বাংলাদেশে সমভূমি ও পাহাড়ি অঞ্চলে উদ্যান উদ্ভিদের চাষাবাদগত সমস্যা । তের অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বাংলাদেশে সমভূমি ও পাহাড়ি অঞ্চলে উদ্যান উদ্ভিদের চাষাবাদগত সমস্যা । তের অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় (১৩) বাংলাদেশে সমভূমি ও পাহাড়ি অঞ্চলে উদ্যান উদ্ভিদের চাষাবাদগত সমস্যা
(Problems of Cultivation of Horticultural Plants in Plain Land and Hilly Regious of Bangladesh)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
01. উদ্যান উদ্ভিদ বলতে কোন উদ্ভিদকে বুঝায়?
উত্তর । সাধারণত সবজি ফল, ফুল ও শোভাবর্ধনকারী
উদ্ভিদসমূহ ।
০২. সমতল ভূমি বাংলাদেশের কোথায় দেখা যায়?
উত্তর : গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর,
দিনাজপুর, রাজশাহী প্রভৃতি জেয়ায় ৷
০৩. সমতল ভূমিতে কোন কোন ফসল জানে?
উত্তর : লাউ, শিম, শসা, করলা, বাঁধাকপি, ফুলকপি,
আম, জাম, লিচু ইত্যাদি ।
০৪. পাহাড়ি অঞ্চলে কোন কোন উদ্যান ফসল জন্মে?
উত্তর : করলা, কাঁকরোল, ঝিঙ্গা, শিম, লাউ, কাঁঠাল,
পেপে, ডালিম ইত্যাদি ।
০৫. বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের আয়তন প্রায় ৫ লক্ষ হেক্টর।
০৬ জুম চাষ কী?
অথবা, জুম চাষ কাতে কী বুঝ?
উত্তর : পাহাড়ি ঢালে বা সমতল স্থান গর্ত করে বিভিন্ন
ধরনের উদ্ভিদের বীজ বপন করা হয়। অতঃপর নতুন গাছ
সৃষ্টি হয়। একত্রে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। একে
জুম চাষ বলা হয়।
০৭. MSFO - এর পূর্ণরূপ লেখ।
উত্তর : MSFO -এর পূর্ণরূপ হলো- Multistrate F
০৮.জুমচাষের ক্ষতিকর প্রভাব কী?
উত্তর : জুমচাষের প্রধান ক্ষতিকর প্রভাব হচ্ছে ভূমিক্ষয়
এবং জীববৈচিত্র্যের ক্ষতি সাধন। কারণ জুমচাষের ফলে
গাছ পালা কেটে শুকিয়ে পুড়িয়ে ফেলা হয়।
০৯.MSFO কী?
উত্তর : MSFO হচ্ছে পাহাড়ি অঞ্চলে বহু রকম ফলের
বাগান যা BARI ১৯৯৮-২০০৫ সাল পর্যন্ত Hill
Farming Research and Rehabitilation Programme
(HFRR) দ্বারা পরিচালিত হয়। এ প্রোগ্রামের উদ্দেশ্য
ছিল পর্যাক্রমে জুমচাষ কমিয়ে বিভিন্ন স্তরের বহু রকম
ফলের বাগান সৃষ্টি করা ।
১০. MATH মডেল কী?
উত্তর : MATH মডেল হচ্ছে Moderm Agricultural
Technology in the Hills -এর সংক্ষিপ্ত নাম। এ
পদ্ধতির উদেশ্য হচ্ছে পাহাড়ি এলাকায় জুমচাষের সাথে
আধুনিক চাষ পদ্ধতির সমন্বয় ঘটানো ।
১১. MATH-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : MATH-এর
পূর্ণরূপ
হলো- Modern
Agricultural Technology in the Hills.
১২. HFRRP- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : HFRRP-এর পূর্ণরূপ হলো- Farming
Research and Rehabitilation.
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১. জুমচাষ কী?
অথবা, জুমচাষ বলতে কী বুঝ?
০২.সমতল ভূমিতে উদ্যান ফসল চাষাবাদের সুবিধাসমূহ বর্ণনা কর।
০৩.উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব লিখ।
অথবা, উদ্যান ফসল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব আলোচনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১.জুমচাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর ।
০২.বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে উদ্যান উদ্ভিদের চাষাবাদের সমস্যাগুলো উল্লেখ কর।
অথবা, বাংলাদেশের পাহাড়ী অঞ্চলে উদ্যান ফসল চাষের সমস্যা বর্ণনা কর।
অথবা, পাহাড়ি অঞ্চলে উদ্যান শস্যচাষের আটটি সমস্যার বর্ণনা দাও।