ভূমিকা(Introduction) ।১ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভূমিকা(Introduction) ।১ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০১:ভূমিকা(Introduction)
০১. উদ্ভিদ রোগতত্ত্ব কি?
অথবা, উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) কাকে বলে?
উত্তর : উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ, বৃদ্ধি, লক্ষণ, নিদান প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগতত্ত্ব বলা হয়।
০২. Epiphytotic বলতে কী বুঝ?
উত্তর : এপিফাইটোটিক এমন একটি শব্দ যা উদ্ভিদের রোগবিদ্যায় ব্যবহৃত হয়। এটি উদ্ভিদের মধ্যে রোগ বা সংক্রমণের দ্রুত এবং ব্যাপক ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়।
০৩. উদ্ভিদ রোগ বলতে কী বুঝ?
উত্তর : উদ্ভিদের রোগ বলতে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে বিঘ্ন ঘটায় এমন যেকোনো অবস্থাকে বুঝায় ।
০৪. অজীবজনি মতবাদ কি?
উত্তর : রোগ সৃষ্টি হয় স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ থেকে ।
০৫. উদ্ভিদ রোগের জীবাণু তত্ত্ব (Germ Theory of plant disease) কে প্রথম প্রবর্তন করেন?
উত্তর : B. Prevost.
০৬. আধুনিক রোগতত্ত্বের জনক কে?
অথবা, আধুনিক উদ্ভিদ রোগ তত্ত্বের জনক কে?
উত্তর : Anton de Bary (1831-1888)।
০৭. শস্যের রোগ এর কারণ ও প্রতিকার বইটি কে লিখেন?
উত্তর : J.G. Khun.
০৮. কর্কের স্বীকার্য কে প্রদান করেন?
উত্তর : কর্কের স্বীকার্য প্রদান করেন- Robert Kock
(1876) সালে ।
০৯. বোর্দোমিশ্ৰণ নামক ছত্রাক বারক কে আবিষ্কার করেন?
উত্তর: P.M.A. Millardet (1885) সালে।
১০. উদ্ভিদ রোগতত্ত্বের (Plant pathology) পরিসরগুলো কি কি?
উত্তর : উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান, রোগের পূর্বাভাস প্রদান, রোগ নিয়ন্ত্রণ করা, ফল ও বীজ সংরক্ষণ সম্পর্কে তথ্য প্রদান, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রভৃতি।
১১. উদ্ভিদ রোগের কারণে কি সৃষ্টি হয়?
উত্তর : খাদ্যাভাব, মহামারি, অর্থ সামাজিক অবস্থার বিপর্যয় প্রভৃতি।
১২. রোগ লক্ষণ কিভাবে সৃষ্টি হয়?
উত্তর : পোষক ও প্যাথোজেনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে রোগ লক্ষণ সৃষ্টি হয়।
১৩. উদ্ভিদ রোগের কারণ কয়টি?
উত্তর : তিনটি। যথা- (i) জীবীয় কারণ, (ii) অজীবীয় কারণ ও (iii) ভাইরাসগত কারণ।
১৪. উদ্ভিদ রোগের জীবীয় কারণের পরজীবীগুলো কি?
উত্তর : Fungi, MLO, RLO, Bacteria, Actionmycotes, Protozoa, Nematoda ইত্যাদি।
১৫. কোন ছত্রাক সবচেয়ে বেশি রোগ ছড়ায়?
উত্তর : Deuteromycetes শ্রেণির ছত্রাক।
১৬. ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিদের কি কি রোগ হয়ে থাকে?
উত্তর : Blight, Canker, Leaf spot, soft rot, Gall, Vascular disease ইত্যাদি।
১৭. MLO-এর পূর্ণরূপ লেখ।
অথবা, MLO-এর অর্থ কি?
উত্তর : MLO -এর অর্থ Mycoplasma Like Organism.
১৮. MLO দ্বারা উদ্ভিদের কি কি রোগ হয়?
উত্তর : ডাইনির ঝাটা, ধানের স্ট্রাইপ, বেগুনের ছোট পাতা,পেঁপের bunchy top, Aster Yellows ইত্যাদি।
১৯. উদ্ভিদ রোগের আজীবীয় কারণগুলো কি কি?
উত্তর : প্রতিকূল আবহাওয়া, মৃত্তিকার প্রতিকূল অবস্থা,মৃত্তিকার পুষ্টির ঘাটতি, দূষণযুক্ত পরিবেশ, রাসায়নিক পদার্থ ইত্যাদি ।
২০. ডায়াগনসিস (Diagnosis) কি?
উত্তর : রোগের জন্য যে প্যাথোজেন দায়ী তা নির্ণয় করা এবং উপসর্গ ও সাক্ষ্য প্রমাণ দেখে রোগ বিষয়ে নিশ্চিত হওয়াকে ডায়াগনসিস (Diagnosis) বলা হয়।
২১. উদ্ভিদ রোগ নির্ণয়কে কয়টি ভাগে ভাগ করা হয়?
উত্তর : দুই ভাগে। যথা- (i) Infectious diseases, (ii)Non- Infectious diseases.
২২. রোগের বাহক ভিত্তিক রোগকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তর : তিন ভাগে। যথা- (i) জীবীয় উদ্ভিদের রোগ, (ii)অজীবীয় রোগ ও (iii) ভাইরাস জনিত রোগ।
২৩. পাঁচটি রোগ লক্ষণের নাম লিখ।
অথবা, লক্ষণের উপর ভিত্তি করে রোগের ভাগগুলো কি কি?
