৃষ্টির পূর্বে পৃথিবীর পরিবেশে কেমন ছিল তা আলোচনা কর।
০৪.জীববৈচিত্র্যের 'হট স্পট' সম্পর্কে আলোচনা কর।
অথবা, 'ইট স্পট' বলতে কী বুঝ?
অথবা, Hot-Spor সম্পর্কে লিখ।
০৫.দুর্লভ প্রজাতি, সাধারণ প্রজাতি ও বুনো প্রজাতির সংজ্ঞা দাও।
গ-বিভাগ
০১.মাইক্রোবায়োটা সম্পর্কে আলোচনা কর।
অথবা, মাইক্রোবায়োটা বলতে কী বুঝ?
০২.প্রজাতির বৈচিত্র্যতা বলতে কী বুঝ? প্রজাতির বৈচিত্র্যতা পরিমাপের পদ্ধতি আলোচনা কর।
অথবা, প্রজাতির বৈচিত্র্যতা কী? প্রজাতির বৈচিত্র্যতা পরিমাপের পদ্ধতি আলোচনা কর।
০৩.টীকা লিখ । প্রজাতির প্রাচুর্যতা
অথবা, প্রজাতির প্রাচুর্যতা সম্পর্কে টীকা লিখ।