সংকরায়ন । ৬ষ্ঠ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সংকরায়ন । ৬ষ্ঠ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সংকরায়ন । ৬ষ্ঠ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
সংকরায়ন । ৬ষ্ঠ অধ্যায়। Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৬ষ্ঠ অধ্যায়:-  সংকরায়ন

ক-বিভাগ 

 

০১.সংকরায়নের সংজ্ঞা দাও। 

অথবা, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কী?

উত্তর : ভিন্ন জিনোটাইপের দুটি উদ্ভিদ বা সারির উদ্ভিদের মধ্যে যৌনমিলন বা ক্রস করানোকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলে।

০২. হাইব্রিডাইজেশনের উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা হয়?

উত্তর : তিন ভাগে। যথা: (i) Combination breeding; (ii) Transgrassive breeding এবং (iii) Hybrid varieties |

০৩. সংকরজাত কী? 

উত্তর: স্ব-পরাগায়িত ফসলে F, সংকর জাত এর প্রজনকদের তুলনায় অধিক তেজসম্পন্ন ও উৎপাদনক্ষম জাতকে সংকরজাত বলে।

০৪. আন্তঃপ্রজাতি সংকরায়ন কী? 

উত্তর : একই গণভুক্ত দুই বা ততোধিক প্রজাতির অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়নকে আন্তঃপ্রজাতি সংকরায়ন বলে।

০৫. আন্তঃগণ সংকরায়ন কী? 

উত্তর : দুই বা ততোধিক গণের অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়নকে আন্তঃগণ সংকরায়ন বলে।

০৬. একক সংকরায়ন কী?

উত্তর : দুটি প্রজনকের কৃত্রিম পদ্ধতিতে যৌন মিলনের দ্বারা সংকর জাতি সৃষ্টি করাকে একক সংকরায়ন বলে।

০৭. ত্রিমুখী সংকরায়ন কী?

উত্তর : দুটি প্রজনকের মধ্যে ক্রস করে F, বংশধরে যে সংকর উৎপন্ন হয় তাকে স্ত্রী প্রজনক ধরে তার সাথে তৃতীয় প্রজনকের সংকরায়ন করাকে ত্রিমুখী সংকরায়ন বলে।

০৮. শীর্ষ সংকরায়ন কী? 

উত্তর : মুক্ত পরাগী জাতের সাথে সহজাত সারির সংকরায়ন ঘটালে তাকে শীর্ষ সংকরায়ন বলে ।

০৯. পশ্চাৎ সংকরায়ন কী?

উত্তর : দুটো প্রজনক কর্তৃক সৃষ্ট সংকর উদ্ভিদকে দুটো প্রজনকের যেকোনো একটির সাথে ক্রস করাকে পশ্চাৎ সংকরায়ন বলে।

১০. দ্বি-সংকরায়ন কী? 

উত্তর : দুইজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে,

তাকে দ্বি সংকরায়ন বলে।

১১. Open polinated, বা মুক্ত পরাগী কী?

উত্তর : পর পরাগায়িত প্রজাতিতে যখন কোনো বাধা ছাড়াই প্রাকৃতিকভাবে পরাগায়ন সংঘটিত হয় তখন ঐ ধরনের পরাগায়নকে Open polinated বলে।

১২. সম্মিলিত সংকরায়ন কী?

উত্তর : অধিক সংখ্যক কাঙ্ক্ষিত জিন ভিন্ন ভিন্ন প্রজনক থেকে একটি উদ্ভিদে আনায়নের জন্য যে সংকরায়ন করানো হয় তাকে সম্মিলিত সংকরায়ন বলে।

১৩. কম্পোজিট জাত কাকে বলে?

উত্তর : ব্যাহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচিত কয়েকটা পর পরাগী উদ্ভিদের মধ্যে সবধরনের সমাবন্ধন সংকরণে উদ্ভূত জাতকে কম্পোজিট জাত বলে ।

১৪.সিনথেটিক জাত বলতে কী বুঝ? 