উত্তর : পচন, ক্যাঙ্কার, পত্র দাগ, ব্লাইট, নেতিয়ে পড়া, রাস্ট, স্মার্ট, মিলডিউ, ক্লোরোসিস, স্ক্যাব, রোসেটিং,অর্বুদ ইত্যাদি ।
২৪. এন্ডেমিক রোগ (Endemic disease) কি?
উত্তর : যে সমস্ত রোগ কোনো নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাকে এন্ডেমিক রোগ (Endemic disease) বলে। যেমন- আলুর অর্বুদ, ধানের উফারা।
২৫. বিক্ষিপ্ত রোগ কি?
উত্তর : যে সমস্ত সংক্রামক রোগ এখানে সেখানে অনিয়মিত ভাবে মাঝে মধ্যে দেখা যায় তাকে বিক্ষিপ্ত রোগ বলে ।
২৬. প্যান্ডেমিক (Pandemic) রোগ কি?
উত্তর : যখন কোনো মহামারি রোগ একটি বা একাধিক মহাদেশের প্রায় সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে বহু উদ্ভিদের মৃত্যু ঘটায় তাকে প্যান্ডেমিক (Pandemic) রোগ বলে।
২৭. রোগের সম্প্রসারণাভিত্তিক রোগ কয় প্রকার?
উত্তর : দুই প্রকার । যথা- (i) স্থানীয় রোগ ও (ii) সর্বাঙ্গীয় রোগ।
২৮. দুটি স্থানীয় রোগের নাম লিখ ।
উত্তর : (i) বাদামের টিক্কা রোগ ও (ii) Root Knot
২৯. দুইটি সর্বাঙ্গীয় রোগের নাম লিখ ৷
উত্তর : (i) গমের লুজ স্মার্ট ও (ii) আখের হুইপ স্মার্ট ।
৩০. অসংক্রামক রোগ কী?
উত্তর : পরজীবী ব্যতীত অন্য কারণে পোষক দেহে রোগ সৃষ্টি হলে তাকে অসংক্রামক রোগ বলে।
৩১. দুটি প্যান্ডেমিক (Pandemic) রোগের নাম লিখ।
উত্তর : (i) আলুর ব্লাইট ও (ii) আঙ্গুরের পাউডারী মিলডিউ ।
৩২. উদ্ভিদের ইমিউন সিস্টেম কী?
উত্তর : রোগজীবাণু সংক্রমণ এড়াতে উদ্ভিদের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। উদ্ভিদ প্রধানত দুটি উপায়ে নিজেদের রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে,ট্রিগারড ইমিউনিটি (PTI) এবং ইফেক্টর ট্রিগারড ইমিউনিটি (ETI)। এছাড়া RIN4, প্লাজমা ঝিল্লিতে স্থানীয়কৃত, একমাত্র প্রোটিন যা পিপিআই এবং ইটিআই উভয় শাখাকেই নেতিবাচকভাবে নিয়ন্ত্রণ করে থাকে ।
খ-বিভাগ :
০১. উদ্ভিদ রোগতত্ত্ব বা রোগ বিজ্ঞান কি?
অথবা, প্ল্যান্ট প্যাথোলজি বলতে কি বুঝ?
০২. স্থান, কাল ও প্যাথোজেনের নাম উল্লেখ করে ৫টি উদ্ভিদ রোগের নাম জীবাণুর নাম লিখ যা পৃথিবীতে মহামারি হিসেবে দেখা দিয়েছে।
অথবা, স্থান, কাল উল্লেখপূর্বক ৫টি রোগের নাম (জীবাণুর নাম) লিখ যা মহামারি আকার ধারণ করেছিল।
০৩. জীবজ উদ্ভিদ রোগ ও অভীবজ উদ্ভিদ রোগের মধ্যে পার্থক্য লিখ।
০৪. সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য লেখ।
গ-বিভাগ :
০১. আধুনিক কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ রোগবিজ্ঞানের ভূমিকা লিখ।
অথবা, কৃষিতে উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব আলোচনা কর ।
অথবা, উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, উদ্ভিদ রোগতত্ত্ব বা রোগবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ।
০২. রোগ সৃষ্টির কারণের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
০৩. কারণ, আক্রান্ত অংশ ও রোগের বিস্তারের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
০৪. উদ্ভিদ রোগের জীবীয় কারণসমূহ বর্ণনা কর।
০৫. উদ্ভিদ রোগতত্ত্ব Anton de Bary, H. Floor, P.MA. Millardet, E.J. Butler এবং M. Tillet এর অবদান সম্পর্কে আলোচনা কর।
০৬. নিম্নলিখিত বিজ্ঞানীগণের আবিষ্কার ও অবদান বর্ণনা কর।
(i) Antony Von Leeuwenhock;
(ii) Robert Koch;
(iii) Pier Antonio Micheli.
০৭. কারণ, আক্রান্ত অংশ ও উৎসের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
অথবা, উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস লিখ।
অথবা, রোগ উৎপাদকের মূল এজেন্টের উপর ভিত্তি করে উদ্ভিদ রোগের শ্রেণিবিন্যাস কর।
অথবা, এজেন্টভিত্তিক উদ্ভিদরোগের শ্রেণিবিন্যাস কর।
০৮. টীকা লিখঃ সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ;
Read more:4th chapter of plant nutrition part