স্বাদু পানির বিস্তার ।২য় অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
স্বাদু পানির বিস্তার ।২য় অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
২য় অধ্যায়:- স্বাদু পানির বিস্তার
ক- বিভাগ
১. পৃথিবীতে মোট পানির পরিমাণ কত?
উত্তর : পৃথিবীতে মোট পানির পরিমাণ প্রায় ১৩৮৬ মিলিয়ন কিউবিক কিলোমিটার ।
২. অ্যাকুইফার কী?
উত্তর : স্বাদু পানির ভাণ্ডারকে অ্যাকুইফার বলা হয়। এর সর্বমোট আয়তন ৪২.৩ × ১০০ ঘনমিটার।
৩. ভূ-গর্ভস্থ পানি কী?
উত্তর : মাটির নিচে বা ভূগর্ভের নিচে যে সমস্ত পানি থাকে, তাকে ভূ-গর্ভস্থ পানি বলে। যেমন- কুয়া, ইদারা, গভীর নলকূপ ইত্যাদির পানি।
৪. ভূ-পৃষ্ঠের পানি কী?
উত্তর : মাটির উপরিভাগে অবস্থিত সকল পানিকে ভূ-পৃষ্ঠের পানি বলে ।
৫. মোহনা (Estuary) কী?
অথবা, এস্টুয়ারী কী?
উত্তর : নদী যে স্থানে এসে সাগরে পড়ে ঐ এলাকাকে মোহনা বা এস্টুয়ারী বলে। মোহনা এলাকায় জলরাশির প্রকৃতি সাধারণত মোহনার আকৃতি, জোয়ার ভাটা এবং নদী কর্তৃক বাহিত মিঠা পানির প্রবাহের ওপর নির্ভরশীল।
৬. পুকুর কী?
উত্তর : আকৃতিতে ছোট, স্থায়ী বা অস্থায়ী সাধারণত অগভীর জলাশয় যার লিটোরাল অঞ্চল বেশ বিস্তৃত কিন্তু লিমনেটিক ও প্রোফান্ডাল অঞ্চল সীমিত অথবা একেবারেই অনুপস্থিত তাকে সাধারণত পুকুর বলা।
৭. হ্রদ (Lake) কী?
অথবা, হ্রদ বা লেক বলতে কী বুঝ?
উত্তর : বৃহৎ স্থির জলরাশি যার একটি তলদেশ আছে এবং যার সাথে সরাসরি সমুদ্রের কোনো যোগাযোগ নেই এরূপ জলাশয়কে হ্রদ বা লেক বলে।
৮. নদী (River) কী?
উত্তর : যে সকল জলাশয়ে পানি সবসময় দ্রুত একদিকে প্রবাহিত হয় তাকে নদী বা “লোটিক” জলাশয় বলে।
৯. বিল কী?
উত্তর : বড়ো বড়ো নদীর দুই বা ততোধিক পাড়ের মধ্যে অবস্থিত জলাভূমিকে বিল বলে বা থালার মতো অগভীর বড়ো ধরনের জলাশয়কে বিল বলে।
১০. হাওর কী?
উত্তর : বেসিন এলাকায় অবস্থিত যে পানিপূর্ণ টেকটোনিক গর্ত বা তলদেশ আছে, তাদেরকে ‘হাওড়' বলে।
১১. বাওড় কী?
উত্তর : অশ্বখুরাকৃতি হ্রদ এঁকে বেঁকে সর্পিল গতিতে প্রবাহিত নদী যখন তাদের গতিপথের উত্তাল অংশ হতে বিচ্ছিন্ন হয়ে যায় তখন পৃথকীকৃত জলাশয়টি দেখতে ঘোড়ার খুরের মত অর্ধচন্দ্রাকৃতি রূপ নেয়। আমাদের দেশে এই ধরনের জলাশয় বাওড় নামে পরিচিত।
খ- বিভাগ
১. নদীর ইকোলজি বর্ণনা কর।
২.স্বাদু পানির উৎস সম্পর্কে লিখ ।
৩. বিশ্বে মাথাপিছু স্বাদু পানির বণ্টন সম্পর্কে লিখ।
৪. পৃথিবীতে স্বাদু পানির ব্যবহার লিখ।
৫. হাওর ও বাওর সম্পর্কে লিখ।
৬. ভূগর্ভাস্থ পানির প্রকৃতি বর্ণনা কর।
অথবা, ভূগর্ভাস্থ জলজ পরিবেশ বা অভ্যন্তরীণ পানির শ্রেণিবিন্যাস প্রদান কর ।
৭.মোহনার বাস্তুতান্ত্রিক গুরুত্ব লিখ।
গ-বিভাগ
১. স্বাদু পানি কী? পৃথিবীতে স্বাদু পানির বিস্তার সম্পর্কে আলোচনা কর।
অথবা, পৃথিবীতে স্বাদু পানির বিস্তার বর্ণনা কর।
২. Limnology ও hydrobiology কী বুঝ? বাংলাদেশের জলজ সম্পদের বর্ণনা দাও।
অথবা, বাংলাদেশের জলজ সম্পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
অথবা, বাংলাদেশের স্বাদু পানির সম্পদের টীকা লিখ ।
৩. (ক) মোহনার বাস্ততাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।
(খ) পানি রঙিন হওয়ার কারণসমুহ লেখ।
৪. টীকা লিখ:
(ক) নদী ;
(খ) মোহনা;