বীজের শারীরবৃত্ত (Physiology of Seed)।৯ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বীজের শারীরবৃত্ত (Physiology of Seed)।৯ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বীজের শারীরবৃত্ত (Physiology of Seed)।৯ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বীজের শারীরবৃত্ত (Physiology of Seed)।৯ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৯ বীজের শারীরবৃত্ত (Physiology of Seed)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১.বীজের সজীবতা কী?

উত্তর: বীজের মধ্যে ভ্রূণের অঙ্কুরোদগম ক্ষমতা সম্পন্ন অবস্থায় বেঁচে থাকাকে বীজের সজীবতা বলে।

 ০২. পার্থেনোকার্পি কি? 

 উত্তর: কিছু উদ্ভিদের প্রাকৃতিক বা কৃত্রিমভাবে বীজহীন ফল তৈরি হবার প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলা হয়।

০৩. কৃষিবীজকে জীবনীশক্তির উপর ভিত্তি করে বীজকে কয়ভাগে ভাগ করা হয়? 

উত্তর: তিন ভাগে। যথা: ১. স্বল্পজীবী বীজ; ২. মধ্যজীবী বীজ ও ৩. দীর্ঘজীবী বীজ।

০৪.বীজের সুপ্ততা বলতে কী বুঝ? 

উত্তর: পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও কোনো বীজ কতগুলো অভ্যন্তরীণ কারণে অংকুরিত না হলে এ অবস্থাকে বীজের সুপ্ততা বা সুপ্তাবস্থা বলে।

০৫. অঙ্কুরোদগম কী?

উত্তর: অনুকূল পরিবেশে বীজস্থ ভ্রূণের বৃদ্ধির ফলে ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডে বীজাবরণ ভেদ করে বেরিয়ে আসাকে অঙ্কুরোদগম বলে।

০৬.ভালো বীজের বৈশিষ্ট্য কী?

 উত্তর: উচ্চ ফলনশীলতা, রোগপ্রতিরোধ ক্ষমতা, অভিযোজন ক্ষমতা, রোগমুক্ত বীজ, পরিপুষ্ট ও সমাকৃতির বীজ প্রভৃতি।

০৭.বীজ শোধন কী? 

উত্তর: বীজ সুস্থভাবে সংরক্ষণ, অধিক হারে অঙ্কুরোদগম, সমাকৃতির ফসলি উদ্ভিদ সৃষ্টি এবং ফসল তোলার জন্য বা অধিক ফসল লাভের জন্য যে সকল প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে বীজ শোধন বলে।

০৮. বীজ পরীক্ষা কী? ৯৯%

উত্তর: বীজের জীবনী শক্তি, অঙ্কুরোদগমের হার, সুস্থতা

কোনো নির্ণয় করার প্রক্রিয়াকে বীজ পরীক্ষা বলে।

০৯.বীজের অঙ্কুরোদগমের শতকরা হার নির্ণয়ের সূত্র লিখ।

 উত্তর: বীজ অঙ্কুরোদগমের শতকরা হার অংকুরিত বীজের সংখ্যা - পাত্রে স্থাপিত বীজের সংখ্যা × ১০০।

 

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

 ০১. বীজের সজীবতা বলতে কী বুঝ? 

 ০২.বীজের সুপ্তাবস্থা বলতে কী বুঝ?

০৩.বীজের সুপ্তাবস্থার সুবিধাসমূহ লিখ। 

০৪. মৃৎগত ও মৃৎভেদী অঙ্কুরোদগমের মধ্যে পার্থক্য লেখ। 

০৫.বীজের সুপ্ততা কী? এর কারণ ব্যাখ্যা কর। 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১.বীজের সুপ্তাবস্থা ভাঙ্গনের উপায়সমূহ বর্ণনা কর। 

০২. অঙ্কুরোদগম কাকে বলে? বিভিন্ন প্রকার অঙ্কুরোদগম পদ্ধতি বর্ণনা কর। [.

০৩.বীজের সজীবতা কি? বীজের সজীবতা নির্ণয়ের কয়েকটি পরীক্ষা বর্ণনা কর। 

 0৪.বীজ শোধন বলতে কী বুঝ? বপনের সময় বীজ শোধনের প্রক্রিয়া বর্ণনা কর। 

০৫. বীজের সুপ্তাবস্তার কারণ সমূহ এবং কৃত্রিম উপায়ে তা রহিত করণের ব্যবস্থা বর্ণনা কর। 

০৫.বীজের অংকুরোদগমের সময়ে সংঘটিত শারীরবৃত্তীয় এবং প্রাণরাসায়নিক পরিবর্তনসমূহের বর্ণনা দাও। 

০৬.টীকা লিখ:

(ক) বীজের সজীবতা 

(খ) জরায়ুজ অঙ্কুরোদগম।

Read more:8th chapter