অথবা, সিন্থেটিক জাত কাকে বলে?

উত্তর : কৃত্রিম উপায়ে উদ্ভিদের যে জাত উৎপাদন করা হয় তাকে সিন্থেটিক জাত বলা হয়।

১৫. সংকরায়নের কৌশলগুলো কী কী?

উত্তর : প্রজনক নির্বাচন, প্রজনকের মূল্যায়ন, প্রজনকের সংকরায়ন, পুংহীনকরণ, ট্যাগ সংযুক্তকরণ, পরাগায়ন, ফসল সংগ্রহ ও সংকর বীজ সংরক্ষণ।

১৬. সংকরায়নে কখন ইমাস্কুলেশনের প্রয়োজন হয় না? 

উত্তর : পরপরাগী উদ্ভিদের সংকরায়নের সময় ইমাস্কুলেশনের প্রয়োজন হয়না।

১৭. ইমাসকুলেশন কাকে বলে? 

উত্তর : উভলিঙ্গ ফুলের স্ব-পরাগায়নের আগে পুংপুষ্পমঞ্জরি কেটে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে ইমাসকুলেশন বলে।

১৮. Recurrent selection বলতে কী বুঝ? 

অথবা, Recurrent selection কী? 

উত্তর : পর পরাগী ফসলের উন্নতির লক্ষ্যে কোনো পপুলেশনের জেনেটিক ভেরিয়েশন এর অধিক পরিমাণহ্রাস ছাড়া কোনো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জেনেটিকফ্রিকুয়েন্সী বৃদ্ধিকে Recurrent Selection বলে।

১৯.ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে? 

উত্তর : একটি বাইরের কার্যকর জিন যা সাধারণত উদ্ভিদে উপস্থিত নেই তা থেকে জৈবপ্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদসমূহে প্রবেশ করানো হয় তাদের ট্রান্সজেনিক উদ্ভিদ বলে।

২০. ইনব্রিড ক্রস কী? 

উত্তর : দুটি গণের মধ্যে আন্তঃপ্রজনন কৌশলকে ইনব্রিড ক্রস বলে।

 

খ-বিভাগ 

 

০১. সংকরায়ন কাকে বলে? এটা কত প্রকার ও কী কী?

০২. নতুন জাতের শস্য উদ্ভাবনে সংকরায়নের তাৎপর্য আলোচনা কর। 

০৩. সংকরায়ন বলতে কী বুঝ? কৃত্রিম সংকরায়নের উদ্দেশ্যসমূহ লিখ। 

০৪. উদ্ভিদের কৃত্রিম সংকরায়নের কর্মকৌশল বর্ণনা কর। 

অথবা, কৃত্রিম সংকরায়ন বলতে কী বুঝ? কৃত্রিম সংকরায়নের কর্মপদ্ধতি/কার্যপদ্ধতি বা কলাকৌশল বর্ণনা কর।

০৫. কৃত্রিম সংকরায়নের গুরুত্ব উল্লেখ কর। 

অথবা, কৃত্রিম সংকরায়নের গুরুত্ব লিখ।

অথবা, কৃত্রিম সংকরায়নের গুরুত্ব সম্পর্কে লিখ।

অথবা, কৃত্রিম সংকরায়নের গুরুত্ব বর্ণনা কর।

 

গ-বিভাগ 

 

০১. সংকরায়ন কী? এর সুবিধা-অসুবিধা আলোচনা কর। 

০২. বিভিন্ন প্রকার সংকরায়নের বর্ণনা কর। 

০৩. সংকরায়ন কি? সংকরায়নের কর্মকৌশল লিখ। 

অথবা, হাইব্রিডাইজেশন বলতে কী বুঝ? হাইব্রিডাইজেশনের কলাকৌশল বর্ণনা কর।

০৪. টীকা লিখ।

(i) সংকরায়ন:

(ii) ইমাসকুলেশন:

(iii) ব্যাগিং।

(iv)বহুমুখী সংকরায়ন পদ্ধতি। 

5th chapter