বাংলাদেশে ইথনোবোটানি গবেষণার বর্তমান ও অতীত অবস্থা এবং এ শাখার উৎপত্তি ও বিকাশ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বাংলাদেশে ইথনোবোটানি গবেষণার বর্তমান ও অতীত অবস্থা এবং এ শাখার উৎপত্তি ও বিকাশ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বাংলাদেশে ইথনোবোটানি গবেষণার বর্তমান ও অতীত অবস্থা এবং এ শাখার উৎপত্তি ও বিকাশ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বাংলাদেশে ইথনোবোটানি গবেষণার বর্তমান ও অতীত অবস্থা এবং এ শাখার উৎপত্তি ও বিকাশ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

অধ্যায়- ০২:-বাংলাদেশে ইথনোবোটানি গবেষণার বর্তমান ও অতীত অবস্থা এবং এ শাখার উৎপত্তি ও বিকাশ

ক-বিভাগ

১. ইথনোবোটানির প্রথম প্রকাশিত বিজ্ঞানভিত্তিক নিরীক্ষণ তথ্য কী?

উত্তর: ফরাসি রাজা ২য় ফিলিপের চিকিৎসক ডা.হারনানডেজ ফ্রান্সিসকো মেক্সিকোতে ১৫৭০-১৫৭৫ সালে জীবজগতে লৌকিক ব্যবহার সম্পর্কে তথ্যভিত্তিক ১৫টি ফোলিওই প্রত্যাশিত হয়। যা ইথনোবোটানির প্রথম প্রকাশিত বিজ্ঞানভিত্তিক নিরীক্ষণ তথ্য।  

২.  Ethnobotany-র উপর প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

অথবা, ইখনোবোটানির উপর প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

উত্তর: ১৯৫৮ সালে পি. জে. ফকস্ "Introduction to Ethnobotany" নামক আছ লেখেন। ইথনোবোটানির উপর এ গ্রন্থটি প্রথম প্রকাশিত।

৩. 'Introduction to Ethnobotany' নামক গ্রন্থ কে লিখেন? 

উত্তর: পি.জে. ফকস্ ১৯৫৮ সাল।

৪.  ইনস্টিটিউট অব ইথনোবায়োলজি কে প্রতিষ্ঠিত করেন?

উত্তর: ড. জৈন ১৯৯৫ সালে লখনৌতে প্রতিষ্ঠিত করেন।

৫. বাংলাদেশে প্রথম কে ইথনোবোটানির উপর গবেষণা সূচনা করেন?

উত্তর: অধ্যাপক মোহাম্মদ সালার খান।

৬.  বাংলাদেশে ইথনোবোটানির চর্চা কবে শুরু হয়?

উত্তর: ৮০-এর দশকে।

৭.  একজন বিদেশি গবেষক এর নাম লেখ যিনি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে গবেষণা করে নৃ-তত্ত্বের উপর বই লেখেন।

উত্তর: অধ্যাপক পিয়ের বেসাইন।

 

খ-বিভাগ

 

১. ইথনোবোটানির উৎপত্তি ও বিকাশ ব্যাখ্যা কর।

২. বাংলাদেশে ইথনোবোটানি গবেষনার সম্ভাবনা সম্পর্কে লিখ।

৩. বাংলাদেশে ইথনোবোটানীর গবেষণায় কী কী সমস্যা রয়েছে তা উল্লেখ কর।

অথবা, বাংলাদেশে ইথনোবোটানি গবেষণায় কি কি অসুবিধা আছে?

 

গ-বিভাগ

 

১. ইথনোবোটানির উৎপত্তি ও বিকাশে দুইজন বিজ্ঞানীর অবদান সম্পর্কে লিখ।

অথবা, দুইজন বিদেশি গবেষকের ইথনোবোটানির উপর অবদান উল্লেখ কর।

২. বাংলাদেশের কয়েকজন গবেষকের নাম ও তাদের অবদান উল্লেখ কর যারা ইথনোবোটানির উপর কাজ করেছেন?

Read more