সাইকাসের জীবনচক্র।।৫.১তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
সাইকাসের জীবনচক্র।।৫.১তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ৫.১. সাইকাসের জীবনচক্র
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);
০১. Cycas কোন বিভাগের অন্তর্ভুক্ত?
উত্তর : Cycadopsida বিভাগের অন্তর্ভুক্ত।
০২. Cycas -এর কয়টি প্রজাতি আছে?
উত্তর : প্রায় ২০টি।
০৩. Cycas -এর বিস্তার কোন অঞ্চলে বেশি?
উত্তর : গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে Cycas-এর বিস্তার বেশি দেখা যায়।
০৪. উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু কার?
উত্তর : Cycas-এর শুক্রাণু ।
০৫- Cycas ৫ জীবন্ত জীবাশ্মের সংজ্ঞা দাও।
উত্তর : যেসব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের দু'একটি প্রজাতি এখনও পৃথিবীতে জীবিত রয়েছে সেই সব প্রজাতিকে জীবন্ত-জীবাশ্ম বলে।
০৬-জীবন্ত জীবাশ্বের একটি উদাহরণ দাও।
উত্তর : Cycas-কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
০৭. জিমনোস্পার্মের দুটি জীবন্ত প্রজাতির নাম লিখ।
উত্তর : (i) Cycas, (ii) Ginkgo biloba.
০৮. জিমনোস্পার্মের একটি জীবন্ত ফসিলের নাম লেখ।
উত্তর : জিমনোস্পার্মের একটি জীবন্ত ফসিলের নাম হলো : (i) Cycas, (ii) Gnetum.
০৯. বাংলাদেশে জন্মে এমন দুটি Cycas প্রজাতির নাম লিখ।
উত্তর : বাংলাদেশে জন্মে এমন দুটি Cycas প্রজাতি হলো- (i) Cycas circinalis, (ii) C. revoluta.
১০. Palm fern নামে পরিচিত উদ্ভিদ কোনটি?
উত্তর : Cycas.
১১. Cycas -এর পাতা কি ধরনের?
উত্তর : পক্ষল যৌগিক ।
১২. Cycas -এর পাতা কত প্রকার?
উত্তর : ২ প্রকার। যথা- (ক) সবুজ পল্লবপত্র, (খ) ক্ষুদ্র বাদামি বর্ণের শুল্কপত্র
১৩. Cycas-এ কোন ধরনের মূল দেখা যায়?
উত্তর : কোরালয়েড মূল দেখা যায়।
১৪.Root tubercle কাকে বলে?
উত্তর : কোরালয়েড মূলকে Root tubercle বলে।
১৫.Coralloid root কী?
উত্তর : Cycas -এর তরুণ মুলে Nostoc, Anabaena নামক শৈবাল অবস্থান করে কোরালের ন্যায় আকৃতির মূল সৃষ্টি.করলে তাকে কোরালয়েড মূল বলা হয়.
১৬-কোরালয়েড মূল কোন শৈবাল ছারা আক্রান্ত হয়?
উত্তর : Nostoc, Anabaena নামক শৈবাল দ্বারা TAG হয়।
১৭. Cycas কি ধরনের উদ্ভিদ?
উত্তর : Cycas বহুবর্ষজীবী, নগ্নবীজী ও ভিন্নবাসী।
১৮.Cycas -এর পুংস্ট্রোবিলাস কোথায় উৎপন্ন হয়?
উত্তর : কাণ্ডের অগ্রভাগে এককভাবে উৎপন্ন হয়।
১৯. Cycas -এর পুংস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?
উত্তর :৪১-৬১ সে. মি.মি।
২০. ওষুধ তৈরিতে ব্যবহত একটি Cycas প্রজাতির নাম ?
উত্তর :Cycas circinalis.
২১-জিন্নোম্পার্মের একটি জীবাশ্ম ফসিলের নাম লেখ।
উত্তর : জিত্রোস্পার্মের একটি Soy ফসিলের নাম হলো : . (i) Cycas, (ii)Gnetum. .
২২.Cycas এর প্রজাতিগুলো বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উত্তর :চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়।
২৩. বাংলাদেশে পাওয়া যায় এমন একটি Cycas প্রজাতির নাম লিখ ।
উত্তর : Cycas pectinata.
২৪. মাইক্রোস্পোরোফিল বলতে কি বুঝ?
উত্তর : পুং স্ট্রোবিলাসে অবস্থিত মাইক্রোস্পোরাঞ্জিয়ামসহ রেণুপত্রকে মাইক্রোস্পোরোফিল বলে ।
২৫. ট্রান্সফিউশন টিস্যু কী?
উত্তর : Cycas অনুফলকের প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যবর্তী স্থানে ত্বকের সাথে সমান্তরালভাবে বিন্যস্ত এবং অনুগ্রন্থে লম্বা, পাতলা প্রাচীরযুক্ত, স্বচ্ছ বর্ণের কয়েক স্তর কোষ দ্বারা যে টিস্যু গঠিত হয় তাকে ট্রান্সফিউশন টিস্যু বলে। .
২৬. Cycas -এর পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি?
উত্তর : মাইক্রোস্পোর ।
২৭. সাইকাস শস্যের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : সস্য হ্যাপ্লয়েড ও নিষেকের পূর্বে গঠিত।
২৮. Cycas -এর স্ত্রী-গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি?
উত্তর : মেগাস্পোর ।
২৯. Cycas -এর জীবনচক্র কী রকম?
উত্তর : স্পোরোফাইটিক জনু ও গ্যামেটোফাইটিক জনু পর্যায়ক্রমে আবির্ভাব ঘটে ।
৩০. কোন Gymnosperm এর ডিম্বক সবচেয়ে বড়?
উত্তর : Cycas নামক জিমনোস্পার্ম ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);
০১-Cycas -এর স্বভাব ও বিস্তৃতি সম্পর্কে আলোচনা কর।
০২-Cycas ফার্ন জাতীয় বা আদিম বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
০৩.Cycas -এর পত্রকের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
০৪.কোরালয়েড মূল কী? Cycas -এর মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন?
০৫-Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
০৬-Cycas-এর পুং স্ট্রোবিলাস এর সচিত্র বর্ণনা দাও।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১-Cycas -এর স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ (Female gametophyte) এর গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
০২-Cycas-এর পুং ও স্ত্রীরেণুপত্রের বর্ণনা দাও।
০৩-Cycas-এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
০৪-Gretum-এর পুংগ্যামিটোফাইটের বর্ধনের বর্ণনা কর।
০৫- Cycas, Pinus এবং Gentum-এর বীজ বিকাশকালীন পার্থক্যগুলো লিখ।
০৬-চিহ্নিত চিত্র সহ Cycas গণের অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর ।
০৭-Cycas-এর পু গ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
Read more:4th chapter