প্রতিবেদন লিখন ও মৌখিক উপস্থাপন । ৩য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

প্রতিবেদন-লিখন-ও-মৌখিক-উপস্থাপন-৩য়-অধ্যায়-biostatistics-and-research-methodology-অনার্স-৪র্থ-বর্ষ-উদ্ভিদবিজ্ঞান-সাজেশন

প্রতিবেদন লিখন ও মৌখিক উপস্থাপন । ৩য় অধ্যায় । Biostatistics and Research Methodology ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
প্রতিবেদন-লিখন-ও-মৌখিক-উপস্থাপন-৩য়-অধ্যায়-biostatistics-and-research-methodology-অনার্স-৪র্থ-বর্ষ-উদ্ভিদবিজ্ঞান-সাজেশন

৩য় অধ্যায়:-প্রতিবেদন লিখন ও মৌখিক উপস্থাপন 

ক-বিভাগ

০১. প্রতিবেদন কী?

উত্তর : তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ করে যে সমস্ত ফলাফল পাওয়া যায় এবং সেসবের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো একটি বই আকারে প্রকাশ করা যায়। এই বইকে রিপোর্ট বা প্রতিবেদন বলা হয়।

০২. তথ্য নির্দেশিকা কী? 

উত্তর : তথ্য নির্দেশিকা হচ্ছে উৎস বা উল্লেখ্য বইয়ের

তালিকা যেখান থেকে একজন গবেষক বা লেখক তারগবেষণা কার্যসম্পাদন -এর জন্য তথ্য সংগ্রহ করেন।

০৩. গবেষণা প্রতিবেদন কী? 

উত্তর : গবেষক তার গবেষণায় গৃহীত সমস্যা সমাধানের নিমিত্তে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণে যে ফলাফল পান তার ভিত্তিতে সিদ্ধান্ত টেনে ব্যাখ্যা বিশ্লেষণ করে যে তথ্যসমৃদ্ধ জ্ঞান সকলের অবগতির জন্য উপস্থাপন

করেন তাকে গবেষণা প্রতিবেদন বলা হয় ।

০৪. রেফারেন্স কী? 

উত্তর : গবেষণা প্রতিবেদনের সাথে প্রাসঙ্গিক গ্রন্থসমূহের তালিকা পরিশিষ্ট আকারে যুক্ত করাকে রেফারেন্স বলা হয়।

০৫. পাদটীকা কী? 

উত্তর : নোট যা পাঠকের জন্য অতিরিক্ত তথ্য বা রেফারেন্স

প্রদান করে।

০৬. রিপোর্ট কাকে বলে?

উত্তর : সাধারণ অর্থে কোনোকিছু নিয়ে গবেষণার সামগ্রিক চিত্রকে সংক্ষেপে উপস্থাপনকে গবেষণার রিপোর্ট বলে।

০৭. মনোগ্রাফ বলতে কী বুঝ? 

অথবা, সমীক্ষা প্রতিবেদন কী?

উত্তর : এটা একটি পরিপূর্ণ রীতিসম্মত জীবতাত্ত্বিক রেকর্ড, যার মধ্যে বিষদভাবে কোনো বিষয় সম্পর্কে উপস্থাপিত হয়।

০৮. কোন প্রতিবেদনে জরিপের বিশদ বিবরণ দেয়া হয়?

উত্তর : প্রযুক্তি রিপোর্ট।

০৯. ব্যাখ্যাকরণের সংজ্ঞা দাও।

উত্তর : যেকোনো বিশ্লেষণধর্মী বা পরীক্ষামূলক গবেষণার সংগৃহীত উপাত্তসমূহ হতে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে ব্যাখ্যাকরণ বলে।

 

খ-বিভাগ

০১. গবেষণা প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ লেখ।

অথবা, গবেষণা প্রতিবেদন প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ কী কী ?

০২. একটি ভালো গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্য লিখ। 

অথবা, উত্তম গবেষণা প্রতিবেদনের বৈশিষ্ট্য লিখ ।

০৩. তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ সম্পর্কে লিখ। 

০৪. তথ্যপঞ্জি লেখার নিয়মগুলি উল্লেখ কর। 

অথবা, উপস্থাপনায় অডিও ভিজুয়্যাল ব্যবহারের সুবিধাসমূহ লিখ ।

০৫. উপস্থাপনায় চাক্ষুষ উপকরণ ব্যবহারের সুবিধাসমূহ লিখ। 

 

গ-বিভাগ

০১. বাংলাদেশে ফল চাষ ও সংরক্ষণ বিষয়ক একটি গবেষণা করার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়ে একটি গবেষণা প্রস্তাব তৈরি কর। 

০২. একটি গবেষণা প্রতিবেদন লেখার ধাপসমূহ বর্ণনা কর। 

অথবা, গবেষণা প্রতিবেদন লেখার কৌশল বর্ণনা কর।

০৩. বাংলাদেশে ঔষধি উদ্ভিদের চাষ ও সংরক্ষণ বিষয়ক একটি গবেষণা করার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়ে একটি গবেষণা প্রস্তাব তৈরি কর।

2nd chapter