ভূমিকা।১ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ভূমিকা।১ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ভূমিকা।১ম  অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা।১ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায়:- ০১ ভূমিকা

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১-পরাগরেণু বিজ্ঞান (Palynology) কি? 

উত্তর: বিজ্ঞানের যে শাখায় পরাগরেণু ও পরাগকণা নিয়ে বিভিন্ন অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে পরাগরেণু বিজ্ঞান বা Palynology বলে।

০২-পরাগবিদ্যা (Palynology) শব্দটিকে কে প্রথম প্রদান করেন?

উত্তর: অস্ট্রেলীয়ার দুইজন বিজ্ঞানী Hyde এবং Williams (১৯৪৫) সালে প্রথম পরাগবিদ্যা শব্দটি প্রদান করেন।

০৩-পরাগবিদ্যা (Palynology) শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করে?

উত্তর: ল্যাটিন ক্রিয়াপদ "Palynein" থেকে।

০৪-পরাগকনিকা সপুষ্পক উদ্ভিদ পুষ্পের পুংজনন কোষ কে আবিষ্কার করেন?

উত্তর: ইতালীর গণিতবিদ ও লেন্স ব্যবসায়ী Giovanni Battista Amici.

০৫-পরাগরেণুর উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি?

উত্তর: "পরাগ শস্য" তাদের গঠন, শনাক্তকরণ এবং বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় তাৎপর্য"।

০৬-প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের জনক কে? 

উত্তর: প্রত্নপরাগরেণু বিজ্ঞানের জনক হলেন- সুইডিস বিজ্ঞানী Erdtman। 

০৭-পরাগ বিজ্ঞানের পথিকৃত বই কোনটি?

উত্তর: Text book of Modern pollen Analysis.

০৮-SEM এর পূর্ণরূপ কি? 

উত্তর: SEM এর পূর্ণরূপ হলো- Scanning Electron Microscope.

০৯-TEM এর পূর্ণরূপ কি?

উত্তর: TEM এর পূর্ণরূপ হলো- Transmission Electron Microscope.

১০-TSRLM এর পূর্ণরূপ কি?

উত্তর: TSRLM এর পূর্ণরূপ হলো- Tendem Scanning Refracted Light Microscope.

১১-পরাগরেণু বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

উত্তর: দুইটি। যথা- (i) মৌলিক পরাগবিজ্ঞান; (ii) ফলিত পরাগবিজ্ঞান

১২-পরাগরেণু বিজ্ঞান এর সাথে অন্যান্য কোন কোন বিজ্ঞানের সম্পর্ক রয়েছে?

উত্তর: উদ্ভিদ শ্রেণীবিন্যাস, প্রাণরসায়ন, মৌমাছি-বিজ্ঞান, কৃষি, ভ্রূণবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, বায়ুবিজ্ঞান, প্রত্নতত্ত্ব ইত্যাদি।

১৩-বায়ুপরাগবিদ্যা (Aeropalynology) কি?

উত্তর: বায়ুতে পরাগরেণু বৈশিষ্ট্য-এর উপস্থিতি ও বিস্তার সম্পর্কে পরাগরেণুর যে শাখায় আলোচনা করা হয় তাকে Aeropalynology বলে।

১৪-মৌ-পরাগবিদ্যা (Melissopalynology) কি?

উত্তর: পরাগরেণুর যে শাখায় মধু-মৌমাছি ও উদ্ভিদ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে Melissoplaynology বলে।

১৬-পোলেনকীট কি? 

উত্তর: মধু উৎপাদনের সময় মৌচাকে মৌমাছিরা খাদ্য হিসেবে যেসব কীট গ্রহণ করে থাকে, যারা পরাগকণার গায়ে এক বিশেষ বস্তু, তাদেরকে পোলেনকীট বলা হয়।

১৭- ভেষজপরাগবিদ্যা (Pharmacopalynology) কি?

 উত্তর: পরাগরেণুর যে শাখায় ভেষজগুণ সম্পন্ন পরাগরেণু নিয়ে আলোচনা করা হয় সে শাখাকে ভেষজপরাগবিদ্যা (Pharmacopalynology) বলে।

১৮-চিকিৎসাপরাগবিদ্যা (Latropalynology) কি?

 উত্তর: চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পরাগরেণু যা রোগ সৃষ্টি করে ও চিকিৎসা বিষয়ে যেসব জ্ঞান অর্জন করা যায় তাকে চিকিৎসাপরাগবিদ্যা (Latropalynology) বলে।

১৯-প্রত্ন পরাগবিদ্যার সংজ্ঞা দাও। 

 অথবা, প্রত্নতাত্ত্বিক পরাগবিদ্যা (Palaeopalynology) কি! উত্তর: প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, খনিজ সম্পদ, ভূতাত্ত্বিক ও জীবাশ্ম এবং উদ্ভিদের জাতিজনি সম্পর্কিত গবেষণা পরাগরেণু বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে। প্রত্নতাত্ত্বিক পরাগবিদ্যা (Palaeoplynology) বলে।

২০-আধুনিক পরাগরেণুবিদ্যার জনক কে? 

উত্তর: সুইডিস বিজ্ঞানী Erdtiman.



খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১.পরাগরেণু বিজ্ঞান বলতে কি বুঝ?

  ক্যাডাদলা উদ্ভিদবিজ্ঞা অথবা, প্যালিনোলজী বলতে কী বুঝ?

০২. আধুনিক পরাগবিদ্যার জনক কাকে এবং কেন বলা হয়। 

০৩-পরাগরেণুবিদ্যার শাখাসমূহ আলোচনা কর। অথবা, পরাগরেণুবিদ্যার শাখাসমূহের বর্ণনা দাও।

০৪-পরাগরেণুর অনুর্বরতা কী? অনুর্বরতার কারণগুলো লেখ। 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

 ০১. পরাগরেণু বিজ্ঞানের ইতিহাস সংক্ষেপে আলোচনা কর। [

০২. পরাগবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের-সম্পর্ক লিখ।

 ০৩-পরাগরেণু বিজ্ঞানের উদ্দেশ্য ও পরিধি বর্ণনা কর।

 ০৪. আবৃতবীজী উদ্ভিদের পরাগের বিবর্তন ধারা বর্ণনা কর। 

অথবা, পরাগরেণু বিজ্ঞানের উদ্দেশ্য ও পরিসর সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

০৫ ট্যাক্সোনমি ও ফাইলোজেনিতে প্যালিনোলজির ভূমিকা ব্যাখ্যা কর। 

০৬-প্যালিনোলজির গুরুত্ব আলোচনা কর। 

০৭- পরাগরেণুবিদ্যার গুরুত্ব উল্লেখ কর।

Read more:6th chapter(paleobotany)