সূচনা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সূচনা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

সূচনা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
সূচনা । ১ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১ম অধ্যায়:- সূচনা

ক-বিভাগ

১. অর্থনৈতিক উদ্ভিদবিজ্ঞান কী?

অথবা, ইকোনমিক বোটানী কী?

উত্তর: উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক উদ্ভিদ ও উদ্ভিদাংশ নিয়ে আলোচনা করা হয় সে সমস্ত উদ্ভিদকে অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান বলে।

২. অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞানের অন্যতম জনক কে?

উত্তর: Harsberger.

৩. খাদ্য শস্য উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ১. ধান- Oryza sativa, ২. গম- Triticum aestivum.

৪.সিরিয়াল বা তন্ডুল (Cereals) শস্য কাকে বলে? 

উত্তর: অপেক্ষাকৃত বড়ো আকারের দানাযুক্ত খাদ্যশস্যকে সিরিয়াল বা তন্ডুল শস্য বলে। যেমন- গম ও ভুট্টা।

৫. মিলেট কী  (Millets)?

অথবা, ক্ষুদ্র দানাযুক্ত খাদ্যশস্য কী?

উত্তর :অপেক্ষাকৃত ছোট আকারে দানাযুক্ত খাদ্যশস্যকে মিলেট বলে। যেমন:কাউন,জোয়ার ইত্যাদি। 

৬. অর্থনৈতিক উদ্ভিদ কোনগুলো?

 উত্তর:ধান, গম, পাট, মসুর, মটর, সেগুন, শাল, কাঁঠাল, নারিকেল, তুলা, সয়াবিন, সরিষা ইত্যাদি।

৭. ডাল উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। 

উত্তর। ডাল উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-  ১. মসুর- Lens culinaris, ২. মটর- Pisum sativum.

৮. কাঠ উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: কাঠ উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-  ১. সেগুন - Tectona grandis,  ২. শাল- Shorea robusta.

৯. তন্ত্র উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ১. তুলা - Gossypium herbaceum. ২. পাট- Corchorus capsularis.

১০.ঔষধ উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ঔষধ উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো-  ১. উলট কম্বল - Abroma augusta,  ২. ধুতরা- Datura. metel. 

১১. বাস্ট তন্তু কী? একটি উদাহরণ দাও।

উত্তর: গৌণ ফ্লোয়েম থেকে সৃষ্ট তন্ত্রকে বাস্টতন্ত্র বলা হয়। যেমন- পাট-Corchorus capsularis

১২. দুটি উদ্বায়ী তৈল উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ১. আতর- Rosa domascena. ২. অরেঞ্জ ওয়েল- Citrus reticulata

১৩. দুটি অনুদ্বায়ী তৈল উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ১. সরিষা- Brassica campestris, ২. সয়াবিন- Glycine max.

১৪. দুটি সবজি উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

 উত্তর: ১. আলু- Solanum tuberosum, ২. টমেটো- Solanum lycopersicum.

 ১৫. দুটি ফল উৎপাদনকারী উদ্ভিদের নাম লিখ।

উত্তর: ১. আম- Mangifera indica, ২. কাঁঠাল- Artocarpus heterophyllus.

 ১৬. মসলা কী?

 উত্তর : খাদ্যদ্রব্যকে মুখরোচক এবং সুস্বাদু করার জন্য রান্না সময় অথবা পরে যে দ্রব্যাদি মেশানো হয় তাদের মসলা বলে।

১৭. মসলা উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

 উত্তর : ১. আদা- Zingibe offficinale, ২. হলুদ- Curcuma longa.

১৮. দুটি পানীয় উৎপাদনকারী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর :১.চা - Camellia sinenss, ২. কফি-Coffea  arabica.

 ১৯. সুগন্ধি উৎপাদনকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর :১. চন্দন-Santalum album, ২. কপুর- Cinnamomum camphore.

 

খ-বিভাগ

১. অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান বলতে কী বুঝ? 

 অথবা, ইকোনমিক বোটানির সংজ্ঞা দাও।

২. পাঁচটি অর্থনৈতিক উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ব্যবহার লিখ।

৩. তন্তু কী? এর প্রকারভেদ লিখ।

 অথবা, উদাহরণসহ উৎপত্তির ভিত্তিতে তন্তুর শ্রেণীবিভাগ কর।

৪. সিরিয়েল না তন্ডুল শস্য ও মিলেটের মধ্যে পার্থক্য লিখ।

 অথবা,  সিরিয়েল বা তন্ডুল শস্য ও মিলেটের মধ্যে তুলনা কর।

 

 গ- বিভাগ

 

১.অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞানের পরিসর আলোচনা কর।

 অথবা, ইকোনমিক বোটানির পরিসর লিখ।

২. দশটি অর্থনৈতিক উদ্ভিদের নাম,বৈজ্ঞানিক নাম,গোত্র ও ব্যবহার সম্পর্কে লিখ।

৩. টীকা লিখ:

(ক) বাংলাদেশের অর্থনীতিতে অর্থকারী  ফসলের ভুমিক। 

অথবা, ইকোনমিক বোটানির গুরুত্ব লেখ।

Read more: